সার্চ ইন্জিন অপটিমাইজেশনে নিশ একটি ব্যপক এবং গুরুত্বপূর্ণ শব্দ।

(১) নিশ কি এবং নিশ সিলেকশন বলতে কি বোঝায়?

নিশ বলতে বুঝায়, কোন একটা টপিক বা ক্যাটাগরি অথবা টার্গেটেড কোনো কন্টেন্ট।

আপনার ওয়েবসাইটটিতে কোন ক্যাটাগরির বা টপিকের কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাই নিশ।

উদাহরনের মাধ্যমে আরেকটু ক্লিয়ারলি বুঝি চলুনঃ
মনে করুন আমার বন্ধু মাইদুল একটা ব্যবসা শুরু করতে চায়, মাইদুল ভাবতে শুরু করলো কোন প্রোডাক্টটি নিয়ে ব্যবসা শুরু করলে ভালো হবে।

তার কিছু বন্ধুরা একেকজন একেক রকমের প্রোডাক্ট নিয়ে ব্যাবসা শুরু করার জন্যে মতামত দিলেন, কেউ বললেন বাইক পার্টস প্রোডাক্ট নিয়ে শুরু করো, আবার কেউ বললো কম্পিউটারের পার্টস নিয়ে শুরু করতে পারো, আমি জানালাল মাইদুলকে ড্রেস প্রোডাক্ট নিয়ে শুরু করতে।

মাইদুল অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলো ড্রেস প্রোডাক্ট নিয়ে ব্যাবসা শুরু করবে।

এবার মাইদুলের ব্যাবসার প্রসার ঘটানোর জন্যে একটা ওয়েবসাইট তৈরী করার প্রয়োজন, তিনি সিদ্ধান্ত নিলো একটা ওয়েবসাইট তৈরী করবে এবং বন্ধুদের অনেক গুলো পছন্দ করা প্রোডাক্টের মধ্যে মাইদুল যে প্রোডাক্টি সিলেক্ট করছে (Dress Product) এটিই হচ্ছে নিশ।

নিশকে আবার টপিক ও বলা যায়।

১. নিশ কি বা নিশ সিলেকশন কি?
২. নিশ কত প্রকার ও কি কি?
৩. এভার গ্রিন নিশ কত প্রকার ও কি কি?
৪. ১০ টি জনপ্রিয় নিশের তালিকা
৫. নিশ নির্বাচনের পূর্বে কমপক্ষে যে ২টি বিষয় মাথায় রাখতে হবে।
৬. নিশ মার্কেটিং কি ?

(২) নিশ কত প্রকার?
নিশ সাধারনত ৩ প্রকার।

যথাঃ

১. ব্রড নিশ (Broad Niche)

২. মাইক্রো বা ন্যারো নিশ (Micro / Narrow Niche)

৩. স্পেসিফিক নিশ (Specific Niche)

১. (Broad Niche) ব্রড নিশঃ

যে নিশকে ছোট ছোট ক্যাটাগরিতে ভাঙ্গা যায় সেই নিশকে ব্রড নিশ বলে। যেমনঃ Business Product

২. (Micro / Narrow Niche) মাইক্রো বা ন্যারো নিশঃ
ছোট ছোট নিশকে বলা মাইক্রো নিশ।

ছোট ছোট নিশকে যদি ভাঙ্গা যায় তাহলে সেই ভাঙ্গা নতুন নিশকে ন্যারো ডাউন ( Narrow Down) নিশ ।

আবার যদি মাইক্রো বা ন্যারো (Micro / Narrow) নিশকে একাধিকবার ভেঙ্গে একটা ডোমেইন বা সাইটে একধিক ক্যাটেগরির টপিক নিয়ে কাজ করা হয় তখন সেই সাইটে বলা হয় মাল্টি নিশ সাইট।

৩. (Specific Niche) স্পেসিফিক নিশঃ
যদি একটা সাইটে একটি টপিক নিয়ে কাজ করা হয় তাহলে সেই সাইটকে আমরা বলতে পারি স্পেসিফিক (Specific) নিশ সাইট।

যেমনঃ doggy health

(৩) (Evergreen) এভার গ্রিন নিশঃ
এভার গ্রিন নিশ হচ্ছে ৩ টি।

যথাঃ ১. হেলথ এ্যান্ড ফিটনেস

২. রিলেশনশিপ

৩. মেক মানি অন দ্যা ইন্টারনেট

পৃথিবী যতোদিন রয়েছে ততদিন এই নিশ তিনটির ডিমান্ড থাকবে।

(৪) (10 Most Popular Niches) ১০ টি জনপ্রিয় নিশ বা টপিকঃ
Fitness
Make Money on the internet
Dating and Relationship
Technology
Health
Self Improvement
Beauty Treatments
Personal finance
Pets
Wealth Building through investing

(৫) নিশ নির্বাচনের পূর্বে কমপক্ষে ২টি বিষয় মাথায় রেখে নিশ সিলেক্ট করতে হবেঃ
১. নির্বাচিত নিশে হিউজ পরিমান আর্টিকেল বা প্রোডাক্ট থাকতে হবে।

২. নির্বাচিত নিশের প্রোডাক্ট বা কন্টেন্ট গুলোর চাহিদা সারাবছর থাকতে হবে।

একটা সাইটের সফলতা ৫০% – ৬০%ই নির্ভর করে নিশ সিলেকশনের উপর।

এমন নিশ সিলেক্ট করা উচিৎ যে নিশে কাজ করার আপনার প্রচুর আগ্রহ রয়েছে।

নিশ সিলেকশন আইডিয়া পেতে Google এ সার্চ করুন ইংরেজিতে Niche ideas list.

(৬) নিশ মার্কেটিং কি ?
আপনি যখন, শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর ; নির্দিষ্ট একটি চাহিদা পূরন করার উদ্দেশ্যে ওই প্রোডাক্ট টির প্রমোশন করবেন তখন সেটাকে আমারা মার্কেটিংয়ের ভাষায় বলি নিশ মার্কেটিং।

সহজ করে বলিঃ
(কমপ্লিট এসইও কোর্স ২০২০) কোর্সটি একটি নির্দিষ্ট প্রোডাক্ট বা টপিক, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী= বাঙালি , চাহিদা= এসইও ।

এই শব্দ গুলো ব্যবহার করে নিশ মার্কেটিং কি দেখি চলুনঃ

বাঙ্গালীদের এসইও চাহিদা পূরনের উদ্দেশ্য, (কমপ্লিট এসইও কোর্স ২০২০) এই কোর্সটি যখন বিভিন্ন ব্লগে গেস্ট পোস্ট করবো, শেয়ার ইত্যাদি করে যখন প্রমোশন করবো তখন এই মার্কেটিংকে বলা হবে নিশ মার্কেটিং।

উহু আরেকটি কথা, শুধু নিজে শিখলেই তো হবেনা, অন্যকে ও তো শেখার সুযোগ করে দিতে হবে।
তাই এ আর্টিকেল টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

#মোঃ হৃদয়

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

3 thoughts on "নিশ সিলেকশন, কমপ্লিট এসইও কোর্স ২০২০ (২য় পর্ব)"

  1. arif8112. Contributor says:
    Home appliances and other electronic product review site?
    https://homestuffreview.com

Leave a Reply