প্রিয় ট্রিকবিডি দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করতে যাচ্ছি।
আজকে আমরা দেখব কিভাবে বেশ কিছু গেম ইন্সটল না করেই অনলাইনে খেলতে পারব।
এ ব্যাপারে যারা জানেন তারা পোস্টটি থেকে শত গজ দূরে যান। পোস্টটি শুধুমাত্র নতুনদের এবং যারা জানেন না তাদের জন্য করা হয়েছে।
গেম এর লিস্ট গুলোর মধ্যে রয়েছে: Clash Royale, Hill Climb Race, Hill Climb Race 2, My Talking Hunk, Happy Water সহ আরো অনেক গেমস।
আগেই বলে রাখি এই ধরনের অনলাইনে ইনস্টল না করে গেম খেলা কে Instant Play বলা হয়।
তো কিভাবে এটি করবেন?
কি করতে আপনার বিশেষ কিছুর প্রয়োজন হবে না। ফোনে কিছুই মেগাবাইট রাখুন এবং নিজের মত করে প্লে স্টোর থেকে গুগল প্লে গেম আপডেট করুন।
এরপর ওপেন করুন। যদি গেমস বলিস তে নিচের স্ক্রীনশটএর মত স্টারমার্ক এবং বোল্ট বা ⚡ চিহ্ন থাকলে তাহলে বুঝবেন গেমটি অনলাইনে ইন্সটল না করেই খেলা যাবে।
ব্যাস দেখুন আপনার গেম ওপেন হয়ে গেছে, ফলে আপনার ইনস্টল করার কোন প্রয়োজন হল না।
এর বিশেষ সুবিধা হল: আপনি এই সার্ভিসটি কে গেমের ট্রাই হিসেবে ব্যবহার করতে পারেন।
আজ এ পর্যন্তই। আগামী পোষ্টে আবার দেখা হবে।।
ধন্যবাদ।।।
Thnx for sharing✌
Tai apni valo browser diye try korlei dekhte paben & data saver off korun.
তার পরেও ধন্যবাদ