#Pc তে যারা Chrome ব্যবহার করেন তারা অবশ্যই এই Extension এর ব্যাপারে জানেন। সহজ কথায় বলতে গেলে
এক্সটেনশন হল এমন এক সুবিধা যা কোনো ব্রাউজারে নতুন
ফিচার অ্যাড করে। অর্থাৎ ধরেন আপনার ব্রাউজারে ডার্ক
মোড সাপোর্ট করে না, কিন্তু যদি আপনি এক্সটেনশন ব্যবহার করেন তবে তা সাপোর্ট করবে।যদি আরো জানতে চান তবে নিচে লিংক থেকে পোস্ট টি পড়ে নিবেন। সেখানে প্রায় বিস্তারিত বলা আছে।

Google Chrome অ্যাপ ব্যবহার করে Android ফোনে গুগল এক্সটেনশন ব্যবহার করা যায় না। কিন্তু তারপরেও আমি এই ক্রোম ব্রাউজার ব্যবহার করি কারণ এটি এন্ড্রইড ফোনের বেস্ট ব্রাউজার অ্যাপ। তাই এক্সটেনশন ব্যবহার করতে হলে আপনার আরেকটি ব্রাউজার ব্যবহার করতে হবে। লিংক থেকে তা ডাউনলোড করে নিন।

App Name:

Kiwi Browser

Size:

42.75 মেগাবাইট

Link:

ডাউনলোড করুন

এই ব্রাউজার সিলেক্ট করার কারণ এটি দেখতে প্রায় ক্রোম এর মত তাছাড়া এখানে একট্রা কিছু ফিচার ও আছে যেমনঃ ডার্ক মোড, পাওয়ারফোল অ্যাড ব্লকার
ইত্যাদি।

এক্সটেনশন অ্যাড করতে হলে আপনাকে প্রথমে এখানে যেতে হবে
অথবা তিন ডট মেনু থেকে এক্সটেনশন সিলেক্ট করুন এবং Kiwi Stre এ যান।এখানে গুগলের সব এক্সটেনশন পাবেন। আপনার পছন্দ মত অ্যাড করে নিন সব। নিচের স্ক্রিনশট গোলো দেখলে বুজবেন কি করতে হবে।



ডাউনলোড করা হয়ে গেলে ব্রাউজার ওপেন করে Adress Bar এ গিয়ে লেখুন Chrome://extensions অথবা এখানে ক্লিক করুন
অথবা 3 Dot Menu থেকে Extension ক্লিক করুন। এখানে শুধু আপনার অ্যাড করা বা ডাউনলোড করা এক্সটেনশন গোলো থাকিবে যা আপনি ব্রাউজার থেকে চাইলে অ্যাড অথবা রিমুভ করতে পারবেন।

বিঃদ্রঃসবগোলো সাপোর্ট করে না, তবে অনেকগোলোই করে, যেমন কিছু থিম দেখলাম সাপোর্ট করে না।

প্রমাণ:

এখন এই গোলা আসলেই কাজ করে কিনা তা কীভাবে বুজবেন,
তার প্রমাণ হিসেবে ইউটিউবের এক এক্সটনশন এর প্রমাণ দিলাম। দেখুন খুব সুন্দরভাবেই কাজ করছে। আরেকটি কথা
বলে নেই, যেহেতু এই এক্সটনশন গোলো পিসি এর, তাই যদি কোনো এক্সটেনশন না চলে তখন আপনার ব্রাউজারকে Desktop মোডে নিয়ে যান। আশা করি সকলেই এই কাজ করতে পারেন।


ট্রিকবিডি ইউজার
এই পোস্ট আগে করা আছে, ইত্যাদি ইত্যাদি বইলেন না।কারণ আমি জানি আগে করা আছে। কিন্তু???? এই ব্রাউজার নিয়ে করা নেই। গুগলে ব্রাউজারের নাম সাথে ট্রিকবিডি লিখে সার্চ দিসি নেই কোথাও। যদি তারপরেও থাকে তবে বলব তা কোনো বোকার পোস্ট যা গুগলেও সার্চ করে পাওয়া যায় না, লোকে জানবে কীভাবে। আমার একই বিষয়ের উপর Yandex ব্রাউজার নিয়ে আগের একটি পোস্ট করা আছে। ব্রাউজার টা আমার তেমন ভাল লাগে নি, কিন্তু এখন আমার দেয়া ব্রাউজার প্রায় ক্রোম ব্রাউজারের মতই এবং অনেক ফাস্ট। একে নিয়ে লিখতে গেলে আলাদা একটা রিভিউর দরকার পড়বে। নিচের পোস্ট টি এক ভাইয়ের অনেক আগে করা।
Google Chrome Extension এবার Android মোবাইলে

4 thoughts on "কম্পিউটারের গুগল ক্রোম এর সকল Extentions এবার ব্যবহার করুন Android ফোনে"

  1. JonyKar2 Contributor says:
    xda-developers e ei browser er ekta good mod ase. Tar download link ? ta diven please. Ami download korte parsi naa.
  2. sajjat hossen Subscriber says:
    Idm to add hoy na seta niye post koren tyle valo hobey

Leave a Reply