আপনার মোবাইল টি কি আজকাল বড্ড বেশী জ্বালায় ( মানে হ্যাং করে)। ? তাহলে ডাউনলোড করে নিন Hibernator Pro যার দাম ৪.৯৯$ ডলার বাংলাদেশী টাকায় ৪০০ টাকা।

তাহলে হয়তো আপনি নিচে উল্লেখিত সমস্যায় থাকতে পারেন।

১ম আপনার মোবাইলের Ram কম হওয়ার কারণে হতে পারে।

২য় আপনার মোবাইলে Internal Memory এর Space কমে এসেছে।

৩য় আপনার মোবাইলে অতিরিক্ত পরিমানে এপ্স ইন্সটল করার কারণে।

৪র্থ আপনার মোবাইলের Android কার্নেলে গোলযোগ হওয়ার কারনে এছাড়াও অনেক কারনে হতে পারে তবে উল্লেখিত কারনগুলো বেশী হয়।

আবার আপনাদের মাঝে অনেকে আছেন Ram Booster, Ram Cleaner ইত্যাদি এপ্স ব্যবহার করে থাকেন। এগুলো প্রথমে ভালো ফলাফল দিলেও পরবর্তিতে এগুলোই আপনার মোবাইল স্লো হওয়ার জন্য দায়ী।

হয়তো অনেকে আমার সাথে একমত নয় তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যদি বুস্টার বা ক্লিনার এর মত কোন এপ্স ব্যবহার করতেই চান তবে পেইড গুলো ব্যবহার করুন এতে আপনি ভাল ফলাফল পাবেন।

এখন কথা হলো পেইড এপ্স টা কোথায় পাব?

সব কথার উত্তর পোস্ট টি পুরোপুরি পড়ুন সবশেষে ফ্রিতে পেয়ে যাবেন দামী এবং কার্যকরী একটি এপ্সের ডাউনলোড লিংক।

আমরা যখন আমাদের শখের Android মোবাইলটি চালু করি তখন সবগুলো এপ্স একসাথে চালু হয়ে যায় যার কারণে মোবাইল চালাতে গিয়ে স্লো হয়ে যেতে হয় নিজেকে যার কারন হতে পারে একসাথে Install করা সব এপ্স Running থাকা।

শুধু মোবাইল স্লো হয় না সাথে চার্জের বারোটা বাজিয়ে দেয়।

প্রমান হিসাবেঃ

যখন আপনি মোবাইল টি Reset করেন এবং নতুন করে এপ্স ইন্সটল করে যখন চালান তখন মোবাইল চালানোর মজাই থাকে অন্যরকম। এরপর বেশ কিছুদিন যখন চালিয়ে থাকেন তখন আবারো নতুন এপ্স ইন্সটল করতে থাকেন যার ফলাফল সেই আগের মতো হয়ে যায় স্লো কিংবা হ্যাং।

তাহলে কেমন হতো যদি একটি মাত্র এপ্স ব্যবহার করে অন্যান্য Running সকল এপ্স কে ঘুম পড়ানো যেত মানে আপনি যেই এপ্স চালাবেন শুধু সেটি চালু থাকবে বাকীরা সব ঘুমাবে এতে পাবেন High Speed এ মোবাইল চালানোর অভিজ্ঞতা সাথে ব্যাটারীর চার্জ বেচে যাওয়া হবে আপনার জন্য বোনাস পয়েন্ট।

তাহলে আজকের সেই এপ্স টি সম্পর্কে জেনে নেওয়া যাক।

এপ্সটির নাম Hibernator Pro যার দাম ৪.৯৯$ ডলার বাংলাদেশী টাকায় ৪০০ টাকা।

এই এপ্স টির ফ্রি ভার্সন যদিও পাওয়া যায় তবে পেইড ভার্সনের মত কার্যকরী নয়। তাই আমার দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।

এপ্সটি সকল Background Running এপ্স গুলোকে Hilbernate করে দিবে।

এছাড়াও এটি পেইড ভার্সন তাই শুধু আপনার ইন্সটন করা এপ্স গুলোই নয় শুধু সাথে সাথে ঘুম পাড়িয়ে দিবে মোবাইলে থাকা বিল্ড ইন এপ্স গুলোকেও।

তাই আর দেরী কিসের ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে

Hibernator – Hibernate apps & Save battery [Pro] APK

চাইলে আমার ক্ষুদ্র সাইট ঘুরে আসতে পারেন

Dark Magician

সৌজন্যেঃ সাইবার প্রিন্স

17 thoughts on "আপনার মোবাইল টি কি আজকাল বড্ড বেশী জ্বালায় ( মানে হ্যাং করে)। ? তাহলে ডাউনলোড করে নিন Hibernator Pro যার দাম ৪.৯৯$"

  1. Akash_Das Contributor says:
    ধন্যবাদ ভাই।?
    1. Cyber Prince Author Post Creator says:
      wellcome Always My Dear @ Akash_Das Bro.
  2. md mamun rahman sikder Contributor says:
    paid verson den balo hobe jodi kaj dey
  3. Noman BD Contributor says:
    Kill Apps এবং পোস্টে উল্লেখিত এপস একই।
    Kill apps ভাল লাগে।
  4. FAIHAD Contributor says:
    Good Post
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ Faihad ভাই
  5. rex boy Contributor says:
    amrr phone o slow hoye gese…kisu din jabot. ram besi, app o besi?dekhi jodi kaj kore thnx
    1. rex boy Contributor says:
      install e hoy na. dwnld dia…install tap korlam…amni e vese thake..install neyna. cancel dile cancel hoy?
    2. rex boy Contributor says:
      sry hoise. but jegula ususe kkorbo na exception list a rakhbo? nki hibernator list a rakhbom
    3. Cyber Prince Author Post Creator says:
      Hilbernator
    4. Cyber Prince Author Post Creator says:
      @ কাজ করবে আশা করি প্রিয় ভাই
  6. SM SOUROV Contributor says:
    greenify ই বেষ্ট। এটার চেয়ে অনেক ভালো লাগে greenify
  7. shimul1 Contributor says:
    vai clear korle sd card ar app remove hoye jabe na too??
  8. shimul1 Contributor says:
    vai clear korle sd card ar app remove hoye jabe na too??
  9. Miron Contributor says:
    এ ধরনের পাইড অ্যাপস গুগলে খুঁজে পেলাম না
  10. Rasel Tips Contributor says:
    আমাকে এই পেইড এপস টা দিবেন ফ্রি তে

    যদি দেন তাহলে কমেন্ট করেন

Leave a Reply