প্রিয় ভাই ও বন্ধুরা
TricKBD.coM সাইটে আপনাদের সাবাই কে
সাগ্বতম । আপনারা সবাই কেমন
আছেন,আশা করি ভাল আছেন এবং
আগামিতে যেন সব সময় ভালো থাকেন
TrickBD.Com এর পক্ষ থেকে এই কামনা
রইলো ।

এবার কাজের কথায় আসা হোক
Yahoo মেইল এর যে কত প্রয়জন তা
অনেকেই জানেন। Google মেইল ও
Yahoo মেইল ছাড়া অনেক সময়
বিভিন্ন ওয়েবে যেমন একাউন্ট খোলা
যায় না, তেমনি যোগাযোগের ক্ষেত্রেও
এটি অভূতপুর্ব ভূমিকা পালন করে
থাকে। তবে সমস্যার কথা হল, একটা
Yahoo মেইল খুলতে চায় একটা করে
মোবাইল নাম্বার Lage……

{বি:দ্র: অনেকেই ডেক্সটপ দিয়ে Yahoo
মেইল মোবাইল ভেরিফাই করা বাদেই
তৈরী করতে পারেন।তবে এন্ড্রয়ড নিয়ে এ
রকম কোন টিউন চোখে পড়ল না।টিউন করতে
তাই বসে গেলাম।}

টিউনটি পড়ার পরে আপনাকে কোন দিনই
Yahoo মেইল এর মোবাইল ভেরিফাই নিয়ে
চিন্তা করতে হবে না…

[fimg=28]

প্রয়জনীয় উপকরন:::::-

১.একটি এন্ড্রয়ড স্মার্টফোন….
২.Mozila firefox অথবা Flashfox ব্রাউজার।
আপনাদের স্টকে না থাকলে এখান থেকে
ডাউনলোড করে নিতে পারেন….
৩.ইন্টারনেট সংযোগ….

ধাপসমূহ:::::-

ব্রাউজারটি না থাকলে ডাউনলোড
দিন ও ইনস্টল দিয়ে ওপেন করুন
এবার স্মার্টফোনের মেনু বাটনে
টার্চ করুন ও Tools এ যান….

এবার Add – ons এ টার্চ করুন…..

Browse all firefox add – ons এ টার্চ করুন…..

সার্চ বক্স এ Desktop লিখে সার্চ দিন।

এবার Desktop mod add – on এর
ভিতর যান।

Add to firefox এ ক্লিক করুন….

এবার একটু ওয়েট করুন ২০০-৩০০ কেবির
কিছু ডাউনলোড নিবে, তারপর Install
লেখা দেখাবে।টার্চ করুন সেখানে….

এবার mail.yahoo.com এ গিয়ে Create
Account এ প্রবেশ করুন।

সকল তথ্য দিয়ে Create account এ
টার্চ করুন।

এইবার চিত্রের মতো একটি ভেরিফিকেশন
দেখতে পারবেন।ঠিকমত মিলিয়ে Submit
code এ….

স্বাগতম।আপনি সফল হয়েছেন।১৫ সেকেন্ড
এই পেজে ওয়েট করুন। আপনার মেইল এর
হোমপেজে পৌছে দিবে…

ব্যাস কাজ শেষ মামা।আশা রাখি আর
কোন সমস্যা হবে না।এই ভাবে যত
খুশি তত একাউন্ট খুলতে পারবেন….

পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয়ঃ-এখানে

[এটা আমার টিউন।আশা রাখি
আপনাদেরকে ভালো ভালো টিউন উপহার
দিতে পারব।আমাকে কিন্তু ভুলবেন না]

4 thoughts on "এবার এন্ড্রয়ড দিয়ে যত খুশি Yahoo mail একাউন্ট খুলুন।………Yahoo তুমি পালাবে কোথায় l……."

  1. Jisan_ctg Contributor says:
    uc mini diya ami always yahoo account koli
  2. Salman786 Author Post Creator says:
    Valo And Tnx

Leave a Reply