আপনি রাস্তায় আছেন, হটাৎবৃষ্টি এলো। আবার এমনও হয় বাইরে বের হবেন, অমনি বৃষ্টি শুরু হলো। ফোনটাতো

আর বাড়িতে রেখে যাওয়া যাবে না। হাজারো কাজের ফোন আসে। কিন্তু শখের ফোনটা বৃষ্টিতে ভিজে
গেলেও তো মুশকিল! কী করা যায়? কী করে বৃষ্টির দিনে নিজের ফোনকে ভালো রাখবেন? বৃষ্টির দিনে বাইরে
বেরনোর সময় নিজের জন্য যেমন মনে করে ছাতা নেন, সেইরকম।ফোনের জন্য একটা জিপলক নিতে ভুলবেন না। যত দরকারই থাকুক, কখনও বৃষ্টির মধ্যে কথা বলতে
বলতে হাঁটবেন না। কোথাও দাঁড়িয়ে আগে কথা শেষ করে নিন। একটা ওয়াটারপ্রুফ কভারে ফোন ঢেকে নিয়ে বৃষ্টির মধ্যে কথা বলা উচিত। যদি হাঁটতে হাঁটতে বা
গাড়ি চালাতে চালাতে কথা বলা একান্ত প্রয়োজনীয় হয়,
তবে ব্লু-টুথ হ্যান্ডসেট ব্যবহার করুন। এখন ওয়াটারপ্রুফ স্মার্টফোনও বাজারে পাওয়া যায়। তাই এবার ফোন কেনার সময় দেখে নিন আপনার ফোনটি ওয়াটারপ্রুফ কি না।

অনলাইনে ইনকাম করতে চান তাহলে দ্রুতগতিতে এখানে আসুন। আপনিও পারবেন দৈনিক ২০০-৩০০ টাকা ইনকাম করতে। আপনার হাতের ফোনটি দ্বারাই সম্বভ।

9 thoughts on "পুরো বৃষ্টির মধ্যেও আপনার ফোনটি থাকবে সুরক্ষিত। দেখে নিতে পারেন কাজে লাগবে।"

  1. Princezzzzz Contributor says:
    sala mysmsbd thaka copy korsis dara ami report martasi
    1. Sharafat 24 Contributor says:
      অই বেটা Princezzzzz তো ঠিক কথাই কইছে। তুইতো mysmsbd থেকে কপি করছস। তোর প্রতিটা পোস্টে আমি রিপোর্ট মারুম।
    2. Princezzzzz Contributor says:
      tnx
    1. fahim Contributor says:
      ami tuner না তবুও হালারে রিপোর্ট মারমু।।।
      আমরা ভালো ভালো পোষ্ট করি রানা ভাইয়ের চোখে পরে না।।
      আর কপি পোষ এর মানুষকে টিউনার বানায়।।
      হায়রে রানা/নাসির ভাই অপেক্ষায় আছি।
  2. mshihab66 Subscriber says:
    sharafat vai er kotha gula te sei rokon binodon pai.
    1. Sharafat 24 Contributor says:
      Thank u
  3. rupok12 Contributor says:
    he he he he
    copy post
  4. shamin121 Contributor says:
    পাগল

Leave a Reply