হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আজকে আমরা দেখবো যেভাবে ব্লগার এর মাধ্যমে ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইট তৈরি করবেন । আমরা ওয়েবসাইট টি তৈরি করার জন্য ব্লগার ব্যবহার করবো কারণ এর কিছু সুবিধা আছে। যেমন – এটি ফ্রি তে এবং সহজে ব্যবহার করা যায় । এখানে বিভিন্ন টেম্পলেট ব্যবহার করা যায় ও সেগুলো কাস্টোমাইজ করা যায় । এখানে আপনারা গুগল এডসেন্স ব্যবহার করতে পারবেন এবং চাইলে কাস্টম ডোমেইন ব্যবহার করতে পারবেন । 

প্রথমে আপনারা নিচে দেওয়া স্ক্রিপ্টটি কপি করে নিবেন-

https://pastebin.com/cJTH2wXj

এখন আপনারা ব্লগার এ যাবেন এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি সাইন ইন  করবেন এবং অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েট ইউর ব্লগ বাটনে ক্লিক করবেন ।

এখানে আমি একটি জিমেইল দিয়ে লগইন করে নিলাম

ওয়ার্ড কাউন্টার স্ক্রিপ্ট টি অ্যাড করার জন্য প্রথমে আপনাদেরকে এই থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে

এখানে আপনারা থিম  অপশনে ক্লিক করবেন।

 

এখন কাস্টমারদের নিচে এরো বাটনে ক্লিক করবেন

এখানে আপনারা সুইচ টু  ফাস্ট জেনারেশন ক্লাসিক থিম এ ক্লিক  করবেন

এরপরে সুইচ উইথআউট এ ব্যাকআপ অপশনে ক্লিক করবেন । যদি আপনার আগের ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনারা সেটির ব্যাকআপ ডাউনলোড করে নিবেন ।

এরপরে এডিট এইচটিএমএল বাটনে ক্লিক করবেন

আপনাদেরকে আমি উপরে যেই  স্ক্রিপ্ট টি দিয়েছিলাম সেটি কপি করে এখানে পেস্ট করে দিবেন।

এরপরে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। এখন আপনাদের ওয়েবসাইট রেডি হয়ে গিয়েছে।

এখন আমরা ভিউ ব্লগ বাটনে ক্লিক করে আমাদের  ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইটটি দেখে আসি ।

দেখতে পাচ্ছেন এখানে  ওয়ার্ড কাউন্টার টুলস দেখাচ্ছে ।

এখন আমরা দুইটা ওয়ার্ড লেখলাম  এখানে ওয়ার্ড এবং ক্যারেক্টার সংখ্যা দেখা যাচ্ছে ।

এভাবেই আপনারা একটি ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং এখানে আপনারা চাইলে এড বসাতে পারেন । আপনারা আপনাদের ওয়েবসাইটের টুলস পেজেও এই ওয়ার্ড কাউন্টার তুলটি বসাতে পারেন । সে ক্ষেত্রে সেটি আরো ভালো হবে। 

ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইটের কিছু সুবিধা হলো- এখানে একুরেট ওয়ার্ড কাউন করা যায়। এখানে  ওয়ার্ড ছাড়াও ক্যারেক্টার কাউন্ট করা যায় এবং এগুলো ওয়েবসাইট ফ্রি তে ব্যবহার করা যায়। এটি ব্যবহার করার মাধ্যমে না সময়ে বাঁচানো যায় । যদি আপনার কোন নির্দিষ্ট সংখ্যা থাকে ওয়ার্ড লেখার তাহলে সেটি আপনি দেখতে পারবেন এবং আপনার লেখার মানকে আরো ভালো করতে পারবেন। এরকম আরো আর্টিকেল পাওয়ার জন্য আশা করি আমার পাশে থাকবেন । 

 

 

 

 

9 thoughts on "ব্লগার দিয়ে ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইট বানিয়ে ফেলুন"

  1. Levi Author says:
    Good. Eita specific page a o banano possible.
    1. Tamim Author Post Creator says:
      ধন্যবাদ
  2. RIXBOYRINKU Contributor says:
    ভাই প্রোফাইল টাইপ ওয়েব সাইট তৈরি করা যাবেনা না ??
    1. Tamim Author Post Creator says:
      ঠিক বুজতে পারলাম না ভাই?
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    তথ্যবহুল পোস্ট
    1. Tamim Author Post Creator says:
      ধন্যবাদ
  4. Md Khalid Author says:
    অনেক valuable একটা পোস্ট। Jajhakallah khair
    1. Tamim Author Post Creator says:
      ধন্যবাদ ভাই

Leave a Reply