আপনার সাধের ফোনটি brick করলে backup করা stock rom restore করতে হবে অথবা flash দিতে হবে।
আপনি ব্যাকআপ করা stock rom restore
করতে গেলে দেখালো md5 mismatch তখন আপনার কিছুই করার থাকে না।
এর ফলে পুরো ব্যাকআপ টাই বিথা যায়।
অনেক সময় ফোনটিকে ফ্লাস দিতে ও হয়।
এতে অনেক টাকাও খরচ করতে হয়।
এই ধরনের সমস্যা সমাধানের জন্য আজকের এই পোষ্ট।
কাজের ধাপঃ
__________
(১)প্রথমে আপনাকে Es file explore app টি install করতে হবে।
তারপর SD Card থেকে clockworkmod folder A click করুন।
এবার backup A click করুন।
তারপর আপনার কাঙ্খিত backup টি open করুন।
সেখানে অনেক গুলো file দেখতে পাবেন যেমনঃRecovery, img,,,,,,boot,img,,,,,,,cache,ext4,tar,,,,,,data,ext4,tar,,,,,nandriod,md5,,,,,system, ext.tar,,,,,,,,,,
(২)এখান থেকে আপনি nandriod. md5 এই file টির নাম copy করবেন।
তারপর backup থেকে nandriod. md5 এই file টি ডিলেট করে ফেলুন।
(৩)এবার A click করে file সিলেক্ট করুন।
এবার file টি Reanme করে সেখানে copy করা nandriod.md5 নামটি past করে save করুন।
এবার Recovery mod A গিয়ে কেন সমস্যা ছাড়াই Restore করতে পারবেন।
৬২হাজার মেম্বার দেখাবে অইটা।।জয়েন করে।এডমিন লিস্ট এ যাইয়া এডমিন রে ইনবক্স করেন।।অথবা এডমিন হতে চান লিখে পোস্ট দেন