বর্তমানের বিশ্বায়নের যুগে আমরা যারা শিক্ষার্থী (বিশেষ করে অনার্স) আছি, তাদের দৈনন্দিন শিক্ষাজীবনে বিভিন্ন কাজেই অফিস সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পড়ে।
আমাদের মধ্যে অনেকেই আছি যাদের ঘরে কোনো কম্পিউটার থাকেনা, তারা সাধারণত অফিস সফটওয়্যার গুলোর মোবাইল ভার্সন ব্যবহার করে থাকি।

জনপ্রিয়তার শীর্ষে থাকা এপ্লিকেশন

মোবাইল ভার্সন গুলোর মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে থাকবে Microsoft Office, Google Doc, Officesuite, WPS office ইত্যাদি। তবে এই সফটওয়্যার গুলোর ফ্রী ভার্সনে প্রায় সীমাবদ্ধ রয়েছে।
ব্যক্তিগতভাবে আমি এই সফটওয়্যার গুলো প্রায় ব্যবহার করে থাকি, বিশেষ করে Officesuite, কারণ আমার কাছে এটি অন্য গুলোর চেয়ে User-Friendly মনে হয়।

সীমাবদ্ধতা

যাই হোক, এই সব সফটওয়্যার গুলোতেই কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন Officesuite এ Math Equation টাইপ করা যায় না,
Microsoft Word এ বিভিন্ন অপশন গুলো পেইড ভার্সনে রেখে দেয়, মোড ভার্সন গুলোতেও কাজ করেনা।
Google Doc তো আমার কাছে মোটেও ফ্রেন্ডলি UI মনে হয়না। WPS office এর প্রায় ফিচার পেইড ভার্সন।

AndrOpen Office

আমাদের অনেক সময় ইচ্ছা হয়, যদি কম্পিউটার এর User Interface এর মতই Doc ফাইল এডিট & ক্রিয়েট করতে পারতাম!!!
তো এই কাজটি করার জন্যে আপনার দরকার একটি এপ্লিকেশন,

Application Name : AndrOpen Office
App Size : 83MB (approx.)
Download Link :

Click Here

কেন এই সফটওয়্যার টি ব্যবহার করবো?

১) এই এপ্লিকেশন টির প্রায় সব ফিচারই ফ্রীতে ব্যবহার করা যাবে।

২) এপ্লিকেশন টি তে ডকুমেন্ট, স্প্রেডশীট, প্রেজেন্টেশন, ড্রয়িং তৈরি করা যাবে।

৩) এপ্লিকেশন টিতে রয়েছে, Mobile UI এবং Desktop UI, যাদের Physical Keyboard এবং Mouse রয়েছে তারা Desktop UI ব্যবহার আপনার কাজে Efficiency বাড়াতে পারবেন।

৪) Desktop UI ব্যবহার করে কাজ করলে পরবর্তীতে PC Software ব্যবহার সহজতর মনে হবে।

৫) এপ্লিকেশন টিতে রয়েছে Built-In মাউস পয়েন্টার যার মাধ্যমে কাজ করতে অনেক সহজ হবে।

৬) এটাতে Math Equation ও Insert করতে পারবেন সহজে।

Application Interface Screenshots






আরও পড়ুন,

Adobe Photoshop CS4 ইন্সটল করুন আপনার Android ফোনে [Exagear Gold]

সেইভ করার ঝামেলা ছাড়া যেকোনো Whatsapp নাম্বারে চ্যাট করুন

PDF এর খুটিনাটি এর জন্যে আমার দেখা সেরা দুটি ওয়েবসাইট রিভিউ

আপনার স্মার্টফোন এর লুক পুরাতন নোকিয়ার লুক দিয়ে চমকে দিন সবাইকে

Bluetooth Speaker কে বানিয়ে ফেলুন Sound Amplifier [App Review ]

ইংরেজি ২য় পত্রের সিভি লেখা নিয়ে আর নয় চিন্তা [শিক্ষার্থীদের জন্যে]

দৈনন্দিনের হিসাব রাখার দারুণ একটি App [একের ভেতর অনেক]

মেডিসিন সম্পর্কে জানুন এবং অর্ডার করুন [App Review]

দ্বীনি ভাই-বোনদের জন্যে প্রয়োজনীয় পাচঁটি এপ্লিকেশন

14 thoughts on "অসাধারণ একটি অফিস সফটওয়্যার মোবাইলের জন্যে [AndrOpen Office]"

  1. Sk Shipon Author says:
    সুন্দর একটি এপ্স,কাজের। ধন্যবাদ।
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thanks for your valuable feedback…
  2. MD Shakib Hasan Author says:
    এটা দিয়ে তো দেখা যাচ্ছে অিফস সফটওয়্যারের সব কাজ করা যাবে
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      জ্বি, ভাইয়া!!! এটা যেহেতু অফিস সফটওয়্যার তাই এটা অফিস সফটওয়্যার এর সব কাজ করা যাওয়ারই তো কথা”!!! ??
    2. Sk Shipon Author says:
      হ্যা, মোটামুটি করা যায়, সব কাজ।
  3. অনেক ভালো অ্যাপ এটি।
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    তাহলে তো একবার ইনস্টল করে দেখতে হয় কতটা কাজের অ্যাপ
    1. Sk Shipon Author says:
      হ্যা, অনেক কাজের, ইন্সটল দিতে পারেন। আমি নিজে করছি।
    2. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      প্রথম প্রথম হয়তো হযবরল লাগতে পারে, কিন্তু একবার অভ্যস্থ হয়ে গেলে অনেক প্রডাক্টিভ কাজ করা সম্ভব।
    3. MD Musabbir Kabir Ovi Author says:
      আচ্ছা ঠিক আছে
  5. Md Abul basar Contributor says:
    মনে মনে এমন একটি app খুজতেছিলাম।
    আন্তরিক ধন্যবাদ আপনাকে।
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      আপনাদের কাজে আসলেই পোস্ট লেখা সার্থক!!!!!
  6. M M kiyum uddin Contributor says:
    MACROSOFT OFFICE ER KHALATU VAI
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      জ্বী!!!! ???

Leave a Reply