আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
দেশের প্রায় শিক্ষার্থী গরিব। পার্ট টাইম চাকরি মাধ্যমে সে গরীব শিক্ষার্থীরা স্বাবলম্বী হতে পারে । অনেক শিক্ষার্থী তাদের নিজের খরচ যোগাতে পারে না। এবং তারা একসময় পড়াশোনা দিয়ে দেয়।বাংলাদেশে এমন কিছু পার্টটাইম চাকরি আছে, যেগুলো সম্পর্কে তারা জানে না।
একজন শিক্ষার্থী, যদি পার্টটাইম চাকরি করে তাহলে হাত তার খরচ সহ,পড়াশোনার খরচ ও জোগাড় করা সম্ভব পার্ট টাইম জব এর মাধ্যমে।
অনেক দেশের শিক্ষার্থীরা এ পার্ট টাইম জব করে থাকে। কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ,এদেশের কোন শিক্ষার্থী কোনো শিক্ষার্থী এসব নিয়ে ভাবে না। এদেশের শিক্ষার্থীদের হাত খরচ এবং পড়াশোনার খরচ জোগাড় করতে বাবা-মার কাছে হাত পাত তে হয়। এমন কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যামে কিছু পরিশ্রম দিয়ে ভাল টাকা উপার্জন করা যায়। অনেকে জানে এবং অনেকে জানে না।
যারা শিক্ষার্থী আছে, তারা আজকের আর্টিকেলটি সম্পন্ন করবেন।
পার্ট টাইম জব করলে নিজের যেমন অভিজ্ঞতা বাড়ে,তেমনি পড়াশোনার খরচ সহ নিজের হাত খরচ বের হয়ে যায়। অনেক শিক্ষার্থী আছে গরিব, কিন্তু অনেক মেধাবী। টাকার অভাবে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। তাই সকল শিক্ষার্থীর উচিৎ, পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করা।
কথা না বাড়িয়ে শুরু করা যাক,শিক্ষার্থীদের জন্য সেরা কিছু পার্ট টাইম চাকুরিঃ-
১) টিউশন করে আয়ঃ-
সেই অনেক আগে থেকে এই টিউশনি পেশা টা চলে আসছে। বিশেষ করে শিক্ষার্থীরা এই টিউশনি পেশা বেছে নিয়ে থাকে সম্মানের সাথে। শিক্ষার্থীরা ছাড়াও অনেক লোক এই টিউশন পেশাটাকে ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছে। টিউশনি আসলে অনেক সম্মানের পেশা। গ্রাম অঞ্চল ছাড়া, শহরেও ব্যাপক পরিমান প্রচলিত এই পেশা। ছাড়া শিক্ষার্থী আছে তারা পড়াশুনার পাশাপাশি টিউশনি করলে, হাত খরচ বের হয় এবং অনেক উপকৃত হবে। তাই যেসকল শিক্ষার্থী পড়াশুনার পাশাপাশি কিছু করতে চান,তারা টিউশনি করতে পারেন।
২) ডেলিভারির মাধ্যমে টাকা উপার্জনঃ-
যারা শিক্ষার্থী আছে,তারা ডেলিভারি ম্যান হিসাবে পার্ট টাইম চাকুরি করে নিজর হাত খরচ বের করতে পারেন। এই পার্ট টাইম চাকুরি গ্রাম অঞ্চলে কম বলতে নাই বললেই চলে। যারা বিশেষ করে শহর অঞ্চলে বসবাস করেন তাদের জন্য। ফুডপান্ডা বা এ ধরনের অনেক ডেলিভারি সার্ভিস আছে,যেখানে পার্ট টাইম ডেলিভারি ম্যান নিয়োগ দেওয়া হয়। যারা শিক্ষার্থী তারা এসব ডেলিভারি ম্যান হিসাবে চাকুরি করে নিজে স্বাবলম্বী হতে পারেন। নিজের একটা মোটর সাইকেল বা বাইসাইকেল থাকলে, এসব ডেলিভারি ম্যান হিসেবে নিয়োগ পাওয়া যায়। বসে থাকার চেয়ে এসব করলে নিজের হাত খরচ বের হবে। এবং অনেক অভিজ্ঞ হওয়া যাবে।
৩) ফ্রিল্যান্সিং করাঃ-
ফ্রিল্যান্সিং এটা মুলত পেশা হিসাবে এর কদর রয়েছে অনেক।অনেক লোক পাওয়া যাবে, যারা এই ফ্রিল্যান্সিং করে হাজার হাজার টাকা ইনকাম করতেছে ঘরে বসে। ফ্রিল্যান্সিং কাজের মধ্য রয়েছেঃ ডাটা এন্টি,কন্টেন্ট লেখা,ভিডিও এডিট, গ্রাফিক্স ডিজাইন,অনেক ডিজাইন ইত্যায়।
এসব করে, ঘরে বসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব।কিছু কোর্স ও ট্রেনিং করে ঘরে বসে আয় করা যায়। তাই যারা শিক্ষার্থী আছেন, তারা পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট ফ্রিল্যান্সিং কোর্স এর উপর ট্রেনিং নিয়ে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারেন। এতে আপনি আপনার পড়ার খরচ সহ, সকল খরচ চালাতে পারবেন। তাই বসে না থেকে লেগে থাকুন,সফল হতে পারবেন।
৪) দোকানে চাকুরিঃ–
শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি, নির্দিষ্ট কোন দোকানে পার্ট টাইম হিসেবে চাকরি করতে পারেন। গ্রামাঞ্চল থেকে শহর অঞ্চলের অনেক দোকানে পার্ট টাইম হিসেবে লোক নেয়। দিনে কয়েক ঘণ্টা করে দোকানে থাকতে হয়। তাই যেসব শিক্ষার্থী নিম্নবিত্ত, তারা এই পার্ট টাইম চাকরি বেছে নিতে পারেন। কোন পেশাকে ছোট করে দেখা উচিৎ নয়। জীবনে উন্নতি করতে চাইলে, কখনো কোন কাজকে অবহেলা করা উচিৎ নয়।
৫) বাড়ীতে জিনিস তৈরি করাঃ-
অনেক সময় দেখা যায় বাড়িতে বসেও হাতের কাজ করে শিক্ষার্থীরা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। টুপি, মিস্টির খাপ ইত্যাদি,এগুলো কাজ অনেক কোম্পানি দিয়ে থাকেন। যে কাজগুলো বাড়িতে বসে করা যায়। এছাড়াও বিভিন্ন কাজ বাড়িতে বসে কাজ করা যায়, যার বিনিময়ে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। তাই এসব কাজ খুজে করলে নিজের হাত খরচ খুব সহজে বের হয়ে যায়।এবং এসব বিষয়ে অভিজ্ঞতা লাভ করা যায়, যা পরবর্তীতে কাজে লাগে।
সকল শিক্ষার্থীরা, যারা পড়াশোনার পাশাপাশি তাদের হাত খরচ বা পড়ার খরচ চালাতে চান,তাদের জন্য আশা করি উপকারে এসেছে। পড়াশোনার পাশাপাশি নিজেই স্বাবলম্বী হলে, মা-বাবার কাছে টাকার জন্য হাত পাততে হবে না।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
- যেকোন প্রয়োজনে,
- ফেসবুকে আমিঃ-
ধন্যবাদ।
আপনাকে।
ধন্যবাদ উপকারি পোস্ট ।