Howdy Everyone,
আমাদের প্রত্যেকেরই PC Build এর প্রতি একটা আবেগ থাকে, কম দামে কীভাবে ভালো PC Build করা যায় সেটাই নিয়ে চিন্তা। আজকে ঠিক এমনিই একটা Build Suggestion Share করব।
» এই Build এর Benefit:
- আপনি Adobe(new version 2021) এর Softwareগুলো Smoothly Run করাতে পারবেন
- Performance মোটামুটি ভালোই
- গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি অফিসিয়াল যেকোন কাজে ব্যবহার যোগ্য।
» এই Build এর অসুবিধা:
- একমাত্র অসুবিধা হল এটি Gaming PC নাহ্, কোন ধরনের High Graphics Game Run করলে Slow/Lag এর শিকার হবেন
- আর এই Build এর যে Casingটা রয়েছে তা দেখতে খুবই Simple & Low Qualityর
» PC Specification
- প্রসেসর ⇢ Intel Comet Lake Pentium Gold G7400 Socket Processor
- মাদারবোর্ড ⇢ BIOSTAR H610MH 12TH GEN MICRO ATX INTEL MOTHERBOARD
- রেম ⇢ KINGSTON FURY BEAST 8GB 3200MHZ DDR4 DESKTOP RAM
- SSD ⇢ Apacer AS340X 120GB 2.5 Inch 7mm SATA III SSD
- Case ⇢ VALUE-TOP M300 MICRO ATX CASING
» Purchase Details
এই Specificationটি আপনি মোটামুটি সব আউটলেট এ 22/23 হাজারে পাবেন। আর সরাসরি Techland বা StarTech থেকে কিনতে পারবেন।
» Post Videography
এই পোস্ট এ যা যা Components এর কথা বলা হয়েছে তার কারণ ও ব্যাখ্যা জানতে PC Builders Bangladesh এর Youtube Channel এর Videoটি দেখতে পারেন।
Conclusion
22হাজারে মোটামুটি ভালো Build এর একটি PC বলে আমি মনে করি। তারপরও আপনার কোন Suggestion থাকলে অবশ্যই জানাবেন। Courtesy- PC Builders Bangladesh
Bye
Contact Me On
Telegram [Discussion Group] [Telekit]
এটা দিয়ে সবকিছু ভালোভাবে চলবে?