MTB credit card নেওয়ার শর্ত সমূহ - MTB credit card campaign

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৯ সালের ২৯ শে সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানী ঢাকার ২৬ গুলশান এভিনিউতে অবস্থিত। বর্তমানে এ ব্যাংকের মোট ১৩৭টি শাখা এবং ১৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। sourceWikipedia


আপনারা জানেন, MTB দিচ্ছে দেশের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা প্রদানকারী ক্রেডিট কার্ড।



MTB Credit Card সমূহঃ

১/ ভিসা সিগনেচার/ মাস্টারকার্ড ওয়ার্ল্ড 

২/ ভিসা প্লাটিনাম/ ইউনিয়ন পে/  মাস্টার টাইটানিয়াম।

৩/ গোল্ড কার্ড 

৪/ ক্লাসিক কার্ড


সম্পূর্ণ লিস্ট দেখুন MTB ওয়েবসাইট থেকে। 


MTB credit card এর শর্তাবলিঃ এখানে দেখুন 

MTB credit card এর সুবিধা সমূহঃ


  •  প্রথম বছর একদম ফ্রি এবং প্রতিবছর ১৫ টি ট্রানজেকশন থাকলে ফি দিতে হবেনা

  • ডুয়েল কারেন্সিঃ এমটিবির সব ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি লেনদেন করা যায়।


  • পিক এন্ড ড্রপ সার্ভিসঃ এমটিবি একমাত্র ব্যাংক যারা তাদের কার্ড হোল্ডারদের জন্য ফ্রি পিক এন্ড ড্রপ সার্ভিস দেন।  সিগনেচার ও মাস্টার কার্ড ওয়ার্ল্ড কার্ডের জন্য বিমানবন্দরে যাতায়াতের জন্য ফ্রি গাড়ি সেবা দেওয়া হয়। (প্লাটিনাম-ক্লাসিক কার্ডে ইন্টারন্যাশনাল ফ্লাইটে  এয়ারপোর্টে যাতায়াতের জন্য পিক এন্ড ড্রপ সার্ভিস নেই!) 


  • কমপ্লিমেন্টারি Meet & Great service ঢাকা এয়ারপোর্ট।


  • Loungekey: Loungekey মাধ্যমে দেশের বাহিরের বিমানবন্দরের লাউঞ্জে ১০ টি ফ্রি লাউঞ্জ সুবিধা আছে প্রতি বছরে। (প্লাটিনাম- ক্লাসিক কার্ডের সাথে  নেই।)


  •  MTB Air lounge: দেশের সবচেয়ে বড় এয়ার লাউঞ্জ নেটওয়ার্ক এখন এমটিবির। ঢাকা ডোমেস্টিক, ঢাকা ইন্টারন্যাশনাল, চিটাগং,  সিলেট , কক্সবাজার, সৈয়দপুর সহ মোট 6 টি বিমানবন্দরে ফ্রি এয়ার লাউঞ্জের সেবা বিদ্যমান । ক্লাসিক কার্ড ব্যাতিত সব প্রাইমারি কার্ড হোল্ডার ও সাপ্লিমেন্টারী কার্ড হোল্ডার ফ্রি এয়ারপোর্টের লাউঞ্জে সুবিধা পাবে।


  • MTB এয়ার লাউঞ্জ সাপ্লিমেন্টারী কার্ডের জন্যঃসিগনেচার/ওয়ার্ল্ড  কার্ড এর  সাপ্লিমেন্টারী কার্ড হোল্ডার এর সাথে একজন গেস্ট আনলিমিটেড  ফ্রি Access পাবে  এমটিবি এয়ার লাউঞ্জে। প্লাটিনাম কার্ডের সাপ্লিমেন্টারী কার্ড হোল্ডার আনলিমিটেড একসেস পাবে  তবে গোল্ড কার্ডের  supplementary কার্ড হোল্ডার সীমিত সংখ্যক লাউঞ্জ ফ্রি এক্সেস পাবে।


  •  রিওয়ার্ড পয়েন্টঃ ভিসা সিগনেচার / মাস্টার কার্ড ওয়ার্ল্ড কার্ডের প্রতি ৫০ টাকা কেনাকাটা রিওয়ার্ড পয়েন্ট হবে ২ পয়েন্ট!   আর প্লাটিনাম গোল্ড-ক্লাসিক কার্ডে হবে ১ পয়েন্ট। (ক্যাশ ভাউছার নিলে প্রতি রিওয়ার্ড পয়েন্টের  মূল্য 50 পয়সা। যা বাংলাদেশে যে কোন ব্যাংক থেকে সর্বোচ্চো।


  •  সহজেই বাৎসরিক চার্জ ছাড়ঃ বছরে মাত্র ১৫ টি ট্রানজেকশন হলেই  বাৎসরিক চার্জ ছাড় ১০০%, যেকোনো ধরনের লেনদেন যেকোনো এমাউন্ট। (তবে ওভার লিমিট ও লেইট পেমেন্ট করা যাবে না) 


  • ইন্টারেস্ট ফ্রি সময়ঃ সর্বোচ্চ ৫০ দিন ইন্টারেস্ট ফ্রি সময় সিগনেচার ও ওয়ার্ল্ড কার্ডে। বাকি সব কার্ডে ৪৫ দিন ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড। 


  • BOGO offer: দেশের নামি-দামি হোটেল ও রেস্টুরেন্টে BOGO offer সিগনেচার, ওয়ার্ল্ড ও প্লাটিনাম কার্ডে এই সুবিধা সবচেয়ে বেশি।


  • সাপ্লমেন্টারী কার্ডঃ ভিসা সিগনেচার কার্ডের সাথে ২ টি সাপ্লিমেন্টারী কার্ড ফ্রি!প্লাটিনাম- ক্লাসিক কার্ড পাবেন ১টি।।

  • EIM সুবিধা: সর্বোচ্চ সংখ্যক কোম্পানির  ০% ইন্টারেস্টে প্রোডাক্ট কেনার সুবিধা।


যাদের স্যালারি সর্বনিম্ন 25000 এবং ব্যাংকে যায় তারা সকলেই এমটিভি কার্ড নিতে পারবেন।(MTB listed company)




কারা পাবে  MTB ভিসা সিগনেচার / মাস্টার কার্ড ওয়ার্ল্ড কার্ড নিতে পারেন? 

১ম – ৯ম গ্রেডের সরকারি কর্মকর্তা হলে ভিসা সিগনেচার/ মাস্টারকার্ড ওয়ার্ল্ড  কার্ড নিতে পারবেন ঝামেলা ছাড়াই।

প্রাইভেট ডাক্তারঃ যাঁর BMDC মেয়াদ ৫ বছর +( Intern  ডাক্তার হতে সকল ডাক্তার এমটিবির ক্রেডিট কার্ড নিতে পারবে, লিমিট পাবে  BMDC উপর)।


বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাঃ যাদের নূন্যতম  বেতন ১লাখ বা তার অধিক




  • আপনার নিরাপত্তার স্বার্থে অনুগ্রহপূর্বক আপনার কার্ড নম্বর, ক্রেডিট লিমিট, পিন, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিকিউরিটি ডিটেইলস এবং এ-সম্পর্কিত স্পর্শকাতর তথ্য কারো সাথে শেয়ার করবেন না।
  • অনুগ্রহপূর্বক কোন পরিস্থিতিতেই কার্ডের পিন কারো সাথে শেয়ার করবেন না। আপনার পিন নম্বর কার্ডের উপরে লিখে রাখা থেকে বিরত থাকুন।
  • যদি আপনার কার্ডটি হারিয়ে যায় বা চুরি হয়ে থাকে, অনুগ্রহ করে সঙ্গে সঙ্গে আমাদের ২৪/৭ যোগাযোগ সেন্টারে কল করে ব্যাংককে জানান।
  • কার্ডের স্টেটমেন্টে কোন ধরণের অসঙ্গতি পরিলক্ষিত হলে রিপোর্ট করুন। অবশ্যই স্টেটমেন্ট তারিখের ৩০ দিনের মধ্যে লেনদেন সম্পর্কিত যাবতীয় তথ্য উল্লেখ করে লিখিতভাবে রিপোর্ট করুন

 
MTB Official website: Mutual Trust Bank 



ধন্যবাদ 

ফয়সাল আহমেদ

জুনিয়র অফিসার 

কার্ড ডিভিশন (হেড অফিস)

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। 

মোবাইলঃ ০১৭১৫৮৮২৭০৩

 

 

 

 

 এ ছাড়াও অনান্য ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে এখানে দেখুন।

 































10 thoughts on "MTB credit card নেওয়ার শর্ত সমূহ – MTB credit card campaign"

    1. Tunes71. Com Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  1. MD Musabbir Kabir Ovi Author says:
    বেশ ত অনেক সুযোগ সুবিধা আছে
  2. Dewan23 Contributor says:
    Online payments kora jabe ki??
    Like play store purchase..
    Free Fire ingame purchase..
    1. Tunes71. Com Author Post Creator says:
      ডুয়েল কারেন্সি গুলায় পারবেন
  3. Limon Sarkar Contributor says:
    ভাই আমি মালয়েশিয়া যাবো।
    যদি আমি ব্যাংক একাউন্ট খুলে কার্ড নিতে চাই এক্ষেত্রে আমাকে কি কি করতে হবে,্্,
    1. Tunes71. Com Author Post Creator says:
      যাদের স্যালারি সর্বনিম্ন 25000 এবং ব্যাংকে যায় তারা সকলেই এমটিভি কার্ড নিতে পারবেন। অন্যথায় FDR করে নিতে পারবেন।
  4. Limon Sarkar Contributor says:
    ধন্যবাদ ভাই

Leave a Reply