আমি জেম। অনেক দিন ধরে ট্রিকবিডির সাথে আছি। কিন্তু আমার কোন ট্রিকবিডি একাউন্ট ছিল না। গতকাল ফেসবুকে কমেন্ট করার মাধ্যমে রানা ভাই আমায় এই একাউন্ট টা দিছে। তাই এটা আমার প্রথম পোষ্ট। কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি আজ Talkback seevice টি নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি এইটার সাথে আজও পরিচিত নই। টিপাটাপি করতে করতে Talkback চালু হলে অন্যের পায়ে তেল মাখাতে হয় অথবা টাকা দিয়া ফ্লাশ দেই।
আর হ্যা এই সার্ভিসটা চালু রাখলে সহজে কেউ আপনার ফোন টিপতে পারবে না।
আমি যতদুর পারি আপনাদের বোঝানোর চেষ্টা করব।
নিচের স্ক্রিনশট গুলা দেখুন
প্রথমে সেটিংস এ যাবেন
তারপর Accessibility তে যান
তারপর Talkback এ যান
তার পর Ok চাপুন।
আর কিছুই করা লাগবে না আপনার। হোম এ চলে আসুন
কি চমকে গেলেন নাকি! ভয় নেই আমি আছি তো।
এখন দেখুন তো আপনি কি আগের মতো করে আপনার ফোন টিপতে পারছেন কিনা?
পারছেন না। কিছুই করতে পারছেন না। কোথাও যেতে পারছেন না।
তাহলে কি করবেন?
দেখুন.. যে কাজ টি করতে চান,উদাহরণ দেই ধরেন আপনি মেনুতে যাবেন,
তাহলে প্রথমে মেনুতে একটা চাপ দিন তার পর আবার ডাবল চাপ দিন একসাথে। এই রকম
এবার তো এইটা পারলেন। এখন উপর/নিচে অথবা কোন সাইডে যাবেন নামবেন কিভাবে?
নো প্রব্লেম আমি তো আছি।
আগে এক অঙ্গুল ব্যবহার করতেন এখন দুটোই করেন। মানে আগে এক অঙ্গুল দিয়ে ঠ্যালা মারলেই কাজ হইত এখন দুই আঙ্গুল দিয়া মারতে হবে এরকম
আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবেই TalkBack চালু এবং বন্ধ করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ।
বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করেন এবং আমাকে ফেসবুকে নক করতে পারেন
http://fb.me/0juwel
rana vi ar fb link ta daw please ami o rana vi k request korbo amaka jano author banai.