যারা তাদের ফোন রুট করে তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে তা হল তাদের ফোন কাস্টোমাইজ করা। তাছাড়া ফোনের পারফরমেন্স বৃদ্ধ করা এবং বেশ কিছু অ্যাপ এর একসেস পাওয়া। আজকে বেশ কিছু মেজীস্ক এর কাস্টম মডিউল নিয়ে হাজির হলাম যার মাধ্যমে ফোনের সিস্টেম ইমুজি চেইন্জ করতে পারবেন।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Keyboard: Gboard

SCREENSHOTS

যা যা লাগবে

1. একটি রুটেড ফোন।
2. মেজীস্ক এর মাধ্যমে রুট করা ফোন।
3. ইমুজি মডিউল।
ডাউনলোড EmojiOne
ডাউনলোড Ios 14

Installations

1.Open Magisk Manager
2.মডিউল সেকশনে যান এবং + চিহ্নে ক্লিক করুন। ফাইল মেনেজার থেকে zip ফাইলটি সিলেক্ট করুন।
3. ফোন রিবুট দিন।

More Emoji

অনেক কাস্টম ইমুজিই আপনি পাবেন। এদের ডাউনলোড লোকেশন আপনাদের সাথে শেয়ার করলাম। নিচের লিংক থেকে নামিয়ে নিয়েন।
XDA Forum

Telegram

7 thoughts on "আপনার রুটেড ফোনে ইনস্টল করে নিন আইওএস ১৪ এর ইমুজি সাথে থাকছে আরো কিছু ইমুজী (Magisk Module)"

  1. Fahim Contributor says:
    2/3 বার এর রিবুট এর পরে বুটলুপ হয় কি না?
    মডিউল টা ব্যবহারের কারণে
    1. YASIR-YCS Author Post Creator says:
      Bootloop hole first time hobe.. ar ei magisk e bootloop hoy na… Kaj na korle emoji er font nosto hobe ar beshi kicu na
  2. The Fighter Contributor says:
    রুট ছাড়াই Iso ইমোজি ইন্সটল করা যায়।
  3. Cyber mad Contributor says:
    Custom front কিভাবে ইন্সটল করছেন
    একটা পোষ্ট দিলে ভালো হয়
  4. Masud73MR Contributor says:
    Poco x2 Android 11 kivabe root korbo?
    1. YASIR-YCS Author Post Creator says:
      Install magisk through recovery

Leave a Reply