আসসালামুয়ালাইকুম,
এটা আমার প্রথম পোস্ট।
কিভাবে আপনি Symphony Z60 Plus এর Bootloader unlock করবেন কম্পিউটারের সাহায্যে সে পদ্ধতি দেখাবো।
প্রথমে ফোনের সেটিংস এ গিয়ে Build number এ কয়েকবার ক্লিক করে Developer options সেটিং টা ওপেন করবেন।
Allow Bootloader to be unlocked অপশন Enable করবেন।
USB Debugging Enable করবেন।
ফোনের কাজ আপাতত শেষ।
এখন পিসিতে যাবেন।
Platform tools ডাউনলোড করে Extract করবেন Desktop এ।
Platform tools এর ফোল্ডার ওপেন করে, ফোল্ডারের সার্চ বারে “cmd” লিখে Enter এ চাপ দিবেন।
Command terminal ওপেন হবে।
টার্মিনাল ওপেন হলে টাইপ করবেন
“adb devices”
Daemon চালু হয়ে আপনার ফোনে permission চাইবে, ফোন থেকে Allow করবেন।
Allow করার পর কম্পিউটারের টার্মিনালে আপনার ফোন show করবে।
Show করে Authorized দেখালে টাইপ করবেন, “adb reboot bootloader”
এতে আপনার ফোন bootloader/fastboot এ বুট হবে।
এরপর কম্পিউটারের টার্মিনালে টাইপ করবেন “fastboot devices”
এতে আপনার ফোন শো করবে।
ফোন শো করলে টাইপ করবেন, “fastboot oem unlock”
Command successful হলে
টাইপ করবেন “fastboot reboot fastboot”
Fasboot এ গিয়ে ফোন ফরম্যাট করে নিবেন। তারপর Reboot to system করবেন। ফোন চালু হতে কয়েক মিনিট লাগতে পারে।
চালু হলেই আপনার ফোনের সফল ভাবে bootloader unlock হয়ে গেছে।
আরেকটা কথা, bootloader unlock এর প্রসেসে আপনার ফোনের সকল ডাটা ফরম্যাট হয়ে যাবে। তাই আগেই ডাটা ব্যাকআপ করে নিবেন।
অন্যন্য ফোনের সাপোর্ট গ্রুপ থাকলেও Symphony এর কোনো সাপোর্ট গ্রুপ নেই। এজন্য সকলকে একত্র করতে Symphony Z60/Z60 plus এর টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ খুলা হয়েছে।
টেলিগ্রাম গ্রুপ লিংকঃ https://t.me/z60z60plus
6 thoughts on "যেভাবে Symphony Z60 Plus এর Bootloader Unlock করবেন"