বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন??নিশ্চয় ভাল। আমিও আলাহুর রহমতে ভাল আছি।
অনেক দিন পর একটা পোস্ট করছি।
কিভাবে মোবাইল এর ব্যাটারি এর কার্যক্ষমতা বাড়ানো যায়। আমরা অনেকেই নতুন মোবাইল কিনি এবং কেনার সময় প্রথম ব্যাটারির যে পারফর্মেন্স থাকে, কিছুদিন পর আর তা থাকে না।
এটা হয় আমাদের কিছু ভুলের জন্যই।
চলুন আজকে ব্যাটারির কার্যক্ষমতা ঠিক রাখার কিছু Tips দেই।
১। চার্জ কখনো পুরোপুরি ভাবে শেষ করবেন না। অর্থাৎ সবসময় চেষ্টা করবেন যাতে ফোন ব্যাটারি এম্পটি হয়ে বন্ধ যেন না হয়।
২। ৫-১৫ % চার্জ থাকা কালীন চার্জ দেবেন।
অর্থাৎ অযথা ২০,৫০,৬০…….৮০% এ চার্জে দেবেন না।
৩। চার্জ ১০০% হওয়ার পর কিছুক্ষণ পর ফোন Use করুন। চার্জ ১০০% হলেই সাথে সাথে খুলে কিছুক্ষণ পর মোবাইল চালাবেন।
৪। সারারাত মোবাইল চার্জে রাখবেন না। সারারাত চার্জ অর্থাৎ অভারচার্জিং ব্যাটারি,মাদারবোর্ড এবং চার্জার সব কিছুর জন্যই ক্ষতিকর। সম্ভব হলে প্রতিদিন চার্জ ১০-১৫% করে রেখে ভোরে উঠে মোবাইল চার্জে লাগাবেন এবং ৮-৯ টা বাজতেই চার্জ ফুল হবে এবং খুলে রাখবেন, তাতে অভারচার্জিং হবে না।
৫। ফোন চার্জে লাগিয়ে ফোনে কখনোই কোনো কাজ করবেন না। সম্ভব হলে এয়ারপ্লেন মোড চালু রাখতে পারেন।
,
উপরের পদ্ধতি গুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে প্রমাণিত।
আশা করি আপনাদের অনেক উপকারে আসবে।
ধন্যবাদ কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য।
সমস্যা হলে, কমেন্ট বক্স তো আপনার জন্যই।
সব সময় মোবাইলের ব্যাটারী ভাল রাখতে করনীয়—
1. 20% এ আসলে চার্জিং এবং 90% চার্জ হলে খুলে ফেলা,,আমার মোবাইলের বয়স প্রায় দুইবছর Symphony i10 ,,,এখন সেই চার্জ থাকে,,মোবাইলে চার্জে দেওয়া কালীন মোবাইল না চালানো আরও বেটার(বাট আমি চালায়)??