আসলামুয়ালাইকুম।কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালোই আছেন।আজ আমার পোস্ট যারা শখে কবুতর পুষতে চান এবং যারা কবুতর পালেন।তো চলুন জেনে নেই কিছু ট্রিকস.


১.কবুতরের খোপ কখনোই নিচুতে রাখবেন কম পক্ষে ১০ ফিট উপরে খোপ বসান
২.আপনার যদি অপ্রয়োজনীয় পাত্র থাকে এর সঠিক ব্যবহার করুন।এভাবে
৩.মুরগির ডিমের খোঁসা গুড়া করে খাওয়ান,ফলে কবুতরের ডিম শক্ত হবে
৪.আবদ্ধভাবে পুষলে পাথরগুড়া,ইটের গুড়া,লাল মাটি দিতে হবে।এগুলোথেকে ক্যালসিয়াম পাবে
৫.খোপে যেনো পানি না পড়ে
৬.আপনার কবুতর ডিম দেয় না?এর কারন..
১গায়ে চর্বি জমা,কৃমি
২বিশ্রাম না পাওয়া (বাচ্চা ফোটে আর আপনি ২০দিনে খান,আবার তারা ডিম পাড়ে বাচ্চা হয় এভাবে তাদের পুষ্টি কমে যায়।তাই ডিম বাচ্চার জন্য তাদের চাপ দেবেন না)
৩প্রতিকূল পরিবেশ
৪মাদা না থাকা(আমরা জানি,কবুতরের ডিম দিনে মাদ্দা,রাতে মাদ্দি তা দিয়ে থাকে)
৫ডিমে তা না দেয়া
কবুতর ডিম না দিলে,এর চিকিৎসা..
(এক সাথে ১০ জোড়া কবুতরের হিসাব,আপনারটা পরিমাণ মতো খাওয়াবেন)
যে কোন লিভার টনিক(লিভাটোন) ১মিলি ১লিটার পানিতে মিশিয়ে ৭দিন, কৃমিনাশক (avinex) ১মিলি ১লিটার পানিতে ৭দিন, তারপর আবার লিভাটোন ১মিলি ১লিটার পানিতে মিশিয়ে ৭দিন খাওয়ান, এবং এর পর আবার মাল্টিভিটামিন খাওয়াতে পারেন ৭দিন।।
ধন্যবাদ এতক্ষণ পোস্টটি পড়ার জন্য। দেখা হবে অন্য কোন পোস্টে ইনশাআল্লাহ। আজ এখানেই বিদাই……

4 thoughts on "কবুতর পালনকারীদের জন্য কিছু ট্রিকস বা পরামর্শ।"

  1. Jahidul Islam Author says:
    ধন্যবাদ। খাবারে বিষয়েও একটি পোস্ট দিয়েন।
    1. Safiul islam Author Post Creator says:
      কিছু দিন পরে দিব, ইনশাল্লাহ
  2. SagorSrkian Author says:
    Very Very Informative Post ❤️
    1. Safiul islam Author Post Creator says:
      Thanks

Leave a Reply