কাই ওপারেটিং সিস্টেম (KaiOS) সক্ষমযুক্ত মোবাইল এখন বাংলাদেশে !!!
সবাইকে প্রথমে সালাম জানাই আসসালামু আলাইকুম । আশা করি সবাই কম বেশি ভালোই আছেন । আজকের আলোচনা আমি KAIOS মোবাইলের উপরেই সীমাবদ্ধ রাখতে চলেছি । আশা করি সকলে আমার আজকের আলোচনায় যুক্ত থাকবেন । তো চলুন শুরু করা যাক ।
আমাদের মধ্যে অনেকেই কাইওস সমৃদ্ধ মোবাইলের সাথে পরিচিত আছি । অনেকেই এ বিষয়ে হয়তো জানেনই না । আজ থেকে ১ অথবা ১.৫ বছর আগেই আমাদের দেশে “কাইওস” সমৃদ্ধ মোবাইল ফোনগুলো পরিচিতি পেয়েছে । কিন্তু ট্রিকবিডির মতো টেক রিলেটেড ওয়েবসাইটে এই ফোনগুলো সম্পর্কে কোন রিভিউ নেই । এছাড়া ট্রিকবিডির অফিশিয়াল ফেসবুক গ্রুপে অনেকেই এই ফোনগুলো নিয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন অনেক আগেই । তাই আজকে ফোনগুলো নিয়ে লিখতে বসে পড়লাম । তো চলুন দেরি না করে মুটো ফোনগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ।
কাইওস একটি মুটো ফোনের জন্য ওপেরাটিং সিস্টেম যার রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর ও অ্যান্ড্রয়েড ফোনের সাধারণ ফিয়েচার । বাংলাদেশে এ পর্যন্ত ৩টি কাইওস ফোন বাজারজাতকৃত হয়েছে । ৩টি ফোনই রিলিজ করেছে Geophone । ফোনগুলোর তিনটি মডেল হলো :
১) T19
২) T15
৩) T19i
এই তিনটি ফোনগুলোর সব কয়টিই কাই ওপারেটিং সিস্টেম যুক্ত । গর্বের বিষয় হচ্ছে যে এই ফোনগুলো বাংলাদেশেই তৈরি হয়েছে । তবে ফোনের মাদারবোর্ড ও অন্যান্য যন্ত্রপাতি চীন থেকে আমদানি করতে হয় । ভারতে কাইওস সমৃদ্ধ ফোনগুলো “JIOphone” কর্তৃক প্রকাশিত ।
Geophone তিনটির সাধারণ ফিয়েচারগুলো নিচে তুলে ধরা হলো ::
১) ফোন তিনটি ভিন্ন ভিন্ন রঙে সজ্জিত । যথা : নিল, সবুজ ও হালকা বাদামি
২) সবগুলো ফোনই কাইওস সমৃদ্ধ
৩) ফোনগুলোর জন্য রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর (কাইওস স্টোর) যার রয়েছে ৫শত+ গেম ও অ্যাপ ।
৪) যে সকল ব্রাউজার ও অ্যাপ সরাসরি ব্যবহার করা যাচ্ছে তা হলো : ফেসবুক, ইউটিউব, ইউসি ব্রাউজার, ওয়্যাট্সিঅ্যাপ ইত্যাদি ।
৫) সামনে ও পিছনে 0.3 MP এর ক্যামেরা । ছোট ফোন হিসেবে ক্যামেরাগুলো স্ট্যান্ডার্ড ।
৬) Wi-Fi, Hotspot, Bluetooth সক্ষম যুক্ত ।
৭) ফ্লাশ লাইট সিস্টেম।
৮) গুগল ম্যাপ ও গুগল অ্যাসিস্ট্যান্ট । মুখে বললেই কাজ করে দিবে মোবাইল অর্থাৎ ভয়েস সিস্টেম ।
৯) ভিডিও ও অডিও রেকর্ডার এবং স্ক্রিনশট টেকিং সিস্টেম।
১০) কাইওস ওয়েদার (আবহাওয়ার সংবাদ) ও নিউজ তো সাথে থাকছেই ।
১১) পিডিএফ, ডক্স, টেক্সট ও ইপাব -এর মতো ই-বুক রিডার থাকছে অ্যাপ স্টোরে।
১২) 4G LTE নেটওয়ার্ক সিস্টেম এবং WhatsApp এ অডিও কল দেওয়ার ব্যবস্থা
এছাড়া আরও সুবিধা দিচ্ছে মোবাইলগুলি । আজ একটু সাধারণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম । পরবর্তীতে ফোনটির সুবিধা ও অসুবিধা নিয়ে থাকছে বিশেষ পর্ব । সাথেই থাকুন ।
tobe ekhn ektu beshi hoite pare
Ei 3 Company Kaios Phone Ber Korse
Ex: Symphony Pd1 512+4gb, 4G, 2990৳.
r ei phn gular price 3000 er ashepashe