আসসালামু আলাইকুম । আশা করি সবাই
ভালো আছেন । আপনাকে যদি প্রশ্ন করি
, ভাইয়া / আপু
আপনি সেট রুট করেছেন কেন ? আপনি
সহজ উত্তর দিবেন – বাড়তি সুবিধা
পাওয়ার জন্য । সেট
রুট করলে বহু সুবিধা আছে । তার মধ্যে
থেকে আজকে আমরা দেখব , কিভাবে
খুব সহজে আমরা
আমাদের সেটে Boot Animations পরিবর্তন
করব । আজকে আপনাদের জন্য থাকছে
৩০০+
Boot Animations .
শুরু করা যাক –
১। এখান থেকে Busy box apk download
করে ইন্সটল দিন ।
Click To Download

২। ওপেন করুন । superuser permission
চাইলে allow করুন । ইন্সটল এ ক্লিক করুন ।
ইন্সটল
সম্পন্ন হলে ফোন restart দিন ।


৩। এবার এখান থেকে Boot Animation

apk download করে ইন্সটল দিন ।
Click To download

৪। আপনার সেটের data connection অন
করুন । ( M.B থাকতে হবে )

৫। ওপেন করুন । superuser permission
চাইলে allow করুন ।

৬। এবার server option এ আপনি ৩০০+ Boot
Animation ফাইল দেখতে পাবেন ।

৭। আপনি যে Boot Animation পছন্দ করবেন
সেটার উপর ক্লিক করুন । অপশন দিলে
download এ ক্লিক করুন ।

৮। এভাবে এখান থেকে আপনি ৩০০+ Boot
Animations download করতে পারবেন ।
একবার
download করলে পুনরায় ঐ ফাইলটি আর
download করতে হবে না ।

৯। আপনি যে Boot Animations গুলো
download করবেন তা মেনু থেকে
ব্যাকআপ রাখতে
পারবেন । পরে restore করতে পারবেন ।

১০। মেনু থেকে preview current থেকে
আপনি ইন্সটলকৃত Boot Animations টি
দেখতে
পারবেন ।

১১। download কৃত Boot Animations এ টিক
দেওয়া থাকবে । আপনি যেটা সেট
করতে চান

তার অপশন থেকে ইন্সটল এ ক্লিক করুন ।

১২। Menu-More-Preference থেকে আপনি
Boot Animations enable/disable/remove
করতে পারবেন ।

১৩। আপনি Animated gif কে Boot
Animations , Boot Animations কে Animated
gif
তৈরি করতে পারবেন ।

১৪। SD Card থেকে Boot Animations
ইন্সটল দিতে পারবেন ।

১৫। Boot Animations এর সাইজ সেটের
উপযোগী করে ব্যবহার করতে পারবেন ।
* আমি একজন সাধারণ মানুষ । Expert নই ,
ভালো কোন টিউনার ও নই । সাজিয়ে
লিখতে পারি না ।
ভুল হলে ক্ষমা করবেন ।
সবাই ভালো থাকবেন ।
ট্রিকপ্রিয় ডট কম

One thought on "এবার আপনার পছন্দ মতো যখন যেটা ইচ্ছা Boot Animation ব্যবহার করুন।আর ফোনটাকে করুন আরো আকর্ষণীয়।"

  1. psychology Contributor says:
    vai eta korle ki hoy

Leave a Reply