ই-মেইল আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলেছে । ইচ্ছে করলেই যেকোন ফাইল পাঠিয়ে দিতে পারি দূর থেকে দূরান্তরে কোন প্রকার খরচ ছাড়াই । শুধু প্রয়োজন ইন্টারনেট যুক্ত কম্পিউটার কিংবা মোবাইল কানেকশন এর । জিমেইল বিশ্বব্যাপী ৮৭ মিলিয়ন ব্যবহারকারীদের সাথে তৃতীয় বৃহত্তম ফ্রি ই-মেইল সার্ভিস দিয়ে যাচ্ছে ।

 

কিন্তু তবুও মাঝে মাঝে ইচ্ছে কিংবা জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন পড়ে । কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করাটা কিছুটা কষ্টসাধ্যও বটে, যদি আপনি না জেনে থাকেন । তাই আজকে আলোচনা করবো কিভাবে মোবাইল থেকেই খুব সহজে আপনি আপনার জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন । তো চলুন শুরু করা যাক…

 

♦ ফোনের হোম থেকে Google Setting কিংবা সেটিং থেকে Google Setting এ প্রবেশ করুন ।

♦ উপরুক্ত থেকে Sign-in & Security অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন ।

♦ পাসওয়ার্ড এ ক্লিক করুন ।

♦ আপনার বর্তমান জিমেইলের পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুন ।

♦ এবার আপনার কাঙ্ক্ষিত অর্থাৎ যে নতুন পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, তা এই New Password এ দিন । এবং নিচের Confirm Password এ আবার একই পাসওয়ার্ড দিয়ে Change Password এ ক্লিক করুন ।

 

ব্যাস, কাজ শেষ । আপনার জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেলো । এখন এই পরিবর্তনকৃত পাসওয়ার্ড দিয়েই জিমেইলে ঢুকতে পারবেন । যদি আবার কখনো চান পাসওয়ার্ড পরিবর্তন করতে, তবে এই পদ্ধতিতে করতে পারবেন ।

 

ধন্যবাদান্তে নিপু…

One thought on "জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করুন ফোন থেকে খুব সহজে"

  1. Nipu Contributor Post Creator says:
    tnx all

Leave a Reply