আসসালামুআলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভোট দেওয়ার জন্য ভোটার নং বাহির করবেন অনলাইন থেকেই।
তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে আপনি আপনার ফোনে চলে যান। তারপর NID লিখে সার্চ করুন। দেখুন নিচের স্ক্রীনশটএর মত আসবে। তারপর প্রথম লিঙ্কে ঢুকুন। ঢোকার পর নিচের স্ক্রীনশটএর মত আসবে। তারপর ডান সাইডে উপরে দেখুন তিনটা দাগ আছে। সেখানে মেনুতে ক্লিক করুন।দেখুন নিচের স্ক্রীনশটএর মত আসবে। তারপর ভোটার তথ্য উপর ক্লিক করুন দেখুন নিচের স্ক্রীনশটএর মত আসবে। এবার প্রথম বক্সে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিন। তারপরে বক্সে আপনার জন্ম তারিখের দিন টা দিন। তারপরের বক্সে আপনার জন্ম তারিখের মাস দিন।তার নিচের বক্সে আপনার জন্ম তারিখ সাল দিন। তারপর নিচের একটা ক্যাপচা আছে। দেখুন দাগ দাগের ভেতরে এগুলান অক্ষর আছে। ঐগুলান নিচের বক্সে লিখুন। তারপর তথ্য দেখুন এ ক্লিক করুন। তারপরে লোড নিবে। এখন নিচে দেখুন ভোটার নং ভোটার তালিকা সব চলে এসেছে। এখানে থেকে আপনি আপনার ভোটার নং টা লিখে নিন। তারপরে গিয়ে ভোট দিন। আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরেকদিন আসসালামু আলাইকুম।
Share:
4 thoughts on "। ভোট দেওয়ার জন্য ভোটার নং বাহির করুন অনলাইনে।"