প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

সুন্দর কিছু ছবির ব্যাকগ্রাউন্ডে এমন কিছু থাকে যেটা ছবির মান কমিয়ে দেয়।কিন্তু আজ আপনাদের সাথে যে অ্যাপটি নিয়ে এসেছি এর মাধ্যমে খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ডের অবাঞ্চিত অব্জেক্ট গুলো মুছে ফেলতে পারবেন।

প্লেস্টোরে অ্যাপটির মূল্য ১.৮৯$ এছাড়া রেটিং ও বেশ ভাল (4.4/5)। এই টাইপের আরো অনেক অ্যাপ থাকলেও সাইজ,পার্ফমেন্স সব মিলিয়ে এটাকেই আমার বেস্ট মনে হয়েছে।

অ্যাপের নাম: Touch Retouch
ডাউনলোড লিংক: Download Here

 

background_remove-5

ব্যবহারবিধি: অ্যাপটি ইন্সটল শেষে অপেন করুন।মেমোরি কার্ড বা ক্যামেরার মাধ্যমে কাঙ্ক্ষিত পিকচার টি সিলেক্ট করুন।নিচের দিকে বাম পাশের ব্রাশে ক্লিক করে ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে যে অংশ টুকু মুছতে চান সেখানে টাচ করুন-আবার টাচ করুন=রিটাচের মাধ্যমে শুধু সেটুকুই সিলেক্ট করবেন।ভালভাবে করতে হলে পিক জুম করে নিবেন।দেন ‪#‎Start‬ এ ক্লিক করলেই আপনার ফল দেখতে পারবেন।ভাল না লাগলে ব্যাক করে আবার সেখান থেকেই শুরু করতে পারবেন

TouchRetouch1

TouchRetouch2

অ্যাপটি ইন্সটল শেষে অপেন করুন।মেমোরি কার্ড বা ক্যামেরার মাধ্যমে কাঙ্ক্ষিত পিকচার টি সিলেক্ট করুন।নিচের দিকে বাম পাশের ব্রাশে ক্লিক করে ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে যে অংশ টুকু মুছতে চান সেখানে টাচ করুন-আবার টাচ করুন=রিটাচের মাধ্যমে শুধু সেটুকুই সিলেক্ট করবেন।ভালভাবে করতে হলে পিক জুম করে নিবেন।দেন ‪#‎Start‬ এ ক্লিক করলেই আপনার ফল দেখতে পারবেন।ভাল না লাগলে ব্যাক করে আবার সেখান থেকেই শুরু করতে পারবেন

আশা করি টিউন টি ভাল লেগেছে এবং আপনার উপকারে আসবে তাই ভাল লাগলে লাইক,টিউমেন্ট করে আপনার টিউমেন্ট জানাবেন প্লিজ…

Stay With Trickbd.Com

4 thoughts on "ছবি তুলেছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে অপছন্দনীয় কিছু ছিলো যেটা আপনি রাখতে চাননি?এটা কিভাবে মুছে ফেলবেন?নিয়ে নিন উত্তম সমাধান!"

  1. Saifulp Contributor says:
    ar koto bar ei software er riview dibi
    1. Technology Contributor Post Creator says:
      Mind Your Behave
    2. Saifulp Contributor says:
      ei jabot koybar ei post korso?
  2. Rakib sr. Contributor says:
    bal bal kaj kore

Leave a Reply