বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন??নিশ্চয় ভাল। আমিও আলাহুর রহমতে ভাল আছি।

অনেক দিন পর একটা পোস্ট করছি।
কিভাবে মোবাইল এর ব্যাটারি এর কার্যক্ষমতা বাড়ানো যায়। আমরা অনেকেই নতুন মোবাইল কিনি এবং কেনার সময় প্রথম ব্যাটারির যে পারফর্মেন্স থাকে, কিছুদিন পর আর তা থাকে না।

এটা হয় আমাদের কিছু ভুলের জন্যই।

চলুন আজকে ব্যাটারির কার্যক্ষমতা ঠিক রাখার কিছু Tips দেই।

১। চার্জ কখনো পুরোপুরি ভাবে শেষ করবেন না। অর্থাৎ সবসময় চেষ্টা করবেন যাতে ফোন ব্যাটারি এম্পটি হয়ে বন্ধ যেন না হয়।

২। ৫-১৫ % চার্জ থাকা কালীন চার্জ দেবেন।
অর্থাৎ অযথা ২০,৫০,৬০…….৮০% এ চার্জে দেবেন না।

৩। চার্জ ১০০% হওয়ার পর কিছুক্ষণ পর ফোন Use করুন। চার্জ ১০০% হলেই সাথে সাথে খুলে কিছুক্ষণ পর মোবাইল চালাবেন।

৪। সারারাত মোবাইল চার্জে রাখবেন না। সারারাত চার্জ অর্থাৎ অভারচার্জিং ব্যাটারি,মাদারবোর্ড এবং চার্জার সব কিছুর জন্যই ক্ষতিকর। সম্ভব হলে প্রতিদিন চার্জ ১০-১৫% করে রেখে ভোরে উঠে মোবাইল চার্জে লাগাবেন এবং ৮-৯ টা বাজতেই চার্জ ফুল হবে এবং খুলে রাখবেন, তাতে অভারচার্জিং হবে না।

৫। ফোন চার্জে লাগিয়ে ফোনে কখনোই কোনো কাজ করবেন না। সম্ভব হলে এয়ারপ্লেন মোড চালু রাখতে পারেন।

,
উপরের পদ্ধতি গুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে প্রমাণিত।
আশা করি আপনাদের অনেক উপকারে আসবে।
ধন্যবাদ কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য।

সমস্যা হলে, কমেন্ট বক্স তো আপনার জন্যই।

Just Comment Your Question / Problem.

16 thoughts on "স্মার্টফোনের ব্যাটারির পারফর্মেন্স বজায় রাখতে যা করনীয়।"

  1. ami.shahriar.ononto Contributor says:
    Baje post..keo bole ektana 40% er upor charge korbenna a te battery life kome jai..R apni bolchen tana full charge korte..
    1. AhsanBD Subscriber Post Creator says:
      ji vaiya…. apni chaile phone instructions e dekhte paren. ei niyom gulo asholei kaj kore
    2. ami.shahriar.ononto Contributor says:
      vai thik ache bujhlam..age egilai likha thakto..but recent scientist ra eta ber koreche gobesonar madhdhome.
    3. AhsanBD Subscriber Post Creator says:
      ও….
  2. Neymar Jr Contributor says:
    এগুলো অনেক পুরানো।
    1. AhsanBD Subscriber Post Creator says:
      দুঃখিত ভাইয়া। অনেকে আমাকে এটা সম্পর্কে বলতে বলেছিল। তাই লিখলাম। প্রব্লেম হলে সাপোর্ট টিম পোস্ট টি ডিলিট করবেন
  3. MahfujS247 Contributor says:
    ভাই জিপিতে ফেবু প্যাক দিয়ে ফ্রি নেট এখন কি চলানো যায়?জানলে বলবেন প্লিয।
    1. Md Sohel Rana Contributor says:
      Hmm jai
    2. MahfujS247 Contributor says:
      ভাই দয়া করে সেটিং টা দিতে পারবেন প্লিয।আমার একটু বেশি দরকার।
  4. Skp2 Contributor says:
    ????

    সব সময় মোবাইলের ব্যাটারী ভাল রাখতে করনীয়—
    1. 20% এ আসলে চার্জিং এবং 90% চার্জ হলে খুলে ফেলা,,আমার মোবাইলের বয়স প্রায় দুইবছর Symphony i10 ,,,এখন সেই চার্জ থাকে,,মোবাইলে চার্জে দেওয়া কালীন মোবাইল না চালানো আরও বেটার(বাট আমি চালায়)??

  5. SH-IMRAN Contributor says:
    old trick….but tnx
    1. AhsanBD Subscriber Post Creator says:
      welcome
  6. Nisan Contributor says:
    আমার ফোন ফুল চার্জ দিয়ে ভাল করে ২ঘন্টা ব্যবহার করতে পারি না। নতুন ব্যাটারি লাগিয়েও একই সমস্যা। plz কেও সাহায্য করুন
  7. Sabbir Bin Abbas Contributor says:
    amar phone a battery usages data show korena, barrery usage data isn’t available dekhay, ata ki solve kora jabe?
  8. mdehsanurrahman Contributor says:
    সবাই সিম কোম্পানির ইন্টারনেট প্যাকেজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুখে দাঁড়ায়ছে।আর ট্রিকবিডি এখনও বসে আছে?এ নিয়ে একটা ভালো পোস্ট করা হোক।যাতে কোম্পানি গুলোকে বাঁশ দেয়া যায়।
  9. Ferdos Khan Contributor says:
    Amar Phone Er Parcent Thik Thake Na Ami Phone Charge A Di 5 Percent Theke 36 Percent Ase Kintu Charge Theke Khule Dekhai 2 Percent

Leave a Reply