ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবস্থাপনার জনপ্রিয় সফটওয়্যার ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার সব কাজই এর ড্যাশবোর্ড থেকে করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসে ঢুকে (লগ-ইন) যে পেজটি দেখা যায়, সেটিই হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের বাম দিকে অনেকগুলো মেনু (অপশন) রয়েছে। এর মধ্যে রয়েছে হোম, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার, টুলস, সেটিংস ইত্যাদি। পোস্ট অপশন থেকে নতুন পোস্ট, ক্যাটাগরি তৈরি করা, আগের তৈরি করা পোস্ট দেখা, এডিট করা, ডিলিট করার কাজ করা যায়। মিডিয়া অপশন থেকে নতুন ছবি, অডিও, ভিডিও যোগ করা, গ্যালারি তৈরি করা, আগের যোগ করা ছবি, অডিও, ভিডিও দেখা, এডিট করা, ডিলিট করার কাজগুলো করা যায়। একইভাবে কমেন্ট অপশন থেকে আগের কমেন্টগুলো দেখা, প্রয়োজনে এডিট করা, ডিলিট করা যায়।
http://goo.gl/hXOQUI