আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে এই আবেদন করার জন্য দোকানে গিয়ে অতিরিক্ত টাকা প্রদান করে আবেদন করে থাকেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাই আপনাদের কথা বিবেচনায় আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই অনলাইনে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন করতে পারবেন। চলুন শুরু করা যাক।
প্রথমেই দেখে নেই সম্পূর্ণ বিজ্ঞপ্তি টি।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার:(Download PDF)
আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি:
১. প্রার্থীর এস.এস.সি/সমমান তথ্য
২. প্রার্থীর এইচ. এস. সি/সমমান তথ্য
৩. প্রার্থীর উচ্চ ডিগ্রীর তথ্য
৪. প্রার্থীর ছবি (৩০০*৩০০)
৫. প্রার্থীর স্বাক্ষর (৩০০*৬০)
৬. প্রার্থীর রঙিন ছবি।
আবেদন শুরু: ৩০-০৩-২০২৩ ইং (সকাল ১০:৩০ মিনিট)
আবেদনের শেষ তারিখ: ১৪-০৪-২০২৩ ইং ( রাত ১১:৫৯ মিনিট)
বয়স পরিমাপের জন্য এই সাইটে ভিজিট করুন:Age Calculator
অনলাইনে আবেদনের জন্য নিচের লিংকে ক্লিক করুন:
DPE Job Apply
এবার Screenshot গুলো Follow করুন।
ছবি আপলোড করার সময় ছবি অবশ্যই (300*300) পিক্সেল এর হতে হবে এবং সাইজ 100 kb হতে হবে।আর Signature আপলোডের ক্ষেত্রে (300*60) পিক্সেলের + 60 kb হতে হবে।
ছবির সাইজ এবং রেজ্যুলেশন ঠিক করতে PicResizeসাইটে ভিজিট করুন।
এবার এরকম প্রিভিউ আসলে Download করে নিন। ডাউনলোড করা pdf ফাইলে একটি User ID পাবেন। এটি সংরক্ষণ করুন।
এবার আসি পেমেন্ট এর পালায়। পেমেন্ট করার জন্য আপনার দরকার হবে একটি Teletalk প্রিপেইড সিম। টেলিটক প্রিপেইড সিম থেকে ২২০ টাকা পেমেন্ট করতে হবে মেসেজের মাধ্যমে। নিচের প্রক্রিয়া অনুসরণ করে পেমেন্ট সম্পন্ন করুন।
1st SMS: DPER (space) user ID & send to 16222
2nd SMS: DPER (space) yes (space) PIN & send to 16222
দ্বিতীয় মেসেজ দেওয়ার পর আপনার টেলিটক প্রিপেইড সিম থেকে ২২০ টাকা চার্জ কাটবে এবং ফিরতি মেসেজে আপনাকে User ID এবং Password প্রদান করবে। এই ২ টি তথ্য দিয়ে “Download Applicants Copy” থেকে আপনার Paid আবেদন ফরম Download করুন।
বুঝতে সমস্যা হলে নিচের নির্দেশনা পড়ে নিন।
আবেদনের নির্দেশনা:(Download PDF)
আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবুও কিছু না বুঝে থাকলে কমেন্টে জানাবেন।
13 thoughts on "Primary এর সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এবার ঘরে বসেই Online এ আবেদন করুন প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের।[বিস্তারিত]"