প্রথমে আমার সালাম নিবেন।

সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে।আশা করি সকলের ভালো লাগবে।

রুট করা নিয়ে অনেক বিতর্ক, কেউ ভয়ে রুট করতে চায় না আবার কেউ রুটকে একদমই ভয় পায় না।
জানার আগ্রহ থাকলে কি না করা যায়, মনুষ্য জাতি জানার জন্যই তো পৃথিবীতে এসেছে।
কিন্তু কিছু পীর সাহেব(কাল্পনিক), মানুষের মনে সেই পুরনো সময়ের মত এখনও ভুল ধারনা ধুকিয়ে দিয়ে মানুষকে ভয়ের বেড়াজালে আবদ্ধ করে রাখছে।
আপনারা লালসালু উপন্যাসটি পড়লেই বুঝবেন। ঠিক তেমনি এই ভার্চুয়াল ইন্টারনেট জগতেও কিছু পীরসাহেব আছে যারা মানুষকে রুট করার বিভিন্ন ভয় দেখিয়ে তাদের জানার আগ্রহ টা নষ্ট করে দিচ্ছে।
কেন বলতে গেলে অনেক সময় লাগবে তাই টিউনে চলে যাই।
কিভাবে রুট Access ডিজেবল করবেন??যারা পারবেন না তাদের জন্যে টিউন টা করলাম।

কাজের ধাপ

১)প্রথমে ফোনের Setting এ যান।
২)স্কিনের উপরে More এ ক্লিক করুন।

৩)এবার যে পর্দা আসবে ওখান থেকে Application Manager এ ক্লিক করুন।

৪)All Apps এ যান।যে Apps দিয়ে আপনার ফোন রুট করা ওটাতে ক্লিক করুন।যেমন:-আমার ফোন Kingroot দিয়ে রুট করা,তাই আমি kinguser এ যাচ্ছি।

৫)এবার ওই এপ্সের Manager ওপেন হলে ওখানে দেখুন Disable লিখা আছে।ওটাতে ক্লিক করুন।

৬)এবার Confirmation Dialogue Box আসবে,ওখান থেকে Ok সিলেক্ট করুন।

ব্যাস কাজ শেষ।এবার দেখুন Root ডিজেবল হয়ে গেছে।আবার Enable করতে ঠিক একই কাজ করুন।

3 thoughts on "যেভাবে কোন এপ্স ছাড়া রুট ডিজেবল করবেন।[স্কিনশট সহ]"

  1. Avatar photo Raju Author says:
    রুট করা মোবাইল আনরুট হয়ে যাবে..?
    1. Avatar photo Adnan Shuvo Contributor Post Creator says:
      সেটা বরাবর বলতে পারিনা,তবে Root Access অফ হয়ে যাবে।
    2. Avatar photo hemal Contributor says:
      na boss just access pabe na

Leave a Reply