কমিউনিটি ট্যাব কি?
কমিউনিটি ট্যাব হলো ইউটিউবের একটা ফিচার যার মাধ্যম ইউটিউবাররা ফেসবুকের মতোই স্ট্যাটাস আপডেট করতে পারে তবে সেটা শুধুমাত্র তাদের সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছায়।
কমিউনিটি ট্যাব থেকে Text,images/GIFS, polls, videos পোস্ট করা যায়
ইউটিউবারদের জন্য সুখবর…
আগে ইউটিউবে কমিউনিটি ট্যাব পেতে মিনিমাম ১০০০ সাবস্ক্রাইবার লাগতো। এখন মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেই পাওয়া যাবে কমিউনিটি ট্যাব।
[বিঃ দ্রঃ] ৫০০ সাবস্ক্রাইবার complete হওয়ার পর কমিউনিটি ট্যাব পেতে সর্বোচ্চ ১ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ইউটিউব। তাই ইউটিউবারদেরকে একটু ধৈর্য ধরতে হবে কমিউনিটি ট্যাব পেতে।
কবে থেকে বাস্তবায়ন হবে?
এই আপডেটটি বাস্তবায়ন হবে ১২ অক্টোবর, ২০২১ থেকে বলে জানিয়েছে ইউটিউব
চলে যাচ্ছে Discussion Tab…
ইউটিউব আরো জানায় ১২ অক্টোবর থেকে সকল ইউটিউবারের Discussion ট্যাব চলে যাবে। Discussion ট্যাব ইউটিউবের একটা পুরনো ফিচার যেটায় শুধুমাত্র টেক্সট পোস্ট করা যায় কিন্তু কমিউনিটি ট্যাবে Text এর পাশাপাশি images/GIFS, polls, videos পোস্ট করা যায়। তো ১২ অক্টোবরের পর থেকে ইউটিউবের এই পুরনো ফিচারটিকে রিপ্লেস করবে কমিউনিটি ট্যাব
তবে ১২ অক্টোবরের আগ পর্যন্ত Desktop থেকে এই Discussion টি এক্সেস করা যাবে
এ বিষয়ে ইউটিউবের টুইট…
এ বিষয়ে ইউটিউব তাদের তাদের টুইটার একাউন্ট থেকে আপডেটটি জানায়, এখান থেকেই ইউটিউবের সকল আপডেট পাওয়া যায়, তাছাড়া ইউটিউব রিলেটেড যেকোন হেল্পও @TeamYouTube টুইটার একাউন্টটি থেকে করে থাকে
Community posts are coming to millions more channels!!
Starting October 12, 2021, we’re lowering the eligibility threshold for Community posts to channels with 500+ subscribers: https://t.co/66SEhZ33ML
Tips for getting started on the Community tab →https://t.co/O3KnHNvk1t pic.twitter.com/SB1pyfbgUz
— TeamYouTube (@TeamYouTube) September 9, 2021
কেমন লেগেছে ইউটিউবের এই নতুন উদ্যোগ? কমেন্ট করে জানাতে পারেন ?
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল
amar 490 sub silo khushi lagsa tai ?