সবাইকে সালাম জানিয়ে শরু করছি। কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে যা বলা হয়েছে তা হুবহু এই নিচের এই ভিডিও থেকে কপি করে লেখা হয়েছে তাই ভিডিওটি দেখতে পারেন।পূর্বে যদি কেউ এই বিষয়ে টিউন করে থাকেন আমি দুখি:ত। আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে দামি 10টি মোবাইল ফোন। ………...

10. iPhone Princess

Price: $176,400
দাম : 1,36,65,708.00 টাকা
( এক কোটি ছত্রিশ লক্ষ পঁয়ষট্রি হাজার সাতশ আট )
এটি বিশ্বের 10তম দামি মোবাইল ফোন। Peter Aloisson এটির ‍ডিজাইন করেছেন এটিতে আছে 18 ক্যারেট হোয়াইট গোল্ড সাথে রুডিয়াম (Rhodium Trim) । রুডিয়াম ব্যয়বহুল মূল্যবান ধাতু। গোল্ড এর পাশাপাশি এতে আছে 138 টি princes cut এবং 180 টি Brilliant cut ডায়মন্ড।

9. Sony Ericsson Black Diamond

Price: $300,000
দাম :2,32,41,000.00 টাকা
(দুই কোটি বত্রিশ লক্ষ একচল্লিশ হাজার)
Jaren Goh, এটির ডিজাইন করেছেন। এই সেটটিতে আছে ব্ল্যাক ডায়মন,টাইটান এর সাথে পলিকার্বনের একটি স্তর। টাইটান একটি মহামূল্যবান ধাতু। 4 মেগাপিকচেল ক্যামেরা, 2 ইন্ছি OLED display, 128 MB ইন্টারনাল মেমরি, ব্লুটুথ এবং ওয়াইফাই।

8. Vertu Signature

Price: $310,000
দাম = 2,39,69,200.00 টাকা
(দুই কোটি ঊনচল্লিশ লক্ষ ঊনসত্তর হাজার দুইশ)
এটি একটি বিলাসবহুল সৌহিন মোবাইল ফোন। ফ্রান্স এর গহনা নির্মতা Boucheron এটি ডিজাইন করেছেন। এটিতে আছে একজোড়া cut diamond, white diamond দুইটি পান্না এবং 439 টি Rubies। কোন ক্যামেরা নেই এতে। মাত্র 1MB ইন্টারনাল মেমরি।

7. Gresso Luxor Las Vegas Jackpot

Price: $1 Million
দাম: 7,73,20,000 টাকা
( সাত কোটি তিয়াত্তর লক্ষ বিশ হাজার )
এটি ডিজাইন করেছেন Gresso । এতে 180 গ্রাম পিউর স্বর্ন দ্বারা তৈরি সাথে আছে 200 বছরের পুরাতন African Blackwood এবং Black diamond ।

6. Diamond Crypto Smart

Price: $1.3 Million
দাম =10,07,11,000.00টাকা
( দশ কোটি সাত লক্ষ এগার হাজার )
এটি বিশ্বের 6তম দামি মোবাইল ফোন। Peter Aloisson এটি ডিজাইন করেছেন। এই মোবাইলের সবগুলো পার্টস ই প্লাটিনাম দ্বারা তৈরি। এটির Ancort Logo এবং Navigation Key 18ক্যারেট Yellow/rose Gold দ্বারা তৈরি সাথে আছে 1.5 ক্যারেট Cut diamond।

5. GoldVish Le

Price: $1.3 Million
দাম =10,07,11,000.00টাকা
( দশ কোটি সাত লক্ষ এগার হাজার )
সুইজারল্যান্ডের বিখ্যাত ডিজাইনার Emmanuel এটি ডিজাইন করেছেন। এটি বিশ্বের 5তম দামি মোবাইল ফোন। এতে আছে 18 ক্যরেট white Gold এবং 120 ক্যারেট VVS-1 graded ডায়মন।

4. iPhone 3G Kings Button

Price: $2.5 Million
দাম= 19,33,00000.00 টাকা
( উনিস কোটি তেত্রিশ লক্ষ)
Peter Alossonএটি ডিজাইন করেছেন।এটিতে আছে 18 ক্যরেট Yellow, white এবং Rose Gold। এটির বাটনে আছে আছে 6.6 ক্যারেট ডায়মন্ড।

3. iPhone 3GS Supreme Goldstriker

Price: $3.2 Million
দাম= 24,79,04,000.00 টাকা
( চব্বিশ কোটি ঊনআশি লক্ষ চার হাজার )
অষ্টেলিয়ার ব্যবসায়ী Gold Striker এটির ডিজাইন করেছেন।এতে 22 ক্যারেটের 271 গ্রাম স্বর্ণ এবং 136 ডায়মন্ড আছে। এটির সামনের সরু ফ্রেম, বাটন এবং লঘুটি ডায়মন্ড দিয়ে সাজানো।

2. iPhone 4 Diamond Rose Edition

Price: $8 Million
দাম= 61,97,60,000.00 টাকা
(একষট্রি কোটি সাতানব্বই লক্ষ ষাট হাজার)
এটি বিশ্বের 2তম দামি মোবাইল ফোন। Stuart Hughes এটির ডিজাইন করেছেন। এটি Rose Gold, Diamond এবং প্লাটিনাম দ্বারা তৈরি। এতে 100 ক্যারেট ডায়মন্ড আছে। সামনের সরু ফ্রেম, বাটন এবং লঘুটি সাজাতে 500 পিছ ডায়মন্ড ব্যবহার করা হয়েছে।

1. iPhone 5 Black Diamond

Price: $15.3 Million
দাম= 118,52,91,000.00 টাকা
(একশ আঠার কোটি বায়ান্ন লক্ষ একানব্বই হাজার)
বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন এটি। ব্রিটিশ ডিজাইনরি Stuart Hughes এটি ডিজাইন করেছেন।এতে আছে 26 ক্যারেট ব্ল্যাক ডায়মন্ড। ফোনের পিছনের আংশটি সলিড গোল্ড দ্বারা তৈরি এবং Apple logoটি 53টি ডায়মন্ড দ্বারা সাজানো। এটির Screen টি Sapphire Glass দ্বারা তৈরি। এটির হোম বাটনটি 26 ক্যারেট 600 ব্ল্যাখ ডায়মন্ড দিয়ে সাজানো। এতে 135 গ্রাম 24 ক্যারেট স্বর্ন আছে।

ফিচার:

4-inch, 326ppi Retina display at 1136 x 640 pixels
GPRS, EDGE, EV-DO, HSPA, HSPA+, DC-HSDPA, LTE and Wi-Fi
GPS
Bluetooth
8 megapixel camera with 1080p HD recording, 720p front-facing camera
16GB, 32GB and 64GB versions
ধন্যবাদ সবাইকে…………. সবাই ভাল থাকবেন।

Subscribe our Channel :Online Bangla Life

তথ্য:টেকটিউনস

26 thoughts on "বিশ্বের সবচেয়ে দামি 10টি মোবাইল ফোন। যার দাম শুনলে চমকে উঠবেন"

  1. Youtube link উপরে দেওয়ার জন্য রিপোর্ট মারলাম

    আর হে তুমি কি use করছ নাকি

  2. IttehadIslamAntor Contributor says:
    ভালো পোস্ট।কিন্তু অনেক বানানে ভুল আছে।ঐদিকে একটু নজর রাখবেন।
    1. rahimislam387 Author Post Creator says:
      ঠিক আছে ভাইয়া
  3. . Contributor says:
    ডাইরেক্ট কপি পোস্ট। দুই এক লাইনও না। সুতরাং আপনি ট্রিকবিডির নিয়ম নিষিদ্ধ করছেন।
    [Reported]
    1. rahimislam387 Author Post Creator says:
      ভাইয়া এটা টেকটিউনস থেকে কপি করছি তাই এর ক্রেডিট দিছি, আর লেখক নিজেই এটা কপি করার অনুমতি দিচে। তাই আমি মনে করি এখানে রিপোর্ট করার কিছু নেই
    2. . Contributor says:
      ওকে। রিপোর্ট এখনো করি নাই।
    3. rahimislam387 Author Post Creator says:
      আমি জানি আপনি একজন ভালো ভিজিটর। সব পোস্টে আপনি ভাল কমেন্ট করছেন আর আশা করি এখানে ভাল কমেন্ট করবেন।ধন্যবাদ
    4. . Contributor says:
      হুম। ধন্যবাদ ভাইয়া।
  4. @ASRAF Contributor says:
    বাংলাদেশের কোথায় বিক্রি করে??
    1. rahimislam387 Author Post Creator says:
      মনে হয় না এগুলো মোবাইল বাংলাদেশে পাওয়া যাবে
    2. @ASRAF Contributor says:
      থাকলে কিনতাম।?
  5. OS Machine Contributor says:
    Falcon iphone 6 kothay????
  6. OS Machine Contributor says:
    FALCON SuperNova IPhone 6 Pink Diamond at $48.5 Million.
    এইটার কথা কে বলবে???
    1. rahimislam387 Author Post Creator says:
      আপনার কথা ঠিক আছে ভাইয়া. কিন্তু এটা পুরনো জরিপ থেকে নেওয়া.
  7. samim ahshan Author says:
    ভাই আপনার আইডি লিংক টা দিন
  8. Trickbd_sdq Author says:
    সোনা, রুপা বাইরের চাকচিক্য দিয়ে কি হবে?
    যদি ফোন এ ফিচার না থাকে?
    1. shahriarcus Author says:
      Hmm. Er theke 12000 takar amader android phone gulai beshi valo…
    2. Trickbd_sdq Author says:
      অবশ্যই। ফোন যেহেতু টেকার বস্তু না, তাই সোনা দিয়ে বানানো ফোন হাতেই নিয়ে বেড়াতে হবে, কাজ হবেনা।
    3. shahriarcus Author says:
      Hmm. Thik bolsen
    4. BEPUL=B+L+S Contributor says:
      Right Bolchen Vai
  9. Rakib01 Contributor says:
    আমার মোবাইল ফোনের দাম শুনলেও চমকে উঠবেন!?
  10. realhossan Contributor says:
    চক চক ারলে মোবাইল হয় না।

Leave a Reply