প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই??

আশা করি সবাই ভালো আছেন।
.
আমরা প্রত্যুকেই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি।
কিন্তু অধিকাংশ ফোনে একটি সমস্যা হয়ে থাকে আর তা হল আমরা ফোন না চাপলেও অটোমেটিক চার্জ ক্ষয় হয়ে যায়!!
.
তো আজ এটাই শিখাব ফোন না চাপলে যেন অটোমেটিক চার্জ ক্ষয় না হয়।
এর জন্য ১মে মোবাইলের Setting এ গিয়ে Apps এ ক্লিক করে Running এ ক্লিক করে Close All Applications দিয়ে দিন।
তাহলে আর চার্জ অটোমেটিক চলে যাবে না।।
.
না বুঝলে ভিডিওটি দেখুন ৪-৫ মেগাবাইট যাবে।
→এখানে ক্লিক করে ভিডিও দেখুন
.
কোন সমস্যা হলে ফেসবুকে আমাকে ম্যাসেজ দিন।
ফেসবুকে আমি

4 thoughts on "ফোন না ব্যবহার করলেও অটোমেটিক চার্জ চলে যাচ্ছে?? তাহলে ভিডিও দেখুন আর সমাধান নিন।"

  1. AH.Rana Contributor says:
    post a bolle ki hoto
    1. Sajel Contributor says:
      ঠিক বলেছেন
    2. AH.Rana Contributor says:
      hmm :/
  2. MOHAMMAD SOJIB Contributor says:
    SYMPHONY V110 এ RUNNING OPTION কোথায়

Leave a Reply