আসসালামুয়ালাইকুম। আজকে আপনাদের জানাবো, কিভাবে কোনোরকম রুট বা মড ছাড়াই টেলিগ্রাম অ্যাপে কাস্টম থীম ব্যবহার করা যায়। ব্যাপারটা খুবই সহজ। চলুন ধাপগুলো দেখে নিই।
১। প্রথমে নিচে দেওয়া থীমগুলোর লিস্ট থেকে আপনার পছন্দের থীমটি নামিয়ে নিন। এটি একটি .atttheme ফাইলে থাকবে।
২। এবার টেলিগ্রামের যেকোনো একটি চ্যাটে যান। অ্যাটাচ বাটনে ক্লিক করুন।
৩। ফাইল এ ক্লিক করুন।
৪। আপনার পছন্দের থীমটিতে ক্লিক করে সেন্ড করুন। এগুলোর সাইজ খুবই কম। ১৫০-২০০ কিলোবাইট মাত্র।
৫। এবার পাঠানো থীমের উপর ক্লিক করুন। এরকম প্রিভিউ দেখাবে।
৬। ভালো লাগলে অ্যাপ্লাই তে ক্লিক করুন। ব্যাস সেট হয়ে যাবে আপনার থীম।
কিভাবে সব আগের মতো করবেনঃ
আপনি যদি ডিফল্ট থিম ব্যবহার করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১। মেনু থেকে সেটিংসে যান।
২। থীম এ ক্লিক করুন।
হয়ে যাবে।
এবার নিয়ে নিন কিছু থীম—
1) ARC Dark Telegram Android Theme
2) Carbon Devil Telegram Android Theme
3) Concrete Telegram Android Theme
4) Cookie Cat Telegram Android Theme
5) Cyan Core Telegram Android Theme
6) Dark Rose Telegram Android Theme
7) Faded Telegram Android Theme
8) Glass Brasil Telegram Android Theme
9) Green Light Telegram Android Theme
10) Green Moonlight Telegram Android Theme
11) iMessage Telegram Android Theme
12) Kindred Telegram Android Theme
13) Kung Fury Telegram Android Theme
14) Lanaray Telegram Android Theme
15) Little Fish Telegram Android Theme
16) Purple Telegram Android Theme
17) Radium Telegram Android Theme
18) Toxic Green Telegram Android Theme
19) Whatsatm Telegram Android Theme
20) Yoali Telegram Android Theme
21) WhatsTM Telegram Android Theme
আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
4 thoughts on "টেলিগ্রাম অ্যাপে থীম ব্যবহার করুন কোন রুট বা মড ছাড়াই (২১ টি থীমসহ)"