ফ্লাগশিপ কিলার হিসেবে তাদের আবির্ভাব ৮ বছরের অভাবনীয় সাফল্যের তারা নিজেরাই এখন ফ্লাগশিপ এর কাতারে বলছি ওয়ানপ্লাস এর কথা গোটা বিশ্বের কোটি কোটি ফ্যান থাকে চিনা এই ব্র্যান্ডের নতুন মডেলের অপেক্ষায়।
সে অপেক্ষার অবসান হচ্ছে বাজারে আসছে ওয়ানপ্লাস এর নতুন ফ্লাগশিপ মডেল ওয়ানপ্লাস ১০ প্রো।
ওয়ানপ্লাস এর তুলনা শুধুই ওয়ান প্লাস। তাইতো নতুন মডেল কে মাপতে হয় সর্বশেষ মডেলের পাল্লাই।
দশ মাস আগে বাজারমাত করা ওয়ান প্লাস ৯ প্র থেকে কোন কোন দিক থেকে এগিয়ে এই ফোন?
শুরুতেই বলতে হয় চিপসেটের কথা, কোয়ালকমের সর্বাধুনিক স্নাপড্রাগণ ৮৮৮ আছে ফোনটিতে। গেম খেলায় শক্তি যোগাতে থাকছে অ্যাড্রিনো ৭৩০ প্রসেসর।
বরং বাদ দিয়ে দেয়া হয়েছে, দুই মেগাপিক্সেলের ক্যামেরা, তবে সুখবর আছে সেলফি ক্যামেরাই।
১৬ থেকে ৩২ মেগাপিক্সেলে উন্নীত হয়েছে। উন্নতি হয়েছে ক্যামেরার সেন্সর এরও।
ফোনটির বড় সেলিং পয়েন্ট এর ব্যাটারি, এই প্রথম ওয়ানপ্লাস এর কোন ফ্লাগশিপ ফোনে ৫,০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি জায়গা করে নিয়েছে।
গতি বেড়েছে চার্জিং এও, ওয়ান প্লাস টেন প্রো এর চার্জিং ক্যাপাসিটি ৮০ ওয়ার্ড। ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ৩২ মিনিট।
বক্সের ভেতরেই এন্ড্রয়েড 12.1 নিয়ে আসছে ওয়ানপ্লাস ১০ প্রো।
৬.৭ ইঞ্চির কুয়াট এইচডি আর সেকেন্ড জেনারেশন এর LTPO অ্যামোলেড ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120HZ সাথে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট তো থাকছেই।
১২৮ আর ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর ফোনটি ১৩ জানুয়ারি মানে আজ থেকেই চীনের বাজারে পাওয়া যাবে- ৭৩৭ থেকে ৮৩২ ডোলারে।
তবে আন্তর্জাতিক বাজারে ফোনটি ঠিক কবে আসতেছে তার কোন তারিখ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তাই আপাতত শুধুই অপেক্ষা।
তো পোস্ট টি ভাল লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারেন আজকের মত আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই ❤️
3 thoughts on "চলে এলো ওয়ানপ্লাস এর নতুন ফ্ল্যাগশিপ মডেল ওয়ানপ্লাস ১০ প্র | কবে পাওয়া যাবে বিশ্ববাজারে?"