আসসালামুআলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের নিকট একটি অসাধারণ অ্যাপ এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। পার্সোনালি এই অ্যাপটি আমার অনেক পছন্দ হয়েছে আর আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে। তাই আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যারা মোবাইলে প্রোগ্রামিং করেন অথবা শিখেন তাদের জন্য এটি একটি বেস্ট অ্যাপ হবে বলে আমি মনে করি। তাহলে চলুন মূল টপিকে যাওয়া যাক।

অ্যাপের তথ্যঃ

Name: Online Compiler – Code on Mobile
Offered By: Coding and Programming
Size: 2 MB± (Varies with device)
Download Link: Play Store | ApkPure

অ্যাপের বিবরণঃ

আমরা অনেকেই আছি যারা আগ্রহের বসে প্রোগ্রামিং করি বা শিখছি তাও আবার স্মার্টফোনে। কিন্তু মোবাইল দিয়ে প্রোগ্রামিং করার ক্ষেত্রে প্রায়ই আমাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। যেমনঃ স্মার্টফোনের জন্য অনেক প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আই.ডি.ই পাওয়া যায় না। পাওয়া গেলেও সেগুলোর সাইজ অনেক বেশি হয়ে থাকে যার ফলে নরমাল স্মার্টফোনগুলোতে সেসব অ্যাপ রান করাতে সমস্যা হয়। আবার আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের জন্য আলাদা আলাদা অ্যাপ ইন্সটল করতে হয় যার ফলে স্মার্টফোনে প্রচুর স্টোরেজের প্রয়োজন হয়। এসব সমস্যার জন্য অনেকেই স্মার্টফোন দিয়ে প্রোগ্রামিং শুরু করতে পারছেন না। তাই আমি মনে করি এই সকল সমস্যার সমাধান আপনারা এই অ্যাপটি থেকে পেতে পারেন। কারণ শুধু এই একটি অ্যাপের সাহায্যে আপনি আপনার স্মার্টফোনে ২৩টি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করাতে পারবেন। সেগুলো হলোঃ

  1. Bash (Shell Script)
  2. C – GCC Compiler
  3. C++ – GCC Compiler
  4. C++ 14 – GCC Compiler
  5. C++ 17 – GCC Compiler
  6. C# (C Sharp) – Mono compiler
  7. Clojure
  8. Go Language
  9. Java 7
  10. Java 8
  11. MySQL
  12. Objective-C
  13. Perl
  14. PHP
  15. NodeJS
  16. Python 2.7
  17. Python 3.0
  18. R Language
  19. Ruby
  20. Scala
  21. Swift 1.2
  22. VB.Net – Mono Compiler
  23. Pascal

Image source: Play Store

অ্যাপের সুবিধাঃ

  • একটি অ্যাপেই ২৩টি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করাতে পারবেন।
  • খুবই লাইটওয়েট অ্যাপ। অ্যাপ সাইজ মাত্র ২ মেগাবাইট।
  • সিনটেক্স হাইলাইটিং।
  • কোড অটো সেইব।
  • প্রায় সকল অ্যান্ড্রয়েড ভার্সনেই সাপোর্ট করে।
  • অনলাইন কম্পাইলার হওয়াই কোড খুব দ্রুত রান হয়।

অ্যাপের অসুবিধাঃ

  • অ্যাপটি ব্যবহার করতে ইন্টারনেট কানেকশন লাগবে। (যদিও এটি অসুবিধা হিসেবে বিবেচনা করা যায় না)
  • আনডু (Undo) রিডু (Redo) করার কোন অপশন নেই। কোড এডিটর হিসেবে যেটি একটি খুব বড় রকমের অসুবিধা।
  • প্রোগ্রামিং করার ক্ষেত্রে ফাইল সিস্টেম নিয়ে কাজ করতে পারবেন না। ইত্যাদি।

এই অ্যাপের হুবুহু কোন iOS ভার্সন অ্যাপ নেই। কিন্তু iOS ব্যবহারকারীরা চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। আর যে কোন অপারেটিং সিস্টেম থেকেই ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই লিঙ্ক থেকে (http://compiler.run/) এই অ্যাপের প্রায় সকল সুবিধা উপভোগ করতে পারবেন।


আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবনে অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আর ভাল কিছু পেতে পোষ্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out…

আল্লাহ্‌ হাফেজ।

-: Al Sayeed :-

8 thoughts on "[Must See] মাত্র ২ এমবি সাইজের একটি অ্যাপেই রান করুন ২৩টি জনপ্রিয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ"

  1. Emrus Legend Author says:
    Nice review
    1. Al Sayeed Author Post Creator says:
      thank you
  2. Limon Sarkar Contributor says:
    প্লে স্টোর এর লিংক আপডেট করেন
    1. Al Sayeed Author Post Creator says:
      thik e to ache
  3. Nicee ✌️✌️✌️✌️
    1. Al Sayeed Author Post Creator says:
      welcome
  4. Limon Sarkar Contributor says:
    Apps name ki programing hub?
  5. Sabbir Hasan Contributor says:
    I Love Programming

Leave a Reply