trick bd তে এটা আমার প্রথম পোষ্ট । তাই ভুল হলে ক্ষমা করবেন।
আজকে আপনাদের সামনে তুলে ধরব খুবই
সাধারণ অথচ খুবই জরুরী একটা বিষয়।
আমরা অনেকেই ইন্টারনেটে ব্লগ অথবা
বিভিন্ন টিউটোরিয়াল পড়ি। অনেক সময় এসব
ব্লগ অথবা টিউটোরিয়াল সংরক্ষণ করার
প্রয়োজনীয়তা দেখা দেয়। সেক্ষেত্রে আমি
আজ আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে

প্রয়োজনীয় ব্লগ অথবা টিউটোরিয়াল সেভ
করা যায় আপনার এ্যান্ড্রয়েড মোবাইল
দিয়েই।
প্রথমে একটি Mozilla Firefox ডাউনলোড করে
আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
Mozilla Firefox প্লে স্টোরেই পাবেন।
Mozilla Firefox থেকে কাংখিত ব্লগ অথবা
টিউটোরিয়ালটি ব্রাউজ করুন। ওয়েবপেজটি ওপেন
হলে অপশনে ক্লিক করুন।
অপশন মেনু থেকে টুলস এ ক্লিক করুন।
এইবার এখান থেকে Save as PDF অপশনে
ক্লিক করুন। এবার ওয়েবপেজটি পিডিএফ
আকারে ডাউনলোড হবে। ডাউনলোড কম্প্লিট
হলে ওপেন করুন। ব্যাস হয়ে গেল কাজ।

2 thoughts on "খুব সহজেই ওয়েব পেজ কে পিডিএফ ফাইল এ পরিনত করুন"

  1. Pulok Author Post Creator says:
    tnx

Leave a Reply