হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Oppo এর বেস্ট টপ মোবাইল ফোন Oppo A1K নিয়ে সাথে আলোচনা করব মোবাইলটি ফুল ডিটেইলস এবং দাম নিয়ে।

তো চলুন শুরু করা যাক

যদি ফোনটির আউটলুক ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ভাই এক কথায় বলবো এই বাজেটের ভিতর ড্যাম গুড বেস্ট প্রেমিয়াম আউটলুক পাবেন এই Oppo A1K ফোনে। তাছাড়া ফোনটিতে মেটালিক টেক্সচার ব্যবহার করা হয়েছে যার ফলে ফোনটিতে যুক্ত হয়েছে আরও বেশি নতুনত্ব এবং প্রিমিয়াম লুক। আপনি দুইটি কালারে পাবেন Oppo A1K. একটি পিওর ব্ল্যাক এবং অন্যটি পিওর রেড।

যারা মেয়ে তাদের জন্য সাজেস্ট করবো ফোনটা কিনলে আপনারা রেড কালার চয়েজ করুন আর যদি ছেলেরা কেনেন তাহলে আমার মত অনুযায়ী বা আমার রুচি অনুযায়ী ব্ল্যাক কালার বেস্ট।

কালারের অসুবিধা: 

ফোনটির আউটলুক ভালো হলেও কালারের দিকটা আমার অতটা ভালো লাগেনি। কালারটি দেখতে কিছুটা অনুজ্জ্বল টাইপ- মানে ফোনটিকে রোদের আলোতে রাখলে এমনিতে যদি একটু দূর থেকে দেখা যায় তাহলে কোনরকম ঝিলিক বা চকচক করার সম্ভাবনা একেবারেই নেই।

তাছাড়া ফোনটির ব্যাকআপ এবিলিটি রয়েছে অসাধারণ যেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। ব্যাটারিতে রয়েছে র্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার ফলে আপনারা এই ফোনটি ব্যবহারের মাধ্যমে প্রায় 17 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন।

ফোনটিতে 6.1 ইঞ্চি এর বিশাল ডিসপ্লে যোগ করা হয়েছে যার ফলে ফোনটি দেখতে যেমন বড় দেখায় তেমনি বেশ স্মার্ট দেখায়।

রেজুলেশন এবং প্রটেকশন এর বিষয়ে কথা বললে ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে এবং রেজুলেশন ব্যবহার করা হয়েছে 720 বাই 1507 পিক্সেল। ফিচারস এর ভিতর মাল্টিটাচ এভেইলেবল হবে Oppo a1k ফোনে।

পারফরম্যান্স এর দিক বিবেচনা করলে ফোনটিতে 9.1 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা সত্যি খুব ইম্প্রেসিভ মনে হয়েছে আমার কাছে। তাছাড়া ফোনটিতে 2 জিবি র্যাম এবং 32 জিবি রোম উপস্থিত।

অনেক কথাই হল তো চলুন এখন ফোনটির ফুল স্পেসিফিকেশন বা ডিটেলস এক নজরে দেখে আসা যাক: 


First Release: May 2019
Colors Black, Red

Connectivity

Network 2G, 3G, 4G support
SIM Dual Nano SIM

WLAN ✅:Wi-Fi direct, Wi-Fi hotspot
Bluetooth : v4.2, A2DP, LE

GPS : A-GPS, GLONASS, BDS
Radio : FM
USB : v2.0
OTG : Available
USB Type-C:  X

Body:

Style Minimal Notch,
Material Glass front, plastic body.
Water Resistance:  No
Dimensions: 154.5 x 73.8 x 8.4 millimeters
Weight: 170 grams

Display : 

Size: 6.1 inches
Resolution: HD+ 720 x 1560 pixels (282 ppi)
Technology: In-Cell IPS Touchscreen
Protection: Corning Gorilla Glass 3
Features: Multitouch

Back Camera 

Resolution
: 8 Megapixel
Features: Autofocus, f/2.2, 1/3.2″, 1.4µm, LED flash, HDR, portrait mode & more
Video Recording: Full HD (1080p)

Front Camera

Resolution: 5 Megapixel
Features: F/2.0, 1/5″, 1.12µm, HDR
Video Recording: HD (720p)

Battery

Type and Capacity Lithium-polymer 4000 mAh : (non-removable)
Fast Charging: 10W Fast Charging

Performance:


Operating System: Android Pie v9.0 (Color OS 6)
Chipset : MediaTek Helio P22
RAM: 2 GB
Processor Octa core, 2.0 GHz
GPU PowerVR GE8320

Storage

ROM 32 GB
MicroSD Slot ✅ up to 256 GB (dedicated slot)

Price: BDT Official ✭ ৳10,990

এটা হচ্ছে ফোন এর অফিসিয়াল দাম। আপনি যদি কোন পরিচিত দোকানদার বা শোরুম থেকে না কিনে অন্য কোথাও থেকে কেনেন সে ক্ষেত্রে দাম কিছুটা কম বা বেশি হতে পারে  তবে যদি অপ্পো এর অফিশিয়াল শোরুম থেকে কেনেন তাহলে সেম এই প্রাইস দিয়েই কিনতে হবে।

ফোনটি সম্পর্কে আমার ভালো লাগা বা মন্দ লাগা: 


সত্যি কথা বলতে এত কম প্রাইস এর ভিতরে এত সুন্দর একটা মোবাইল তারা তৈরি করেছে এটাকে যদি আমি খারাপ বলে তাহলে সত্যিই পাপ হবে। ক্যামেরা থেকে শুরু করে পারফরম্যান্স র্যাম ব্যাটারি সবকিছুই তারা দিয়েছে নজর কাড়ার মতো। তাছাড়া 10000 টাকা বাজেটের ভিতর ফোনটিতে যেত সব ফিচারস যুক্ত করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয় মোট কথায় এই বাজেটের ভিতর Oppo A1K ফোনটা আমার কাছে অসাধারণ লেগেছে।




3 thoughts on "বাজেট কিলার Oppo A1K রিভিউ! কম বাজেটের ভিতর আমার দেখা সবচেয়ে সেরা ফোন।"

  1. AL-HADI Contributor says:
    ভাল ফোন আমি ব্যাবহার করি।
  2. islam Contributor says:
    Ram কতটুকু

Leave a Reply