আসসালামু আলাইকুম

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) প্রকাশ করা হবে। এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হবে।

আপনি দুই ভাবে এইচ এস সি রেজাল্ট দেখতে পারবেন।

১. মোবাইলে এস এম এস এর মাধ্যমে।
২. এডুকেশনাল অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

নিছের ২ টা লিংক থেকে HSC রেজাল্ট দেখতে পারবেন

প্রথমে নিচের দুটি website থেকে যে কোন একটি website ঢুকেন।

১) এখানে ক্লিক করুন

২) এখানে ক্লিক করুন

তারপর আপনি পরীক্ষার নাম, Year, বোর্ড Name, রেজি নং: এবং একটি Chaptha থাকেবে সেটা পুরণ করে হবে।

সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার HSC Result বের হয়ে যাবে।

মোবাইলে এস এম এস এর মাধ্যমে HSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি

➳মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে➳

HSC SPACS আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর লেখুন SPACE রোল নাম্বার দিন SPACE 2020

উদাহরণঃ HSC DIN 641322 2020

তার পর SEND করেন 16222 নাম্বারে।

চার্জ: ২ টাকা প্রতি SMS (সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য)

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কোড নাম

১. DHA – Dhaka Board
২. BAR – Barisal Board
৩. SYL – Sylhet Board
৪. COM – Comilla Board
৫. CHI – Chittagong Board
৬. RAJ – Rajshahi Board
৭. JES – Jessore Board
৮. DIN – Dinajpur Board
৯. MAD – Madrasah Board
১০. TEC- Technical বয়ারদ

বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত সাথে সাথে রেজাল্ট পেতে এখনি প্রি-রেজিস্ট্রেশন করুন।

 

প্রি-রেজাল্ট রেজিস্ট্রেশনঃ

এইচএসসিবোর্ডের প্রথম ৩টি লেটাররোল নম্বরসাল

উদাহরণঃ HSC DIN 641322 2020

তার পর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

তার পর নিচের মত এসএমএস আসবে

””

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্যঃ

এইচএসসিMADরোলসাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে

উদাহরণঃ HSC MAD 641322 2020

টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্যঃ

এইচএসসিTECরোল সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে

উদাহরণঃ HSC TEC 641322 2020

শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহ:

  • ঢাকা–Dha
  • বরিশাল–Bar
  • চট্টগ্রাম–Chi
  • কুমিল্লা-Com
  • যশোর-Jes
  • রাজশাহী–Raj
  • সিলেট-Syl
  • দিনাজপুর–Din
  • ময়মনসিংহ–Mym
  • মাদ্রাসা–Mad
  • টেকনিক্যাল-Tec

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

টেকনিক্যাল বিষয়ে বা যে কোনো সিমের অফার জানতে এখানে ক্লিক করুন

 

ধন্যবাদ

10 thoughts on "২০২০ সালের এইচ এস সি পরিক্ষার রেজাল্ট ৩০ জানুয়ারি, রেজাল্ট সবার আগে ও খুব দ্রুত দেখে নিন, বিস্তারিত পোস্ট এ…!!"

  1. Avatar photo Rasel khan Contributor says:
    রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত, বিশ্বাস হচ্ছে না ভাই, খুব প্যারায় আছি এই রেজাল্ট নিয়ে।
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      আগামীকাল রেজাল্ট বের হবে এটি ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে।

      আগামীকাল ১০ টা পর থেকে রেজাল্ট দেখতে পারবেন।

      ধন্যবাদ

    2. Avatar photo Towfiq Contributor says:
      Vai result nye para kn?? auto pass a to…exam dye result hle na hoy tension hoto…ki bolen………………..
  2. Avatar photo Rasel khan Contributor says:
    R bolen na vai.. result na pea aj ami.. akta job pailam na…R say sate.. baker hoye pore aci..oi dike gf jasce..bea hoya..
    1. Avatar photo ShaRiar IMRAN Contributor says:
      ???Bhai maro mujhe……..BTW, Turu Lab
  3. Avatar photo sopon Author says:
    প্রুভ কই ৷
  4. Avatar photo MD FAYSAL Contributor says:
    ১ মাস আগেই pre registration এ আছে
  5. Avatar photo Md Al-Amin Islam Contributor says:
    ভাইয়া যারা 2019 সালে ফেল করেছিলো তাদের রেজাল্ট কিভাবে দেখবো?
  6. Avatar photo MD Samim Contributor says:
    ভাই আপনি কিছুদিন আগে এসএসসির সব সিলেবাস প্রকাশ করেছে. সাম্প্রতিক সেটা মনে হয় বাতিল হয়ে গেছে . এখন নতুন করে কবে দিবে আপনি কি জানেন অথবা আপনি এ সম্পর্কে অবগত থাকেন এবং আমাদের জানাবেন প্লিজ ভাই
  7. Avatar photo Ashim Contributor says:
    eboardresult.com kaj kore na kno? oi website er database e ekhono hsc 2020 data upload kore ni keno? kokhon institution/board wise result pawa jabe?

Leave a Reply