Be a Trainer! Share your knowledge.
Home » Website » কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করুন AI ওয়েবসাইটের মাধ্যমে(Generate copyright free music with Beatoven Ai website)

কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করুন AI ওয়েবসাইটের মাধ্যমে(Generate copyright free music with Beatoven Ai website)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো এমন একটি অসাধারণ AI ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে আপনি কপিরাইট মুক্ত মিউজিক তৈরি করতে পারবেন একদম ফ্রীতে।
আমরা যারা কন্টেন্ট তৈরি করে থাকি তারা প্রতিনিয়ত ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইট ঝামেলায় পরে থাকি। আর কপিরাইট ঝামেলার জন্য আমাদের ভিডিও গুলো একেবারে মানহীন হয়ে পরে।যা সত্যি অনেক কষ্ট দায়ক।যাই হোক আমি আজকে আপনাদের এমন একটি ওয়েবসাইট সম্পর্কে জানাতে যাচ্ছি আপনারা আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী নিজের পছন্দ অনুযায়ী মিউজিক জেনেরেট করতে পারবেন। ধরেন আপনি এমিন একটি ভিডিও বানালেন আপনি চাচ্ছেন ঐ ভিডিওতে জেনো একটি রিলাক্স স্যাড ভার্শন মিউজিক থাকে।আবার আপনি ফানি ভিডিওতে ফানি মিউজিক চাচ্ছেন তাও জেনেরেট করতে পারবেন খুব অল্প সময়ে আর একেবারে ঝামেলাহীনভাবে।
চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করবেন।

প্রথমে এই লিংকে ক্লিক করুন Beatoven AI

ওয়েবসাইটে প্রবেশ করার পর Start Creating for free এই লেখাতে ক্লিক করুন

এরপর আপনাকে এই ওয়েবসাইটে লগিন করতে বলা হবে।আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে লগিন করে নিবেন।

লগিন সম্পুর্ন হয়ে গেলে দেখতে পারবেন আমাদের মিউজিক কিসের জন্য বা কোন কোয়ালিটি অনুযায়ী বানাবো তার কিছু তথ্য আমাদের দিতে হবে।

এ জন্য আমরা Profesion এই বক্সে Youtube সিলেক্ট করবো। Industry এই জায়গায় আপনার চ্যানেল যে ধরনের ঐ ধরনের দিবেন আমি গেমিং সিলেক্ট করলাম।

Team Size এ সিলেক্ট করলাম ১-৫জন।নিচে আমার চ্যানেলের লিংক দিয়ে দিলাম।আপনারা এই লিংকে অন্য ইউটিউবের ভিডিওর লিংক ও দিতে পারবেন।
এরপর Get Stated এ ক্লিক করলাম

এরপর Continue On Mobile এ ক্লিক করলাম।যেহেতু আমি মোবাইল দিয়েই এই ওয়েবসাইট ব্যাবহার করতেছি।

এরপর New Track এ ক্লিক করবো

এরপর আমি কেমন মিউজিক বানাতে চাচ্ছি তা লিখবো

দেখুন আমার চাহিদা মতো অনেকগুলো মিউজিক AI সাজেষ্ট করে দিয়েছে।আমি আমার পচ্ছন্দ মতো একটি মিউজিক সিলেক্ট করে নিলাম

এখন আমি চাইলে আমার মিউজিকটি একটু ভিন্ন ভাবে সাজাতে পারবো।যেমন আমি যদি Cinematic এ ক্লিক করি তাহলে AI সিনেমাটিক মিউজিক এড করে দিবে আবার
Instruments এ ক্লিক করে বিভিন্ন ধরনের বাজনা এড করতে পারবো আর আমাদের মিউজিকটির সাউন্ড কেমন হবে আমরা যদি একদম রিলাক্স চাই তাহলে Slow তে ক্লিক করবো আর যদি মিউজিকটি হাই সাউন্ড ইফেক্ট মিউজিক চাই তাহলে হাই অপশনে ক্লিক করবো।আমি মিডিয়ামে ক্লিক করলাম কারণ আমি চাই কিছু সাউন্ড হাই থাকুক আর কিছু সাউন্ড লো থাকুক।
সব কিছু এড হয়ে গেলে Download এ ক্লিক করবো

এরপর আপনি মিউজিকটি কোন ফরম্যাটে সেভ করতে চান তা সিলেক্ট করে ডাউনলোড করে নিন।

আমরা কম বেশি সবাই জানি বর্তমান যুগে AI আমাদের কত কঠিনতম কাজকে খুব সহজেই অল্প সময়ের মাধ্যমে নিখুত ভাবে কাজ করে যাচ্ছে AI.যা সত্যিই প্রশংসনীয়।

কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করতে এই ওয়েবসাইটের ভুমিকা অপরিহার্য।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

10 months ago (Aug 01, 2023)

About Author (109)

Sohelarman4374
author

I am proud, because I am a Muslim And a community of Hazrat Muhammad (pub ) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

Trickbd Official Telegram

7 responses to “কপিরাইট মুক্ত মিউজিক জেনেরেট করুন AI ওয়েবসাইটের মাধ্যমে(Generate copyright free music with Beatoven Ai website)”

  1. its_Resun Contributor says:

    5:00 Min 1 week a

  2. Nimon Contributor says:

    ar kono website janen? text to music generate kore.

Leave a Reply

Switch To Desktop Version