Grameenphone সিম ফ্রী রোমিং অ্যাক্টিভেট করুন। বিদেশে বসে আপনার সিম চালান। 

Grameenphone সিম ফ্রী রোমিং অ্যাক্টিভেট করুন। বিদেশে আপনার সিম চালান।

Grameenphone সিম ফ্রী রোমিং অ্যাক্টিভেট করুন। বিদেশে আপনার সিম চালান।

 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। ট্রিকবিডিতে অনেক দিন পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক।

 

আজ দেখাবো Grameenphone সিমে কিভাবে ঘরে বসে  ফ্রিতেই রোমিং অ্যাক্টিভেট করবেন। আপনার যেই সার্ভিস টি প্রয়োজন সেটাই আপনি করবেন। সিম রোমিং করলে বিদেশে বসেই বিকাশ / নগদ/ রকেট / ব্যাংকিং OTP এর জন্য SMS type রোমিং টি একটিভ করলেই আপনার হবে। অন্য সার্ভিস নিলে আপনার টাকা দিতে হবে। বিস্তারিত জানতে গ্রামীণফোনের অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন। তিন ভাবে গ্রামীণফোন সিমে রোমিং একটিভ করা যায়।

১/ গ্রামীণফোন অফলাইন কাস্টমার কেয়ারে। 

২/ গ্রামীণফোনের My GP অ্যাপ থেকে।

৩/ গ্রামীণফোনের অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

আমি দেখাবো কিভাবে My GP অ্যাপ থেকে রোমিং করবেন দুই মিনিটেই ঘরে বসে। প্রথমেই আপনার মোবাইলে My Gp অ্যাপে চলে যান। স্ক্রিনশট ফলো করুন।

My Gp অ্যাপে আসার পরে 3 লাইন Menu তে ক্লিক করুন। তারপরে একটু নিচেই দেখুন রোমিং লিখা। Roaming লিখাতে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যান।

এখানে আসার পরে আপনি Choose Roaming Type লিখাতে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যান। বলে রাখা ভালো। গ্রামীণফোনে ৩ টি রোমিং সার্ভিস আছে। দুইটি হলো ১$ ডলার রিচার্জে, যা করতে ডুয়েল কারেন্সি এন্ডোসমেন্ট কার্ড লাগবে। ঐটা আপনার প্রয়োজন না হলে আপনি শুধু incoming free SMS সার্ভিস এর রোমিং টি একটিভ করবেন। আমি দেখাবো ৩য় নাম্বারের SMS type রোমিং একটিভ করবেন ফ্রীতে।

1. Voice – SMS – Data এক ডলার রিচার্জে।

2. Voice – SMS এক ডলার রিচার্জে।

3. SMS ফ্রি রোমিং।

নিচে থেকে আপনি Choose করুন।

এখানে এসে SMS type রোমিং সার্ভিস ক্লিক করে Continue to Payment লিখাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখবেন আপনার রোমিং সার্ভিস একটিভ হয়ে গেছে।এটা করতে কোন টাকা পয়সা লাগবে না। SMS রোমিং সম্পূর্ণ ফ্রি।

 

দেখুন আপনার রোমিং একটিভ হয়ে গেছে।

এখন আপনি বিদেশে বসেই আপনার রোমিং সার্ভিস উপভোগ করতে পারবেন। বিদেশের নেটওয়ার্কে আপনার সিম চলবে। আপনি চাইলে রোমিং Deactivate করতে পারবেন অ্যাপ থেকেই। আপনার চাইলে রোমিং ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। তার জন্য USD সাপোর্ট ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন।

রোমিং গ্রামীণফোনের ওয়েবসাইট থেকে করতে চাইলে এই লিংক থেকেই করতে পারবেন। লিংক= https://www.grameenphone.com/roaming/digitalization

এখানেও আগের অ্যাপ এর সিস্টেম এর মতোই। এখান থেকে Grameenphone সিম দিয়ে লগইন করে রোমিং করতে পারবেন।

আরো পড়ুন→ এছাড়া আমি আগে দেখাইছিলাম রবি এয়ারটেল সিমে ঘরে বসে ২ মিনিটেই চালু করুন রোমিং সার্ভিস বাংলাদেশী কার্ড দিয়ে

আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। প্রয়োজনে যোগাযোগ করুন আমার ফেসবুকে পেইজে। যোগাযোগ বাংলাদেশ টাইম বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। বিদেশে থাকার কারণে সবসময় যোগাযোগ করা সম্ভব নয়। ধন্যবাদ।

সবাই ট্রিকবিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।

 

14 thoughts on "Grameenphone সিম ফ্রী রোমিং অ্যাক্টিভেট করুন। বিদেশে বসে আপনার সিম চালান।"

  1. Md Rajjab Ali Author Post Creator says:
    কারো কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ ??
  2. jibon roy Author says:
    voice sms data nile ki baire theke sob use kora jabe?ar bd te my gp app a ja rate ta ki bidesh thekeo paoua jabe?abar call rate kemon hobe ei gp sim diye bidesh theke call dile
    1. Md Rajjab Ali Author Post Creator says:
      ভাই বিদেশে থাকা অবস্থায় কথা বা ডাটা চালালে অনেক খরচ। ফ্রীতে শুধু ইনকামিং মেসেজ পাবেন। বিদেশে থেকে ঐদেশি সিম ব্যাবহার করাই ভালো কথা বা ডাটা এর জন্য।

      নিচের লিংক থেকে জেনে নিন কোন দেশে কেমন খরচ। https://www.grameenphone.com/personal/services/roaming/rate

  3. Ashiq Ali Contributor says:
    Sob e bujhlam Doren ami Ata jodi hudai on kore rakhi ate kono problem hobe?
    1. Md Rajjab Ali Author Post Creator says:
      প্রবলেম নেই। যদি আপনি দেশের বাহিরে যান তাহলে অন করে রাখতে পারেন। আবার আশার পরে বন্ধ করে দিবেন। এতে করে আপনার সিম টি আপনারই থাকলো।
  4. mdronykhan75612 Contributor says:
    শুধু ফ্রি মেসেজ সার্ভিস চালু করতে কি কোনো পাসপোর্ট বা ডুয়েল কারেন্সি কার্ড নাম্বার ছাড়াই চালু করা যাবে? নাকি লাগবে?
    1. Md Rajjab Ali Author Post Creator says:
      কিছুই লাগে নাহ্। আমার দেখানো পদ্ধতি ফলো করুন।
  5. Tishat Ahmed Author says:
    incoming free SMS সার্ভিস এর রোমিং টির কি নিদিষ্ট কোন মেয়াদ রয়েছে নাকি একবার এক্টিভ করলে লাইফটাইম
    1. Md Rajjab Ali Author Post Creator says:
      এটা আমার জানা নেই। গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলুন।
  6. mdimam hossein Contributor says:
    ভাই আপনার কাছে মাই জিপি অ্যাপ্লিকেশনটি লগইন থাকা বিধায়, আপনি রোমিং করতে পারছেন। অনেকেই আছে পূর্বাশি গিয়েছে কিন্তু মাই জিপি অ্যাপ্লিকেশন লগইন নাই তারা সিম নিয়ে গেছে, তারা যদি সফটওয়্যার লগইন দিতে যায় তখন তো ওটিপি লাগবে আর যেহেতু তাদের সিমটি অলরেডি রোমিং নাই তাহলে কিভাবে তারা লগইন করবে
    1. Md Rajjab Ali Author Post Creator says:
      সেজন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে ইমেইল এর মাধ্যমে
  7. Md Abdus Sabur Legend Author says:
    ভাই এটার জন্য কি মাসে মাসে কোন ফি দেওয়া লাগবে নাকি। আর ওই দেশ থেকে গ্রামীন সিম দিয়ে যদি বাংলাদেশে কথা বলে তাহলে বাংলাদেশের যে কল রেট কাটলো সেটা কি কাটবে।
    1. Md Rajjab Ali Author Post Creator says:
      কল রেট অনেক বেশি
  8. mdmamunrahman Contributor says:
    Bhai r o kicu update korun rooming service charge somporke

Leave a Reply