welcome to TRICKBD
কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আমি মাসুদ।আপনারা অবগত আছেন যে আমরা অনেকেই এবার hsc xam দিতেছি তাই ট্রিকবিডিতে তেমন আসতে পারি না। আজ একটু সময় নিয়ে ছোট একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি।
আমি দুটি স্যামসাং মোবাইলে এই অপশন টি পেয়েছি।অন্য ফোনে হবে কিনা জানি না,।ট্রাই করে দেখতে পারেন।আশা করি কাজ করবে
।
আজ শিখাব কিভাবে আপনার মোবাইল দিয়ে কোন অ্যাপ ব্যবহার না করে আপনার হেড ফোনের সাউন্ড এক প্রান্ত কমিয়ে এবং অন্য প্রান্ত বাড়িয়ে বাজাবেন।
এই পোস্ট এ আমরা দুটি বিষয় জানতে পারব,
১,বন্ধু দেরকে বোকা বানাতে পারব, বলতে পারব তর হেড ফোন নষ্ট
২,একটা নতুন সেটিং সম্পর্কে জানতে পারব,
→এখন কাজে যাই,
তারপর সেটিং এ যান
তারপর accessibility তে যান
তারপর sound Blance এ যান
এখানে দুই প্রান্তের সাউন্ড একসমান আছে↓
এদিকে টান দিলে ডান সাইটের হেড ফোনের প্রান্তের সাউন্ড বেড়ে যাবে↓
এদিকে টান দিলে বাম সাইটের হেড ফোনের প্রান্তের সাউন্ড বেড়ে যাবে↓
এখন ইচ্ছামত কমিয়ে বাড়িয়ে নেন এবং সেট এ ক্লিক করে বেরিয়ে আসুন
?
→?কিছু কথা?←
facebook link Trick share Bd
পাশে থাকুন পাশে থাকব…
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
সবাইকে পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন।অনেক কষ্টেসৃষ্ট পোস্ট টি তাই আপাতত একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন
But thanks for share
কোন ওএব?
বিষয়টা আপনার বলা উচিত ছিল।