আপনি রাস্তায় আছেন, হটাৎবৃষ্টি এলো। আবার এমনও হয় বাইরে বের হবেন, অমনি বৃষ্টি শুরু হলো। ফোনটাতো
গেলেও তো মুশকিল! কী করা যায়? কী করে বৃষ্টির দিনে নিজের ফোনকে ভালো রাখবেন? বৃষ্টির দিনে বাইরে
বেরনোর সময় নিজের জন্য যেমন মনে করে ছাতা নেন, সেইরকম।ফোনের জন্য একটা জিপলক নিতে ভুলবেন না। যত দরকারই থাকুক, কখনও বৃষ্টির মধ্যে কথা বলতে
বলতে হাঁটবেন না। কোথাও দাঁড়িয়ে আগে কথা শেষ করে নিন। একটা ওয়াটারপ্রুফ কভারে ফোন ঢেকে নিয়ে বৃষ্টির মধ্যে কথা বলা উচিত। যদি হাঁটতে হাঁটতে বা
তবে ব্লু-টুথ হ্যান্ডসেট ব্যবহার করুন। এখন ওয়াটারপ্রুফ স্মার্টফোনও বাজারে পাওয়া যায়। তাই এবার ফোন কেনার সময় দেখে নিন আপনার ফোনটি ওয়াটারপ্রুফ কি না।
আমরা ভালো ভালো পোষ্ট করি রানা ভাইয়ের চোখে পরে না।।
আর কপি পোষ এর মানুষকে টিউনার বানায়।।
হায়রে রানা/নাসির ভাই অপেক্ষায় আছি।
copy post