স্বাগতম, সবাইকে আমার আজকের এই নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা । কারন trickbd এর সাথে থাকলে সবাই খুবই ভালো থাকে ।
আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে একটা বহুল আলোচিত সমস্যার সমাধান । সেটা হলোঃ the এর উচ্চারন আসলে কোনটা সঠিক? দি নাকি দ্যা?
তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।




আমরা article হিসেবে ছোটবেলা থেকেই the এর সাথে পরিচিত। কিন্তু আমরা কেউ এটাকে বলি দ্যা আবার কেউ বলি দি। কোনটা সঠিক? আসলে দুইটাই সঠিক।
আমরা সবাই ইংরেজিতে vowel,cosonant এর সাথে পরিচিত। আর পরিচিত না থাকলেও প্রবলেম নাই কারন ইংরেজি বর্নমালার a,e,i,o,u এইগুলা হলো ভাওয়েল আর বাকিগুলা কনসোনেন্ট। আর the এর উচ্চারন এর নিয়মদ্বয় হলোঃ
১. sentence এ যে শব্দের আগে the বসবে, তা যদি vowel হয়, তাহলে উচ্চারন হবে দি। যেমনঃ দি আমব্রেলা।
২. sentence এ যে শব্দের আগে the বসবে, ঐটা যদি consonant হয়, তাহলে উচ্চারন হবে দ্যা। যেমনঃ দ্যা মেন।
এইতো, খুবই সহজ নিয়ম।
তো আশা করি আজকের পরে the এর উচ্চারন নিয়ে আপনাদের আর কোন প্রবলেম আর কোনোদিন ই হবেনা।</font
তাহলেহ, আজকে এইপর্যন্তই।

তবে হ্যা, মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন। আর
কিছু না বুঝলে কমেন্টে আমাকে জানান।

যেকোন ( Java games,fast browsers,3gp হিন্দি ও বাংলা movies and natok,java books, codes) এর জন্য আমার সাইটটি ভিজিট করুন।

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

এছাড়াও যেকোন প্রবলেমে ফেসবুকে আছি আমিfacebook


7 thoughts on "দি নাকি দ্যা কোনটা সঠিক? জেনে নিন the এর বাংলা উচ্চারন। না দেখলে সারাজীবনই ভুল বলে যাবেন।"

  1. MD Shakib Hasan Author says:
    ভাই পোস্ট রেখা কম আর শেষ দিকে সাইটের লিংক দিয়ে শেষ করে দিছেন। এটা কোন পোস্ট হলো ?
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      ধন্যবাদ আপনার মতামতের জন্য। চেষ্টা করব আরো বড় পোষ্ট করতে। আর পোষ্টের শেষে সাইটলিঙ্ক দেয়া যায়।
    2. Abdus Sobhan Author says:
      post ar sese site link deoya jia vhai kintu avabe ato boro text ar moddhe keo link ar age diyeche bole ami dekhini
  2. Abdus Sobhan Author says:
    na mane sotti kore bolen to apni je post ta korechen seta koto tuku man sommoto?
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      ami try krci aro boro krte.
    2. Abdus Sobhan Author says:
      post boro korlei man somotto hobe ata kintu na vhai apni post ti guchiye sajate parleo man sommoto dekhato
    3. Prottoy Saha Contributor Post Creator says:
      আমার মনে হয়না সাইট লিঙ্কে কোন সমস্যা আছে। কারন আমি প্রথম থেকেই এভাবে লিঙ্ক দিই। কিন্তু কন্ট্রিবিউটর অবস্থায় সাপোট টিম আমার পোষ্ট পাবলিশ করেছে।

Leave a Reply