আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে termux দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়। আমরা সবাই কম বেশি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করি সেটা হক গান,মুভি ,নাটক ইত্যাদি । আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য অবশ্যই অ্যাপস এর দরকার পরে। কিছু জনপ্রিয় অ্যাপস হলো : vidmate, Tubemate, snaptube etc কম বেশি সবাই ব্যবহার করি।  কিন্তু আমি আজ ভিন্ন ভাবে ভিডিও কিভাবে ডাউনলোড করা যায় সেটা দেখাবো।

Termux দিয়ে ভিডিও ডাউনলোড সুবিধা : 

আমরা যারা termux ব্যবহার করি তাদের জন্য অনেক বড় সুবিধা হলো আমরা এক সাথে কয়েকটি টার্মিনাল ওপেন করে কাজ করতে পারছি এতে করে আমার ফোনের প্রেসার কম পরছে আবার আমার আলাদা করে কোন অ্যাপস দরকার পরছে না। সাথে আমার ফোনের স্টো‌রেজ মেমোরি খালি থাকছে। মুটামুটি কিছু সুবিধা দেখতে পাচ্ছি।

Termux দিয়ে ভিডিও ডাউনলোড অসুবিধা :

আমি তেমন কোন অসুবিধা দেখছি না কিন্তু হ্যাঁ একটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে স্পিড। ডাউনলোড এর সময় আমি তেমন স্পিড পাচ্ছিলাম না। জানি না  আমার লাইনে সমস্যা ছিলো নাকি । তারপর আমি এইটা তেমন ইসু ধরছি না।

তো বেশি কথা না বলে আমরা কাজে চলে যাই।

প্রথমে আমরা termux এ চলে যাবো।

এখন আমরা git package টি ইনস্টল করবো।

pkg install git

এখন আমরা python ইনস্টল করবো।

pkg install python

এখন আমরা github থেকে tools টি ডাউনলোড করবো।

git clone https://github.com/Edi-ID/yt.git

ইনস্টল হলে আমরা ls দিয়ে ইন্টার করবো।

তারপর। টুলসটির ভিতরে প্রবেশ করবো ।

cd yt

এখন আমরা ls দিয়ে ইন্টার করবো।

এখন আমরা মেইন টুলসটি রান করবো ।

python main.py

এখন আমরা python টুলসটি ইনস্টল করবো তার জন্য 1 দিয়ে ইন্টার করবো।

 

 

ইনস্টল হয়ে গেলে আমরা y দিয়ে আগের মেনুতে ফিরে আসবো।

এখন আমরা ইউটিউবের ভিডিও ডাউনলোড করবো তাই 2 দিয়ে ইন্টার করবো।

এখন আমরা যেই ভিডিওটি ডাউনলোড করবো সেটির লিংক কপি করে নিয়ে আসবো ।

এখানে পেস্ট করে ইন্টার করবো ।

এখন আমরা কি অডিও ডাউনলোড করবো নাকি ভিডিও সে সিলেক্ট করে দিবো আমি অডিও করবো তাই 1 দিয়ে ইন্টার করবো।

দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে।

ডাউনলোড শেষ হলে এই রকম ইন্টার পেইজ দেখতে পারবেন। এবং কোথায় সেইভ হয়েছে সেই লোকেশন ও দেখাবে।

দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই।

4 thoughts on "Termux দিয়ে কিভাবে YouTube এর ভিডিও ডাউনলোড করবেন দেখে নিন।"

  1. Aubdulla Al Muhit Contributor says:
    Termux দিয়ে কি ফটো রিসাইয করা যাবে?
    1. abir Author Post Creator says:
      Jana nai …
  2. Morshalin Contributor says:
    Termux diya Download korar subidha ki?
    1. abir Author Post Creator says:
      Vaiya apni onno kaj o korte parcen sathe download o korte parcen. Alada kore kon app lagce na ..apni hoyto termux user na jara user Tara bujte parbe

Leave a Reply