আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
আজকে আপনাদের জানাব, ল্যাপটপ কেনার আগে যে যে বিষয়গুলো জানা অত্যান্ত জরুরি।।
অনেকে না জেনে না বুঝে ল্যাপটপ কিনি,এবং পরে বুঝতে হয়।
তাই আজকের আর্টিকেলটি পড়লে, ল্যাপটপ কেনার আগে কোনো ঝামেলায় পড়তে হবে না।
বর্তমান এই ডিজিটাল যুগে কম্পিউটার এর গুরুত্বপূর্ণ অপরসীম। তবে ডেক্সটপ থেকে আমরা ল্যাপটপকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারন, ল্যাপটপ সহজে যেকোন জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়। এবং ডেক্সটপ থেকে ল্যাপটপে অনেক বেশি সুবিধা থাকে।
অনেক সময় বেশি দাম দিয়ে আমরা লো-কোয়ালিটি ল্যাপটপ কিনে থাকি।
কিন্তু আজকের আর্টিকেল পড়লে,ল্যাপটপ কেনার আগে আর ভাবতে হবে না,যে ল্যাপটপ কেনার আগে কি কি বিষয় ভাবা উচিৎ।
কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো জানা উচিৎঃ
১) ডিসপ্লেঃ–
ল্যাপটপ কেনার আগে ডিসপ্লে সম্পর্কে আগে ভাবা উচিৎ। আপনার কেমন ধরনের ডিসপ্লে প্রয়োজন। কারন অনেক সময় দেখা যায়,বড় মাপের ডিসপ্লে ওয়ালা ল্যাপটপ বহন এনং অন্যান্য কাজে ঝামেলা হয়। এছাড়া ও বাজারে বিভিন্ন কোয়ালিটি ডিসপ্লেযুক্ত ল্যাপটপ পাওয়া যায়। ছোট ডিসপ্লেযুক্ত ল্যাপটপ এর দাম তুলনামূলক কম হয়ে থাকে।এছাড়া ও ল্যাপটপ এর ডিসপ্লে এর সাইজ দেখে ল্যাপটপ কেনা উচিৎ।
ল্যাপটপ এর স্কীনের সাইজ, Dimensional Size বা Screen Size এই দুটো দিক বিবেচনা করা উচিৎ।
Dimensional Size বলতে আসলে ডিসপ্লে এর ঘনত্বকে বুঝায়।
ডিসপ্লে এর ঘনত্ব যত চিকন হবে, Dimensional Size তত কম হবে।
এবং ডিসপ্লে তে সর্বচ্চ কত রেজুলেশন সাপোর্ট করে সেটার দিক নজর দেয়া উচিৎ।
রেজুলেশন ভাল হলে, ঝকঝকে ও অনেক ভাল কোয়ালিটি পরিষ্কার দেখা যায়।
২) ব্যাটারিঃ–
ডেক্সটপ এবং ল্যাপটপ এর মাঝে একটাই বড় পার্থক্য,সেটি হলো ল্যাপটপ বিদ্যুৎ চলে গেলেও অনেক সময় ব্যাকআপ দেবে। কিন্তু পিসি ব্যাকআপ দেবে না। সেজন্য ল্যাপটপ কেনার আগে ব্যাটারির দিকে বেশি নজর দেয়া উচিৎ। উন্নত কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপযুক্ত ল্যাপটপ কেনা উচিৎ। কারন, বিদ্যুৎ না থাকলেও যাতে আপনার জরুরি কাজ ল্যাপটপে করতে পারেন,ব্যাটারি ব্যাকআপে।
তাই ল্যাপটপ কেনার আগে, ব্যাটারির সকল বিষয় লক্ষ্য রেখে ল্যাপটপ কিনুন।
৩)ড্রাইভঃ
ল্যাপটপ কেনার আগে ড্রাইভ এর দিকে বেশি গুরুত্ব দেয়া উচিৎ। আপনার প্রয়োজনমতো ড্রাইভ ল্যাপটপে সেটআপ আছে কিনা সেদিকে লক্ষ্য রেখে ল্যাপটপ কিনুন। যাতে পরবর্তী সময়ে বিপদে না পড়তে হয়।
৪) হার্ডডিক্সঃ–
হার্ডডিস্ক হলো ল্যাপটপ এর একটি খুবই গুরুত্বপূর্ণ পার্টস।
ল্যাপটপ কেনার আগে হার্ডডিক্স দেখে কেনা উচিৎ। হার্ডডিক্স এ সকল তথ্য সেভ থাকে, তাই হার্ডডিক্স সাইজ,স্পীড,মান সকল দিকে লক্ষ্য রেখে ল্যাপটপ কিনতে হবে। আপনি কি পরিমান তথ্য রাখবেন সে অনুযায়ী হার্ডডিক্স দেখবেন। আপনার অনেক তথ্য রাখবেন, কিন্তু কিনলেন কম সাইজ এর হার্ডডিক্স। তাহলে কিন্তু আবার খরচ করে আবার হার্ডডিক্স কিনতে হবে। সে জন্য এদিকে লক্ষ্য রাখা উচিৎ।
৫) র্যামঃ–
ল্যাপটপ ফাস্ট,স্লো ও গতি,পারফরম্যান্স কিন্তু র্যামের উপর নির্ভর করে। তাই ল্যাপটপ কেনার আগে এদিকে বেশি গুরুত্ব দেয়া উচিৎ। কারন আপনি যদি ভারি কোনো কাজ করেন,তাহলে বেশি র্যামযুক্ত ল্যাপটপ কিনতে হবে। একটা দিকে খেয়ার করতে হবে,ডেক্সটপ এ এক্সটা র্যাম লাগানো সুযোগ থাকে। কিন্তু ল্যাপটপ এ এক্সটা র্যাম লাগানো কোনো সুযোগ নেই।তাই আগে চিন্তা করুন,ল্যাপটপ এ কিকি কাজ করবেন। সে অনুযায়ী উপযুক্ত র্যামযুক্ত ল্যাপটপ কিনুন।
৬) প্রসেসরঃ
ল্যাপটপ প্রসেস করার প্রকিয়া সাধারণত প্রসেসর করে থাকে৷এবং স্পীড কেমন হবে সেই কাজ,এই প্রসেসর করে থাকে। এজন্য আপনি হালকা না ভারী কাজ করবেন সেটি বিবেচনা করে প্রসেসরযুক্ত ল্যাপটপ কিনুন। ভারী কাজ করতে চাইলে ভালো প্রসেসরযুক্ত ল্যাপটপ কিনুন।ল্যাপটপ কেনার আগে এদিকে বেশি নজর দেয়া উচিৎ।
৭) গ্রাফিক্স কার্ড;-
আমরা অনেকে ল্যাপটপ কেনার আগে এই গ্রাফিক্স কার্ড দেখে কিনি না। আসলে ভাল পারফরম্যান্স পেতে গ্রাফিক্স কার্ড দেখে ল্যাপটপ কেনা উচিৎ। গেমিং কিংবা ভারী কাজ করতে, অবস্যই ভাল গ্রাফিক্স কার্ড দেখে ল্যাপটপ কেনা উচিৎ।
৮) ল্যাপটপ ব্র্যান্ডঃ–
ল্যাপটপ কেনার আগে ভালমানের ব্র্যান্ড দেখে ল্যাপটপ কেনা উচিৎ। যে ব্রান্ডগুলো অনেক ভাল সার্ভিস দেয়, জেনে শুনে সে ব্র্যান্ড এর ল্যাপটপ কিনুন।কারন আজেবাজে ব্র্যান্ড এর ল্যাপটপ খুব বেশিদিন সার্ভিস দেয় না।
ল্যাপটপ কেনার আগে আরো অনেক বিষয় আছে যেগুলো জানা-শোনা লোকদের সাথে শেয়ার করে তারপর কেনা উচিৎ।
ল্যাপটপ কেনার আগে এ বিষয়গুলো সম্পর্কে জানা অত্যান্ত জরুরি।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-
ধন্যবাদ।
11 thoughts on "ল্যাপটপ কেনার আগে,যে বিষয়গুলো জানা উচিৎ।"