বিসমিল্লাহির রাহমানির রাহিম
যায় হোক আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি ছোট্ট একটি টিপস। এই টিপস এর মাধ্যমে আপনার ফোনের চার্জ থাকবে আগের চেয়ে বেশী। এবং আপনার ফোন হবে আগের চেয়ে 3x ফাস্ট। তাও কোনো রকম apps ছাড়াই। শুধুমাত্র stok battary saver দিয়ে।
সাধারণত ফোনে low bettary না দিলে এই option টি আসে না। তাই আমি দেখাবো কিভাবে low bettary দেওয়ার আগেই ফোনের stok bettary saver চালু করবেন।
নিচের স্ক্রিনশট গুলো দেখুন।
এখন দেখুন আপনার ফোন আগের চেয়ে অনেক বেশি ফাস্ট । এবং চার্জ ও থাকছে আগের চেয়ে ভালো।
আপনি চাইলে এই settings এর shorcut করে নিতে পারে। অথবা যাদের ফোনে নাই Settings তা নাই তারা এখান থেকে আমার আগের পোস্ট দেখুন। Click Here
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।
thanks.
all time saver on rakhi charge theke khullei
এই বিষয়টা সবাই জানে!!!
এই সিস্টেম সবাই জানে।কারন ফোনের ব্যাটারি লো হয়ে গেলে মানে ৫% এ নেমে আসলে তখন অন করতে হয় নাহ।নিজে থেকেই এটি হাজির হয়।
এটি ব্যবহার করার থেকে না ব্যবহার করাই বেটার।মানে ঠেলায় না পরা পর্যন্ত।কারন এটি ডিস্পেলের উপর প্রেসার ফেলে।আমার প্রিমো NH3 সেম ভাবে মারা খাইছিল।
সো ভাইয়েরা সামান্য চার্জ বাচাইতে যেয়ে ফোনের ভাতি মাইরেন নাহ।
আপনার যা ইচ্ছা করতে পারেন।আমি মারা খাইছিলাম।তাই শেয়ার করলাম।
পোস্টে বলা উচিত ছিল।
আগের পোস্ট shortcut maker দিয়া try করেন । হতে পারে