সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আপনাদের মাঝে এক অসাধারণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। Title টা দেখে অনেকেই বুঝে গেছে পোস্টের বিষয়টা কি।আজকের পোস্টের বিষয় Graphics Editing । Author হওয়ার পর দ্বিতীয় পোস্ট আমার। ধন্যবাদ Admin গন দের আমাকে Author করার জন্য । যদিও Author তাও ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা।সুতরাং এত সব কথা না বলে পোস্ট শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরন :
• Android App PixalLab[Download link নিচে পাবেন] ।
• একটি Extra Font [Shopping Script : Google এ পেয়ে যাবেন + নিচে Link আছে]।
• সামান্য ধৈর্য এবং মনোযোগ।
? Android App : PixalLab [Download From Here]
? Extra Font : Shopping Script
[অনেকেই হয়ত এই প্রক্রিয়াটা জানে, তাদের জন্য নয় এটি]
How to do :
– বোঝার সুবিধার্থে ছোট থেকে ছোট সব Step Screenshot এ দেখানো হলো। সুতরাং নিচের Screenshot গুলো Follow করি।
ScreenShots :
Just This Simple Steps…
Results :
এটা তো শেষ But, Picture abhi baki hain?…
➕ Extra Help :
গত পোস্টে একজন এর Comment ছিল, আমি কোন সফ্টওয়্যার দিয়ে Edit করি এবং একটি Font এর ব্যপারে।
তার Answer :
• আমার Editing Software হলো PixalLab ।
আশা করি যার Question ছিল সে তার Answer পেয়ে গেছে।
আশা করি বোঝতে কোনো সমস্যা হয় নি। আমিও আপনাদের আমার MaxLimit পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি।
সব শেষে আসা করি আপনাদের সবার ভাল লেগেছে। এই পোস্ট করতে আমার অনেক কষ্ট + Time Waste হয়েছে। just যাতে আপনারা Enjoy করেন। তাই এত কিছু করা। আমি জানি আমার কোনো না কোনো ভুল হয়েছে। যদি ভুল গুলো আপনার চোখে পড়ে So Sorry এবং হ্যা Comment করে অবশ্যই জানাবেন।আপনাদের কারও কোনো Requested Post থাকলে Comment করে জানাতে পারেন। আমি Next এ আরও অনেক কিছু নিয়ে হাজির হব। যা সত্যিই আপনাদের কাজে আসবে। আপাদত আমি বিদায় জানাচ্ছি। ধন্যবাদ
?Facebook এ আমি !! কোনো Personal সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন।
Etar মানে বুঝলাম নাহ।
আপনার ভালো ভালো ফন্ট গুলো যিপ করে ড্রাইভে আপলোড করে লিংক টা আমার ফেসবুকে ইনবক্স করতে পারবেন ভাঈ, প্লিয।
এমন অন্য কিছু লাগলে Comment করে জানাবেন ।।