ট্রিকবিডির বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ।
আশা করি আপনারা সবাই ভালো আছেন । আমিও ভালো আছি সৃষ্টিকর্তার কৃপায় ।
আজ আমি শিখাব যেভাবে গুগল play store তে apps ইনস্টল না হলে তা সমাধান করবেন
বন্ধুরা , এই তথ্য প্রযুক্তির যুগে প্রায় সবার কাছেই একটা smart phone থাকে । আর smart phone এর apps গুলো গুগল play store থেকে ইনস্টল করতে হয় ।
কয়েকদিন আগেও আমার এই সমস্যাটি হয়েছিল । তখন আমি সমস্যাটির সমাধান খুজতে খুজতে এই ট্রিকটি জানলাম, তাই ট্রিকবিডির বন্ধুদের কাছেও শেয়ার করছি যেন আপনারাও এর সমাধান করতে পারেন ।
প্রথমে আপনার মেমরির জায়গা দেখে নিন যেন বেশি জায়গা থাকে ।
যদি আপনার অনেকগুলো apps ইনস্টল করা থাকে তাহলে নতুন apps ইনস্টল করতে সমস্যা হতে পারে । তাই কিছু apps আনইনস্টল করে দিন ।
ধাপ : 2আপনার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন এবং সংযোগ এর জন্য বার বার চেষ্টা করুন ।
ইন্টারনেট সংযোগ এর ক্ষেত্রে 3g হলে ভালো হয় 2g হলে apps ইনস্টল করতে সমস্যা হতে পারে ।
যদি তবুও সমস্যা হয় , তাহলে আপনার ইন্টারনেট ডাটা এবং Wi-Fi রেসেট করে দিন ।
1. সেটিংস এ যান wireless and network > airplane mode
3. তারপর 10 সেকেণ্ড অপেক্ষা করুন ।
4. তারপর airplane mode off করে দিন ।
এখন play store তে গিয়ে দেখুন এপস ইনস্চ হচ্ছে, যদি না হয় তাহলে পরের ধাপটি দেখুন
ধাপ : 3Screen short গুলো অনুসরণ করুন
প্রথমে apps এ যান
এরপর
এখন google play store এপসটিতে যান
তারপর
উপরের চিত্র অনুযায়ী কাজ করুন ।
Force লেখাটিতে ক্লিক করুন এবং তারপর নিচে
Clear লেখাটিতে ক্লিক করুন এবং ডাটা clear করে দিন ।
উপরের ধাপগুলো কাজ না করলে এই ধাপটি অনুসরণ করুন
আপনার google play store update দিন ।
এর জন্য
1. আপনার play store apps এ যান
2. তারপর menu> my apps এ ঢুকে google play store টি update দিন ।
তারপরেও যদি সমাধান না পান তাহলে ধাপ 5 পরীক্ষা করে দেখেন কাজ হবেই 100% ।
প্রথমে আপনার মোবাইল টি restart দিন এবং play store থেকে এপস ইনস্টল করার চেষ্টা করুন
আজ এখানেই শেষ করছি বন্ধুরা । আর কোন সমস্যার জন্য কমেন্ট করতে ভুলবেন না ।
অথবা ফেইবুকে আমি
stape 3 diya kaj hoice……
Factory data reset dici 3 bar taoo eki obosta.. Onno upao janle. bole. plz.