National University অনার্স প্রথমবর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ করার পদ্ধতি ।
প্রথমে নিচের লিংক এ ক্লিক করে NU এর অফিসিয়াল সাইট এ প্রবেশ করুন।
এরপর honours এ ক্লিক করুন।
এরপর Apply to online form fill-up এ ক্লিক করুন।
এরপর আপনার কলেজে প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে next ক্লিক করুন।
Student type, improvement লেখা থাকবে আপনারা অন্য তথ্য সহ।
ফেল করে থাকলে,জেজে সাবজেক্ট ফেল করেছেন সেগুলো এবং ইমপ্রুভ দিলে সুদু দুই টি সাবজেক্ট এ পরীক্ষা দিতে পারবেন।
এরপর আপনার ফোন নম্বর দিয়ে submit করুন।
হয়ে গেল ফর্ম ফিলাপ।
এরপর pdf download er optiona আসবে।সেটি download করে,প্রিন্ট আউট করে রাখুন।
এরপর নগদ অ্যাপ বা সোনালী ব্যাংক বএর মাধ্যেমে আপনার ফী প্রদান করে, রিসিপ্ত ও স্প্রিন্ট আউট করা কাগজ সহ কলেজ কতৃপক্ষের কাসে জমা দিলে হবে।অথবা সরাসরি কলেজ এ জমা দিতে পারেন।
ধন্যবাদ।
Na bujle nije tke kisu krar দরকার নাই,এগুলা অনেক সেনসিটিভ বিষয়।দরকার পড়লে কলেজ কত্রি পক্ষের সাতে যোগাযোগ করুন।