সবার পছন্দের একটি ব্রান্ডের নাম শাওমি ৷ শাওমি অল্পদিনে মার্কেটে এসেই সবার মন কেরেছে, কেরেছে আরো নজর ৷ যত নজর কেরেছে ততই আবার ভয়ও ধরিয়েছে সবার মনে ৷ এদানিং শতশত শাওমি ফোন ক্লোন বা নকল বেরিছে বাজারে ৷ অনেকেই বলছে, শাওমি ফোন নকল নয় তো?  তারা কি ফোন কিনে ধরা খেল!

কিনতু শাওমি কোম্পানি তাদের গ্রাহদের ভয়, চিন্তাভাবনা দুর করতে তৈরী করেছে অফিসিয়াল আসল শাওমি চিনবার উপায় ৷

তাহলে জানা যাক কি ভাবে চিনবো আমার শাওমি আসল !

আসল শাওমি ফোন চিনার অফিসিয়াল দুইটি পদ্ধতি:

? ১ম পদ্ধতি IMEI নাম্বার দিয়ে

  • IMEI নাম্বার দিয়ে শাওমি ফোন ভেরিফাই এর মাধ্যমে আসল শাওমি ফোন চেনা! 
  • প্রথমে ফোনের পিছনে একটা স্টিকার বা বক্সের সাইডে IMEI নাম্বার একটা স্টিকারে দেওয়া থাকে সেখান থেকে কপি করে নিন 
  • তাতেও যদি খুজে না পান বা সন্দেহ থাকে তাহলে ডায়েল করুন  * # 06 #
  •   IMEI নাম্বার কপি/লিখে রাখার পর এই লিংক প্রবেশ করুন
  • তারপর এমন পেজ আসবে
  • যেখানে IMEI Number চাইছে সেখানে নাম্বার দিন এবং ক্যাপসা পুরুন করে ভেরিফাই করুন ৷ দেখুন আসল হলে সাথে ভেরিফাই নিশ্চিত হবে, মানে সেখানে সতর্কতার সাথে বক্সের IMEI & Serial Number ইনপুট করুন এবং Captcha টি পুরণ করুন । খেয়াল রাখবেন, Serial number ইনপুট করার সময় “/” সহ সম্পুর্ণ নাম্বার দিতে হবে । সব ঠিকমত লিখছেন কিনা চেক করে VERIFY এ ক্লিক করুন । এবার একটা চাইনিজ রেজাল্ট দেখাবে ওয়েবসাইটে । এটি চাইনিজ ভাষায় লেখা আপনার ডিভাইসের নাম । এখন, আপনার হাতের বক্সের সামনের দিকে যে ডিভাইসের নাম লেখা আছে চাইনিজে, সেটার সাথে ওয়েবসাইটের রেজাল্ট মিলিয়ে দেখুন । যদি Same to Same হয় তবে সেট ভেরিফাইড (অরজিনাল)৷

 

?২য় পদ্ধতি সেকোরেটি কোড দিয়ে:

  • যদি আপনার ফোনের বক্সের পেছনে অথেনটিকেশন লেবেল থাকে, তবে সেখানে একটি 20-সংখ্যার কোড থাকবে।(থার্ট পাটি দোকান থেকে ক্রয় করলে এই কোড নাও থাকতে পারে)৷
  • 20-সংখ্যার সেকোরেটি কোড লেবেলটি খুজে দেখুন বক্স-এ পেয়ে যাবেন এরপর কুপুন স্ক্র্যাচ করুন (ঘুসে ২০ সাংখ্যার কোড বাহির করুন)। তারপর এই লিংক প্রবেশ করুন
  • তারপর 「Xiaomi Product Authentication」ক্লিক করুন ৷
  • তারপর Please enter your 20-digit security code যেখানে লেখা আছে সেখানে আপনার সেই ২০ সংখ্যার কোড দিন এরপর ক্যাপসা পরুন করে ভেরিফাই করুন ৷ দেখবেন আসল হলে সাথে সাথে সেটের ইনফো শো করবে। তারপর আগের মত মিলিয়ে নিবেন। ৷

 

?প্রুভঃ একটি নকল IMEI নাম্বার দিয়ে ভেরিফাই করার রিজাল্ট! 

নোটঃ (যদি আপনার শাওমি ফোন অফিসিয়াল হয় তাহলে সেই IMEI নাম্বার ভেরিফাই হবে, আর যদি আনঅফিসিয়াল বা নকল হয় তাহলে উপরের ফটোর মতো আসবে )  

?অন্য পদ্ধতি

  • মিইউআই রম ভার্সন
  • অধিকাংশ নকল শাওমি ফোনে কাস্টম এন্ড্রয়েড স্কিন ইন্সটল করা থাকে। ফোনের Settings অ্যাপ এর About Phone সেকশনে প্রবেশ করুন। উল্লেখিত সেকশনে আপনার ফোনের মিইউআই ভার্সন দেওয়া থাকবে। গুগল করে জেনে নিন আপনার ফোন কোন মিইউআই ভার্সনে থাকা উচিত এবং মিলিয়ে নিয়ে এটি নিশ্চিত করুন যে আপনার ফোনটি আসল না নকল।

? Sms chack পদ্ধতি:

avatar.png

অথোরাইজড শাওমি ফোন যাচাই করুন !

আপনার ফোন থেকে Mi (Space) IMEI Number লিখে এসএমএস করুন 26969 নাম্বারে (চার্জ প্রযোজ্য)

ফিরতি এসএমএস এর তথ্যের মাধ্যমে পেয়ে যাবেন আপনার ফোনটি অথোরাইজড/অফিসিয়াল কি না।
IMEI নাম্বার বের করার নিয়ম: setting_About phone_status_IMEI information. অথবা *#06# ডায়াল করুন.

তাহলে বন্ধুরা কারো কোন মনে প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান ৷ 
আর পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

8 thoughts on "?-আপনি কি শাওমির ভক্ত তাহলে এই ট্রিকটি আপনার জন্য! আসল শাওমি ফোন চিনার সহজ উপায়"

  1. mehedi789 Contributor says:
    nice post vaia
    1. sopon Author Post Creator says:
      Thanks
    1. sopon Author Post Creator says:
      Thanks
    1. sopon Author Post Creator says:
      Good
    1. sopon Author Post Creator says:
      Good

Leave a Reply