পোস্টের শুরুতে ধন্যবাদ জানায় রানা, নাসির ভাই সহ সকল বন্ধদের ৷ আবার ধন্যবাদ জানায় রানা ভাই ও নাসির ভাইকে যে আমাকে চান্স দিবার জন্য ৷
পোস্টের ভিতরের লাল জিমেইলের শুভেচ্ছা ৷
যাই হোক চলুন শুরু করি

    মুল আলচনাঃ

    • আমরা অনেক সময় বলতে গেলে ভুল হবে সবসময় দুটা তিনটা অথবা তারও বেশি ইমেল, জিমেইল, হটমেইল ইত্যাদী ইত্যাদী ৷ একটা লগআঊট করে আরেকটা চালাতে হয়ে এতে অনেক সমস্যাও দেখা দেয় …
    • চলুন দেখি কি কাজ করতে হবেঃ
      • ১ম কাজ হচ্ছে লগিন করলেন জিমেইল তারপর সেভ বাটনে চাপ দিন ৷ তারপর সেটিং এ ক্লিক করুন এখন দেখুন আপনার লগিনকরা মেইল এর নাম দেওয়া আছে Ex.. Gmail . . . .Account General settings [email protected] About Gmail এখানে একটা মেইল ওপেন আছে ৷ একদম উপরে আপনার ফোনের সময়ের নিচে লেখা আছে Add Account আর এখানে ক্লিক করুন তারপর পাবেন… Existing
        New
        Existing click করুন এখন আপনার জিমেইল ইমেল দিন পাসওয়ার্ড দিয়ে লহিন করুন ব্যাস হয়ে গেল ৷

      আর এই ভাবে আপনি একধিক একাউন্ট এক সাথে চালাতে পারবেন ৷

      কোন ইনবক্স চেন্জ করতেও হবে
      না ৷
      কেননা নতুন ম্যাসেজ আসলে

      অটোমেটিক শো করবে ৷
      নিচে কিছু স্ক্রিনসট দেখে নেইঃ





      প্রশ্নঃ সবগুলাতে একসাথে
      আসে তাহলে কি ভাবে
      দেখব…?
      উওরঃ = কোন চিনতা নাই
      সবগুলা নোটিফেকসন হিসাবে
      একদম উপরে আসবে যেমন
      ম্যাসেজ আলাদা আলাদা
      আসে তেমনি করে ৷ উপর থেকে
      পর্দা টেনে নামিয়ে দিবেন

      আর একটা একটা করে দেখবেন ৷


      লেখার ভিতরে টাইপ করতে কোন শব্দ মিস হলে অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন ৷


      ধন্যবাদ সবাইকে পোস্টা পরার জন্য ৷ নেক্সট পোস্ট আরো জমজমাট হবে বলে মনে হচ্ছে…… সবসময় নতুন কিছু দিবার জন্য কাজ করে জাবো আপনি পাশে থাকলে আমাদের প্রজন্ম আরো উন্যত হবে ৷ ধন্যবাদ জানিয়ে ছোট করবনা রানা ভাই আপনাদের জন্য আমরা আর আমাদের জন্য আপনার ট্রিকবিডি ৷
      যদি রিভিউটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ? hmvai.com


4 thoughts on "এক সাথে একাধিক মেইল ব্যাবহার করুন ঝামেলা ছারাই"

    1. sopon Author Post Creator says:
      Welcome
    1. sopon Author Post Creator says:
      ??

Leave a Reply