প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি।
আপনারা সবাই জানেন যে Android প্রত্যেক বছরে একটি করে নতুন ভার্সন রিলেসড করে।বরাবরের মত Android Pie(9.0) এর পরে Android Q(10.0) ভার্সন রিলেসড হতে চলেছে আগামী আগস্ট এর শেষের দিকে।Android 10.0 এর এখনো কোন নামকরন করা হয় নাই,তবে Android Users দের ভোট এর রেজাল্ট অনুযায়ী নামকরন করা হবে।
এই নতুন ভার্সনটির আপগ্রেড সবার আগে আসবে পিক্সেল আর ওয়ানপ্লাস ডিবাইসগুলোতে।তারপর বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড এর মোবাইল গুলোতে ও আপগ্রেড আসতে পারে।আমি ২০১৬+ থেকে পোস্ট করতেছি,তখন নোগাট (7.0) ভার্সন রিলেসড হয়েছিল,নোগাট সহ তার পরবর্তী যতগুলো ভার্সন বের হয়েছে সব গুলোকেই নিয়ে মোটামুটি টপিক লিখেছি ট্রিকবিডিতে।
আজকে আমি দেখাবো যে অফিশিয়াল পিক্সেল লাঞ্চার কে মোডিফাই করে ডেভেলপাররা Android Q এর রুপ দেয়া লাঞ্চার টি কিভাবে ব্যবহার করবেন।
প্রথমে নিচ থেকে ২ টা ফাইল ডাউনলোড করে নিন,
Android Q(10.0)Launcher.zip(Drive)
Android Q (10.0)Wallpaper.zip(Drive)
ডাউনলোড শেষ হলে ইন্সটল দিন,
ইন্সটল হয়ে গেলে হোম বাটন এ ক্লিক করে হোম এ যান
তারপর পিক্সেল লাঞ্চার সিলেক্ট করে,Always দিয়ে দিন,
লাঞ্চার এর সিটিংস এ গিয়ে এরকম সিটিংস করে নিন,
দেখুন!
ওয়ালপেপার টাও নিজের মত করে সেট করে নিন।
এখন পর্যন্ত Android Q এর আপগ্রেড এতটুকু ই,পরবর্তী তে কোন আপডেট আসলে আমি অবশ্যই সেটা নিয়েও লিখব।
আজ এই পর্যন্ত ই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
Find Me On Facebook
ধন্যবাদ,
https://ghaner-alo.blogspot.com/2019/02/-iphone-vs-android-which-is-better.html?m=1
Apnar post ta ki nia taile bro.. Jodi pro apk share korten taile o na hoy hoitw ??
Ar, best launcher hoilw cm, pp and nova….
Ogula w nia kisu bolen
Nahole report debo.