আসসালামুআলাইকুম … আশা করি ভালোই আছেন… কেউ ভালো না থাকলে trickbd ভিসিট করে না
তো আজকের পোস্টে দেখাবো কিভাবে x recorder অ্যাপ টিকে প্রিমিয়াম বানানো যাই। যারা স্ক্রীন রেকর্ড করে থাকেন তাদের জন্যে এই অ্যাপটি অনেক প্রয়োজনীয়। তো শুরু করা যাক:
:
অ্যাপটি মোড করার জন্যে mt manager এবং np manager প্রয়োজন। এই দুইটা অ্যাপ গুগল থেকে ডাউনলোড করে নিন

তো প্রথমে প্লেস্টোর এ গিয়ে X recorder অ্যাপটিকে ডাউনলোড করে নিন । তার পর অ্যাপ টি ওপেন করেন।

অ্যাপটি ওপেন করলে দেখবেন অ্যাপটিতে অনেক ads এবং অ্যাপে অনেক ফিচার আছে যা ফ্রী ভার্সনে ব্যাবহার করতে পারবেন না। তাঁর জন্যে প্রিমিয়াম কিনতে বলে।




তো অ্যাপটিকে প্রিমিয়াম করার জন্যে প্রথমে mt manager ওপেন করুন। তারপর স্ক্রিনশটের মত মার্ক করা জায়গায় ক্লিক করুন।

তারপর extarct app এ ক্লিক করুন।

Chatbot -ai chat অ্যাপটির উপর ক্লিক করুন । তারপর extract APK তে ক্লিক করুন।

তারপর locate এ ক্লিক করুন

এরপর এরকম আসবে।

তো এখন np manager এ ক্লিক করুন। Mt 2 ফোল্ডারে ক্লিক করুন। তারপর apk ফোল্ডার এ ক্লিক করুন। X recorder.apks ফাইলটাতে ক্লিক করুন


Convert apk তে ক্লিক করো। অ্যাপটি apk পরিণত হওয়া শুরু হবে এবং কিছু সময় নিবে।




তো অ্যাপটি apk তে পরিণত হলে। আবার mt manager এ যান। তার উপর ক্লিক করে function a ক্লিক । তারপর sign APK তে ক্লিক করেন।


Confim এ ক্লিক করেন

Kill sign করা X recorder অ্যাপের উপর ক্লিক করুন। তরপর view এ ক্লিক করুন।


Resources.arcx ফাইল টিতে ক্লিক করুন।

arc editor এ ক্লিক। তরপর search resources value তে ক্লিক করুন


তারপর content এ restore। Search type এ string এবং ok তে ক্লিক করুন।

স্ক্রিনশটের মার্ক করা জায়গায় হালকা প্রেস করুণ। তারপর copy id তে ক্লিক করুন।


এরপর ব্যাক বাটনে ক্লিক করে যেকোনো একটি classes ফাইল ওপেন করে dex edito plus প্রেস করে select all করে। Ok তে ক্লিক করুন।


তারপর search এ ক্লিক করুন

Start new search লেখায় ক্লিক করুন

প্রথম বক্সে একটু আগে কপি করা আইডি টি পেস্ট করুন। Search type এ integer সিলেক্ট করুন। Ok তে ক্লিক করুন।


স্ক্রিনশটের জায়গায় ক্লিক করুন।

তারপর নিচ থেকে d()z মেথডে ক্লিক করে goto তে ক্লিক করুন


তারপর b:z তে ক্লিক করে goto তে ক্লিক করুন


তারপর উপরে compass আইকনে ক্লিক করুন।

তারপর স্ক্রিনশটের জায়গায় ক্লিক করুন

Find usages এ ক্লিক করুন।

Find all usages এ ক্লিক করুন

তারপর ২টা রেজাল্ট আসবে। প্রথমতিতে ক্লিক করুন

তারপর register 2 এর নিচে const/4 p1, 0x1 লিখে সেভ করে দেন


তারপর ব্যাক বাটনে ক্লিক করে ২নাম্বার তাতে ক্লিক করুন


তারপর get bolean এর নিচে const/4 v0, 0x1 লিখে সেভ করে দেন


তারপর ব্যাক বাটনে ক্লিক করুন। start new search লেখায় ক্লিক করুন

তারপর প্রথম বক্সে splashactivity লিখুন search type এ class name select করে ok তে ক্লিক করুন।

তারপর প্রথম splashactivity তে ক্লিক করুন

তারপর সবার নিচের দিকে তথা 515 নাম্বার লাইনে ক্লিক করুন। a লেখায় ক্লিক করে goto তে যান



তারপর move-result p0 কেটে দিয়ে const/4 p0, 0x1 লিখে সেভ করে দেন। ব্যাস কাজ শেষ।



তারপর ব্যাক বাটনে ক্লিক করুন। Save & exit এ ক্লিক করুন।

তারপর auto sign এ ক্লিক করুন। Ok এ ক্লিক দেন।

তারপর মোড করা অ্যাপটি ইনস্টল দেন।

অ্যাপটি তে ডুকে দেখেন আগে যে অ্যাপে অ্যাডস আসতো তা এখণ নেই। Setting বাটনে ক্লিক করে দেখুন premium ইউজার এর লগো আসতাছে। এখণ আপনি X recorder এর সকল প্রিমিয়াম ফিচার ব্যাবহার করতে পারবেন।

সতর্কবার্তা: এই পোস্ট গুলো শুধু educational purpose এর জন্য করা । আইনি কোনো কিছু হলে আমি অথবা trickbd কর্তৃপক্ষ দায়ী থাকবেনা

যারা অ্যাপটি সরাসরি ডাউনলোড করতে চান লিংক : click here

তো আজকের পোষ্টটি এখানেই শেষ। ভালো থাকবেন।

যেকোন প্রকার হেল্প লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জইন হন। Telegram Channel


7 thoughts on "X recorder premium tutorial-নিজেই মোড করুন x recorder অ্যাপটি"

  1. Rezaul013 Contributor says:
    Viber nia post dan
    1. Nahid ✅ Author Post Creator says:
      Oita hoy na Vai
  2. LIKHON Contributor says:
    একেক এপের মোডিং সিস্টেম একেক রকম। কিভাবে বুঝবো কোন এপ কিভাবে মোড হবে ?
    1. Nahid ✅ Author Post Creator says:
      ওইটা ভাইয়া প্র্যাক্টিস করুন। আস্তে আস্তে বুজতে পারবেন ??
  3. MD Sha Alam Contributor says:
    Chat got orginal app ta mod den

Leave a Reply