সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে kpn tunnel confiq বানাবেন এবং সেটা অন্য জনকে শেয়ার করবেন।
একটা confiq এর মেয়াদ থাকবে ৫ দিন। লিমিট থাকবে ২০০ জন। একটা কনফিগ ২০০ জন ব্যবহার করলে অন্য কারোর ঐ কনফিগ টা কানেক্ট হবে না। তাই আপনারা সবাই নিজের ইচ্ছা মত একটা করে কনফিগ বানিয়ে ব্যবহার করেন। তাহলে কানেক্ট করতে কোন সমস্যা হবে না।
N——————————————————————————-S
**** কিভাবে kpn confiq বানাবেন। ****
প্রথমে নিচের লিংকে ক্লিক করুন।
বন্ধুরা প্রথমে উপরের লিঙ্কে ক্লিক করুন। তারপরে দেখবেন এমন একটি পেজ আসবে। সেখানে অনেক দেশ থাকবে। তার মধ্যে থেকে যে কোন একটি দেশে স্ক্রিনশটে দেখানো অনুযায়ী ক্লিক করুন। আমি সিঙ্গাপুর কান্ট্রি ক্লিক করলাম। অনেক সময় সিঙ্গাপুর কান্ট্রিতে একাউন্ট খোলা যায় না তাই অন্য কান্ট্রিতে একাউন্ট খুলে নিবেন।
তারপরে স্ক্রীনশট এর মতো অনেক সার্ভার আসবে যে কোন একটিতে ক্লিক করুন।
প্রথম কোডে যেকোনো একটির নাম লিখুন দ্বিতীয় কোডে যেকোনো একটি পাসওয়ার্ড লিখুন তৃতীয় কোডে ওপরের যে ভেরিফিকেশন কোড থাকবে সেটি লিখুন তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করুন।
তারপরে দেখবেন এরকম একটি পেজ আসবে।
তারপর ব্রাউজার টি মিনিমাইজ করে কেটিএম টুনাল ওপেন করে স্ক্রীনশট এর দেখানো বাটনে ক্লিক করুন।
স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করুন।
তারপর ব্রাউজার টি মিনিমাইজ থেকে তুলে সার্ভার কোডটি কপি করে নিন।
তারপর মিনিমাইজ থেকে kpn tunnel টি ওপেন করুন। কোডটি পেস্ট করে ওকে বাটনে ক্লিক করুন।
তারপর ইউজারনেম অপশনে ক্লিক করুন।
তারপর মিনিমাইজ থেকে ব্রাউজারটি তুলে ইউজারনেম টি কপি করে নিন।
তারপর মিনিমাইজ থেকে kpn tunnel অ্যাপস টি তুলে কপি করা কোডটি পেস্ট করে ওকে বাটনে ক্লিক করুন।
তারপর পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন।
একাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিল ওই পাসওয়ার্ড টা দিয়ে নিচে ওকে বাটনে ক্লিক করুন।
তারপর একটু নিচে স্ক্রিনশট অপশন টিক টিক চিহ্ন দিয়ে দিন।
তারপরে স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করুন।
www.google.com লিখে নিচে ওকে বাটনে ক্লিক করুন।
তারপর একটু নিচে স্ক্রিনশটে দেখানো স্থানে ক্লিক করুন।
ভিপিএন সার্ভিস অপশনে ক্লিক করুন।
স্ক্রিনশটে দেখানো দুইটি অপশনে টিক চিহ্ন দিন।
তারপরে ব্যাগে এসে স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করুন।
স্ক্রিনশটে দেখানো অনুযায়ী ভালোভাবে সেটিংটি সেট করুন কোথাও ভুল হলে কিন্তু কানেক্ট হবে না। www.facebook.com এর ওখানে www.instagram.com দিলে ও হবে।
তারপরে নিচে SSH অপশনে টিক চিহ্ন দিন।
তারপরে স্ক্রিনশটে দেখানো ওখানে 8080 দিন।
তারপর স্টার্ট বাটনে ক্লিক করুন।
দেখবেন সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে গেছে এবং ওপরে চাবি চিহ্ন উঠেছে।
তারপর এই কনফিগটা বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য স্ক্রিনশটে দেখানো বাটনে ক্লিক করুন।
config অপশনে ক্লিক করুন।
Export অপশনে ক্লিক করুন।
তারপর প্রথম লাইনে যে কোন একটি নাম লিখে নিচে সবকয়টা টিক চিহ্ন দিয়ে নিচে এক্সপোর্ট বাটনে ক্লিক করুন।
সঙ্গে সঙ্গেই এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনার ফোন মেমোরি কার্ডের ঢুকে kpn tunnel নামে ফোল্ডারে ঢুকুন।
দেখবেন kpn tunnel confiq টা সেভ হয়ে গেছে।
N———————————————————————–S
বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন
[ GP ] সিমে সকল সাইট ব্রাউজ করুন একদম ফ্রি। ১ টা নয় ৬ টা Proxy সার্ভার দিয়ে।
ফেসবুক মেসেঞ্জারের Football/Basketball গেম হ্যাক করে ইচ্ছামত স্কোর করুন
MX Player Background Change + Snow Animation
Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।
কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।
N——————————————————————————-S
বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।
যোগাযোগঃ
Facebook– https://facebook.com/nsasns
Imo———– https://call.imo.im/nsasns
Email——– [email protected]
web tunnel a dokle dekhay this app not available of your country atar somadan ta akto plz
amr airtel sim data on hocchena..
castomar cair a call dilam
tobou hocche na..
karo jana thakle bolun
ki korte hobe plz
Akhon Ki Korte Parii
config banaylam
tobou hoina
ekta config den plz
configar diye tho colchilo ajke meyad ses….ei vabe onk bar try korlam sob thik tau etai likha uthe.
ekta conf er ling den
Screen masrer pro ar link ta diben plzz..
http://www.instagram.com দিতে হবে।
পুরাই বিস্তারিত পোষ্ট, ধন্যবাদ।
আজকে আর চলছে না কেন যানি