সবাইকে জানাই নতুন বছরের সুভেচ্ছা, যদিও একটু দেরিতে সুভেচ্ছা জানালাম কারণ সময় কম ছিল।
আমি অনেকদিন পরে আবার আপনাদের মাঝে হাজির হলাম।আশা করি সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি।
সিম্ফনিই একমাত্র মোবাইল ব্রান্ড, যারা কমদামে ভালো ভালো হ্যান্ডসেট দিয়ে থাকে।তো, সিম্ফনি বাজারে নিয়ে আসছে ৪জি,ভালো ক্যমেরা সমৃদ্ধ আরো অনেক ভালো ভালো ফিউচার নিয়ে, নাম তার Symphony INOVA.
এবার দেখেনিন এই INOVA তে কী কী থাকছে
কিছু ছবিঃ
অপারেটিং সিস্টেম
নুগেট ৭.০
নেটওয়ার্ক
৪জি(4G with FDD 1/3) ৩জি,২জি
চিপসেট
সিপিইউঃ কোয়াড-কোর ১.৩ (৬৪ বিট)
জিপিইউঃ Mali T720 MP1
পর্দা/Display
সাইজঃ ৫” ২.৫ ডি
রেজুলেসনঃ HD
পি.পি.আইঃ ২৯৪
ধরনঃ আই.পি.এস
ক্যামেরা
পিছনেঃ ১৩ মেগা পিক্সেল সাথে ফ্লাস ও
সামনেঃ ৫ মেগা পিক্সেল সাথে ফ্লাস
জুমঃ ৪গুণ
মোডঃ (f/2.2 (Back & Front Camera), Bokeh Mode, Face Beauty Mode, Fisheye Mode)
স্টোরেজ/Memory
র্যামঃ ২ জিগাবাইটস
রোমঃ ১৬ জিগাবাইটস
সাপোর্টেডঃ ৬৪ জিগাবাইটস
সংযোগ/Connectivity
Data services 4G, 3G, 2G
Wi-Fi Yes
USB Yes (2.0)
Bluetooth Yes (4.0)
USB Mass Storage Yes
USB Modem Yes
OTG Yes
Location GPS, AGPS
ব্যাটারি
ধরনঃ লিথিয়াম পলিমার
এম.এ.এইসঃ ২৯০০
বডি
Dimension 143 X 71 X 8.3 mm
Weight 134g (with battery)
Color Iron Gray, Jet Black
সেন্সর
G-Sensor Yes
Proximity Sensor Yes
Light Sensor Yes এবং এই হ্যান্ডসেটটিতে স্পেসাল ফিউচার হচ্ছেঃ (4G, Dual Speaker, Shortcut Left Key)
মূল্য মাত্রঃ ৮,৩৯০ টাকা।(এত কম,অবাক হলেন নাকি?সাথে স্পেসাল জ্যাকেট ফ্রি।)
আমার মতামতঃ
আমার মতে এই দামে , এর থেকে ভালো হ্যান্ডসেট পাবেন না।তাই আপনার বাজেট যদি ৮,৩৯০ টাকা হয় তাহলে এই Symphony INOVA টি কিনতে পারেন।এই হ্যান্ডসেটটি আগামী ১২-ই জানুয়ারিতে বাজারে আসছে।
পোষ্টি কেমন হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্ত, অনেক কষ্ট করে পোষ্টি করলাম।যদি কোনো বানান,কথা,বক্তব্য ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন
TrickBD এর সাথেই থাকবেন।ধন্যবাদ, সাবাই ভালো থাকবেন সুস্হ থাকবেন।
আমার সাথে যোগাযোগঃ ফেসবুকে।
আমি মুগ্ধ হলাম।
মোবাইলটি কিনতেই হবে।
বাংলাঃ সত্যি ব্র) 😀
আর আমার কাছে ২টি স্যামসাং আছে। এগুলো কি symphony থেকে ভালো না?
but Symphony Brand valo na,
onek problem kore, Symphony mobile Normal user’s der jonno, jara sudu, Call, gan bajna, selpie egular modde sima boddo thake, but jara emon Advance user, all day net, Hack esob niya thake tader jonno Noy Perfect,,
ekonKar New Symphony mobile onek unnoTo hoyce,
Model o onek sundor, Dekle bujai jai na j eta symphony,
amar symphony valo lage na, tai Use korinai,,
Samsung, Huawei, MI,
emon valo Brander Mobile use korai valo,,
Bojhate parbo na
3 bar customer care a
ami ai ta use kortechi….
khb valo ak ta set…☺☺
তবে কালার যদি বিভিন্ন হতো।কি কি কালারের আছে।
যাতে চিহ্নিত করতে সুবিধে হয়।